Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Jul 2018
তোমার হৃদয় ছোঁয়া হাসির টানে
সন্ধ্যা ক্ষণে এই আঙিনায়
আসবো আমি ফিরে
তোমার ভেজা চরণ দেখতে সখা,
একা একা বিকেল বেলায়
আসবো নদীর তীরে!

খুব সকালে ঘুম ভেঙে মোর
শুনবো তোমার গান
তোমার মায়ামাখা মুখের হাসি
ভাঙবে আমার অভিমান।
ওই জাদু ভরা চোখে
আমার দুচোখ রেখে
স্বপ্ন আঁকবো তোমায় ঘিরে!

সারা দুপুর ব্যস্ত যখন
পড়বে তোমায় মনে
স্মৃতির পরশ মেখে তখন
আমি স্বস্তি নেবো বনে।
তোমার সুখে হেসে হেসে
যাবো প্রিয় ভালোবেসে,
আমার শত দুখের ভীরে!

আবার যখন সন্ধ্যা হবে
রবির আলো নিভে যাবে
তখন আমার তৃষা চোখে
তোমার রূপের জ্যোৎস্না মেখে
আমি ফিরবো আবার নীড়ে!

[২০/০৭/১৮]
213 · Dec 2017
অবিনশ্বর
Imran Islam Dec 2017
সবি হবে লয়
শুধু তুমি নয়
তুমি ঈশ্বর!

তুমি বিশ্ব-প্রভু
ক্লান্ত  নও কভু
নও নশ্বর!

প্রভু তুমি চালো
নভ মাটি আলো
সৃষ্ট প্রসর।

এক দিন হবে
মাথা পেতে নেবে
জিন, বাশার।

নেবে না কো তুমি
কোন- রূপ, ভূমি
কারো আসর।

সে যে শেষ দিন
স্হির তুমি হীন
ব্যস্ত হাশর।
208 · Nov 2017
অলস তরুণ
Imran Islam Nov 2017
বিশ্ব যখন তুঙ্গে
এ অলস আঙ্গে
বাতুলের ভঙ্গে
আমরা পড়ছি বেঙে।

বিশ্বে যখন উচ্চ শিক্ষা
তখন আমরা চাচ্ছি তিতিক্ষা
বিশ্বে যখন হচ্ছে দীক্ষা
তখনও আমরা করছি ভিক্ষা।

বিশ্ব যখন উজ্জ্বল
আমরা তখনও দুর্বল
বিশ্বে যখন সকাল
আমরা তখন নিদ্রাদুলাল।

বিশ্ব যখন নতুন
আমরা সাজি প্রাঘুণ
বিশ্ব যখন তরুণ
তখন আমরা অলস-তরুণ।

এসো হে তরুণ, গড়ি-
দেশ, বিশ্ব সম করি
তারুণ্যের বাড়াবাড়ি
স্বজাতির জন্য স্মরি।
207 · May 2018
সহদর
Imran Islam May 2018
ধর রে ওরে অস্ত্র ধর
কর রে যুদ্ধ আবার কর
মরলে ওরে যুদ্ধে মর
স্বাধীনতা রক্ষা কর!

চল রে তরুণ অগ্রে চল
দেখা রে তোর বুদ্ধি বল
দে রে মুছে চোখের জল
দেশের কথা বল রে বল!

মুক্তি দিতে অত্যাচার
গড় রে শিবির গড় রে গড়!

ভুলে যা তোর কল্প পুর
আন রে ছিনে রোদ্দুপুর
হাওয়ায় ভাসা যুদ্ধ সুর
দে রে পাড়ি হিমা চূঁড়!

চর রে চূঁড়ায় চর রে চর
উচ্চ বিশ্ব ধর রে ধর!

নবীন তোরা ফোট রে ফোট
দেখা তোদের তরুণ চোট
অত্যাচারীর কর রে নোট
ন্যায়ের পক্ষে দিস রে ভোট!

পড় রে তোরা পড় রে পড়
একাত্তরের মর্ম পড়!

অত্যাচারীর দেখ রে ধরণ
মায়ের রত্ন করছে হরণ;
করিসনে তুই ভয়কে বরণ
নগ্ন পথে চাল রে চরণ!

ধর রে শত্রু ধর রে ধর
কর রে ওদের ভূগত কর!

ভাব রে কিসে স্বাধীনতা
দে রে মায়ের পূর্ণতা;
দিয়ে দে তোর সব মমতা
করতে পূরণ শূন্যতা!

আন রে কেড়ে নন্দ ঝড়;
তরুণ সবাই সহদর!

[০২/১২/০৮]
Imran Islam Apr 2020
ক্ষমা করো, মোরে ক্ষমা করো,
ক্ষমা করো প্রভু, ক্ষমা করো!
আমি কিছুতেই পাবো না রেহাই
যদি তুমি মোর অপরাধগুলো ধরো!

তুমি ছাড়া প্রভু আর কেহ নাই
তাই, তোমার কাছেই আমি ক্ষমা চাই!
আমি যেখানেই যাই,
তোমার কাছেই হবে মোর পরপারও।

জীবনের এই কঠিন দিনে
কে আছে বলো তুমি বিনে!
তুমি ছাড়া আর কেহ, আর কেহ নাই,
তোমাকেই যেন প্রভু আমি খুঁজে পাই!
করেছো করুনা মোরে সীমাহীন
দাওনা রহম তুমি আরো!

০৯/০৪/২০
Imran Islam Jul 2018
এমন শ্রাবণ বাদল সন্ধ্যায়
মন বসে না একা
তোমার নিপুণ আঁখির মায়ায়
মোরে হাসাও সখা!

তোমার কোমল লাজুক পরশ
আমর হৃদয়ে আনুক হরষ
এত সুখ ভরে এ বুক
যায় না দেখা!

তোমার ওই চোখের ভাষা
একটু করে কাছে আসা
যেন নেশা, জাদু মাখা!

ঘন হও শ্রাবণ বাদল
বন্ধ হক ঘরের আগল
নিভে যাক সন্ধ্যা প্রদীপ
আলো দিক আমার সখা!

[২১/০৭/১৮]
200 · Nov 2017
উদয়
Imran Islam Nov 2017
তরুণ, ভীরু নও; নির্ভিক
তরুণ, ভীতু নও; সৈনিক
তুমি নিদ্রিত নও; জাগ্রত
তুমি বিক্ষত নও; অক্ষত

তরুণ, মৃত্যু নও; জীবন
তুমি বিরহ নও; মিলন
তুমি আপদ নও: সম্পদ
তুমি শিক্ষার্থী নও; ওস্তাদ

তরুণ, নিন্দা নও; প্রশংসা
তুমি বিবাদ নও; মীমাংসা
তুমি কর্কশ নও; কোমল
তুমি বিফল নও; সফল

তরুণ, অস্ত নও: উদয়
তুমি নির্দয় নও; সদয়
তুমি বিরত নও; নিরত
তুমি অশান্ত নও; শান্ত

তরুণ, ঠকা নও; জেতা
তুমি গ্রহিতা নও; দাতা
তুমি অধর্ম নও; ধর্ম
তুমি অকর্ম নও; কর্ম

তরুণ, কান্না নও; হাসি
রণভূমে ক্লান্ত নও; অসি
তুমি জমিদার নও: চাষী
তুমি আঘাত নও: বাঁশি

তরুণ, আঁধার নও; আলো
তুমি মন্দ নও; ভালো
তরুণ, বেদনা নও: আনন্দ
তুমি অপ্রিয় নও; সুর-ছন্দ

তরুণ, বেতাল নও; তাল
তুমি বেহাল নও; হাল
তুমি নিরাশা নও; আশা
তুমি ঘৃণা নও; ভালোবাসা...

তরুণ, তুমি প্রিয় জনের সপন
আর এই বিশ্বে সবার আপন
তরুণ, রাতের কোলে ভোর
আর তুমি সবচেয়ে প্রিয় মোর!
Imran Islam Jul 2018
তোমার মুখে যখন ফোটে
ওগো, হৃদয় ছোঁয়া হাসি
তখন তুমি আমার কাছে
চাঁদের থেকেও রূপসী।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

তোমার ঐ আঁখি দেখে
স্বর্গ সুখও দূরে রেখে
আত্ম ভুলে নদীর কূলে
আমি হয়ে রই উদাসী।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

তোমার ওই লাজ দেখে
আমার হৃদয় ভরে সুখে
তোমার ওই মিষ্টি সুরে
আমার মনে বাজায় বাঁশি।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

তোমার হাসি আমার মনে
হরষ জাগায় ক্ষণে ক্ষণে
তোমার মুখে লুকিয়ে আছে
আমার সকল হাসি।
ভালোবাসি ভালোবাসি
প্রিয়, তোমায় ভালোবাসি!

[০৬/০৭/১৮]
197 · Feb 2018
সোনার তরি
Imran Islam Feb 2018
দেখো তুমি আজ ডুবু ডুবু সোনাতরি
পাশে দাড়িয়ে ‘দেবল’ হাসে মন ভরি
ধৃত তরি নক্ত পথে হারে যদি দাঁড়
পথ খুঁজে নেবে না কী নদী পারাবার?

নিত্য ধর্মে সাম্য, মৈত্রী, স্বাধীনতা উপ্ত
হে ওমর, ওহে বীর, তবু কেনো সুপ্ত?
তুমি হারালে উদ্যম কোন সে পরশে?
সহিষ্ণু কী তাই, দাহো না জালিম নাশে!

ওগো সত্যধারী, দিতে হবে পাড়ি কূলে!
ফেলে তলবার মিশে আছো কোন তালে?
সতত প্রচার করো রবের ভাষণ
মনুষত্বে তুমি লও ফের সে আসন!

ও সত্য তরির মাঝি, লও মধুসাম
বিভাবরী ঘোরে ভিবা লাভো অবিরাম!
Imran Islam May 2018
বর্ষায় নামে বৃষ্টির ধারা
ডুবে যায় সারা দেশ
গ্রামগুলো দাঁড়িয়ে থাকে
পানির থৈ থৈ রেশ।

পথ চলে ভেলায় করে
কাছে হোক কিংবা দূরে
ভেজা বনে পাখির ডানা
যত্নে ডাকে আপন ছানা।
কালো হয়ে রয় সারা দিন
ওই সকল মেঘের দেশ।

দস্যি ছেলে বৃষ্টি ভেজে
খেলা করে জলের সাজে
হাঁসগুলো ওই হারিয়ে ছোটে
দূরের বিলে গিয়ে জুটে।
কখনো ভারি বৃষ্টি ঝরে
কখনো মনে হয় শেষ।

ডুবে যায় মাঠ-ঘাট
বসে না গাঁয়ের হাট
কাজ ছেড়ে ঘরে বসে
গল্প জমে রঙে রসে।
বন্ধি যেন কিষাণ মেয়ে
আর ভেজা বধূর কেশ।

ছাগল গরু খরে বাঁধা
খেতে পায় আধা আধা
বকগুলো সব মাছের আশায়
ফেরে না যেন বাসায়।
সব পাখিরা ক্লান্ত হলেও
বকগুলো ওই মজায় বেশ!

বন্ধি পাড়া নেই কো তাড়া
মনে সবাই জপে খরা।
বাদল যেন যায় না টুটি
পড়া লেখায় কত ছুটি!
আপন মনে বর্ষা ধারা
করছে যেন শক্তি পেশ।

গাঁয়ের সবাই বন্ধি থেকে
বর্ষা নিয়ে স্বপ্ন আঁকে-
বাদল যদি যায় থমে
কাজে সবে পড়বে নেমে।
এই তো বর্ষা এই তো বাদল
এই গ্রাম-বাংলাদেশ!

[২৪/০৬/০৭]
Imran Islam Jan 2018
ওগো নব যৌবনা এ ভাবে করো না
এ যে হলো সূচনা
কেনো তুমি বোঝ না!

আসলে অলি তোমার ফুলে
সখের মধু নেবে তুলে
একটু বাধা মানো না!

আপুর সাথে রেশারেশি
করছো তুমি একটু বেশি
আবেগ তোমার সইছে না!

পাশের বাসার ছেলেটারে
করছো মনে বারেবারে
হাসছে কত কল্পনা!

পাড়ার কোনো দস্যি ছেলে
বলবে কথা একলা পেলে
কারো ছলে মন দিও না!

করতে তোমায় রচনা
বাড়ছে মধুর যন্ত্রণা
একটু বাধা মানো না!
195 · Nov 2017
জিজ্ঞাসা
Imran Islam Nov 2017
ও অনুসূয়া তনয়া
তুমি মোর প্রিয়া
হবে কী?
মোর হাত ধরিয়া
শত বাঁধ পেরিয়া
যাবে কী?

ওগো সুন্দরী অনুঢ়া
জানি হবে নবোঢ়া
পাবো কী?
ওগো প্রণয় মধুরা
আমার হাতে ধরা
দেবে কী?

ওগো মোর ইভা
তুমি জীবনের বিভা
জানো কী?
তোমায় নিয়ে ভাবা
ফেরায় আমায় কেবা
মানো কী?
Imran Islam Dec 2017
আমি আসলাম,তবে সে অনেক পরে!
আমি জেনেছি তোমায়, যবে নাকি ঘোরে!
জানি না কোন সে শোকে করিলে আড়াল
সব ব্যাথা বুকে নিয়ে বরিলে ওকাল...
আমি দেখলাম কত অরুণ হরণ
দেখলাম কত গিরি কনটক পথ
দেখিনি কভু নীরবে থেমে যেতে রথ;
স্তব্ধ করলো তোমার মরণ বরণ!

জেনেশুনে কেন তুমি বলো নাই সবে?
তোমার শুন্যতা পূর্ণ হবে কোন দ্বারে!
প্রকৃতি কাঁদে, স্বজন কাতর এ রবে
খুঁজিয়া ফিরি তোমায় প্রিয়,- ধারে ধারে!
করুণ স্বরে নিবেদ করি বিধাতারে
তোমায় দিক সুখের স্বর্গ- পরপারে!
Imran Islam May 2018
গাইবো গাইবো গাইবোই আমি সত্যের স্লোগান
ভয় করি নাকো সত্যের পথে যায় যদি এ প্রাণ!

দ্বারে দ্বারে পৌঁছে দেবো কোরানের বাণী
রবে না আর কারও মাঝে হিংসা, রাহাজানি
সবার মাঝে আসবে ফিরে সাম্যের একতান।

দেখো তুমি দ্বীনের রবি যাচ্ছে যে আজ ডুবে
জাগাও তারে নতুন করে ‘আল্লাহ মহান’ রবে
থেকো না তো নিরব তুমি নিয়ে অবসান!

রয়েছো তুমি চোখ ফিরিয়ে দ্বীন হারাবার কালে
মুখের কথায় হবে কী জয়; ওমর, খালিদ ভু্লে?
কোরানের কথা শুনলেই তুমি সপে দাও পরান!

এঁকে দাও তুমি ভাষণে, আসনে মাবুদের হুকুম
পদাঘাতে করে দাও লয় অবিচার, জুলুম
পণ করে নাও ‘করবো আমি সত্যের অভিযান’!

[০৭/০৭/০৯]
Imran Islam Jun 2018
চাঁদ উঠেছে ওই আকাশে
বন্ধু তোরা কই ..?
আজকে কিসের লেখা-পড়া
কিসেরই বা বই!
ঈদ হাওয়াতে দোলে পাড়া
খুশি সকল সই
মাগো, ‘আমি একা’ ঘরে বসে-
কেমনে বল রই!

অনাথ যারা তাদের পাশে
আমরা সবে যাই
হয় যত যাকাত ফিতরা
সবার আগে দেই
ওদের সাথে মোরাও হেসে
ঈদেরি গান গাই
প্রতিবেশী কে..? স্বজন ওরা
ওরা মোদের ভাই!

মায়ের দুহাত ধরে কষে-
নতুন জামা চাই?
আম্মু বলেন- নেরে তেরা
এবার ঈদে এই!
সবার কাছে গিয়েই হেসে
বড় সালাম দেই
আমায় কিছু দিলেই তারা
দুহাত পেতে নেই।

গাঁয়ে পরল ঈদের সাড়া
বইছে স্রত-নই
সবার চোখে স্বর্গ বাসে
আমি একা নই!
নামাজ পড়ি গা-গায় মিশে
আব্বু আমি ভাই
ধনী গরিব জোয়ান বুড়া
কোন তফাত নাই।

আজ প্রেমে ভরা দেখে ধরা
আমি আবাক হই
যত- শত্রু-মিত্র অবশেষে
বুকে টেনে লই।
ঈদ যেন রয় বার মাসে
সে করুণাই চাই ...
একই সুতোয় বিশ্ব গড়া
কেহই পর নাই ...!

[২১/০৮/১০]
Imran Islam Jun 2018
মোর হৃদয়ে থাকুক প্রভু তোমার যিকির জারি
মোর আঁখিতে থাকুক প্রভু তোমার ভয়ের বারি।

আমি যেন তোমার স্মরণ করি অবিরত
তোমার টানে আমি যেন থাকি সিজদানত
প্রভু, আমি যেন বাইতে পারি সত্য পথের তরি।

আমার পাপে সাগর হবে করি যদি জমা
দয়া করো রহম করো আমায় করো ক্ষমা
প্রভু, নিত্য ভোরে আমি যেন তোমার কোরান পড়ি।

আমি যেন হতে পারি মুমিন মুসলমান
ধরার মাঝে সকল কাজে রেখে ঈমান
প্রভু, আমি যেন ভালোবেসে তোমার পথটি ধরি।

[০৪/০৬/১৮]
186 · May 2020
বেশ
Imran Islam May 2020
রাত যদত কঠিন হয়, আসে দুঃসময়
আমার মনবলই আমার শক্তি, অভয়।
মনবল তোলে আমায় আকাশের নীড়
জীবন ধন্য করে আর উচু করে শির।

বেশ বেশ বেশ
সদা বলো ‘বেশ’
যদি আমার শত্রু হয় সারা বিশ্ব দেশ
তবু আমি হবো না কভু নিরাশ, নিঃশেষ।

আমি এক যুদ্ধ প্রেমিক পুরুষ
আমার মাঝে কোনো ভয় নাই
আমি নিজেই আমার স্বপ্ন আঁকি
আর সে স্বপ্নই মানুষকে দেখাই।

আমি হাসি সবসময়, এমনি আমার সৃষ্টি
আমি তেতো স্বাদকেও করে দেই মিষ্টি
অনেক শান্ত-প্রাণবন্ত আমার মন..
তাই এখনি সহজ করে নেবো আমার স্বপন।
সদা আমি ভালো এই বেশ!
Lyrics of Ali Magrebi (Arabic Version) ‍Song : Labas.
অনুবাদ : ইমরান ইসলাম
185 · May 2020
ওগো রহমান
Imran Islam May 2020
তোমার আলো দিয়ে আমায়
করো মহিয়ান, ওগো রহমান,
তোমার আলো রেখো বহমান
ওগো রহমি রহমান!

মোর জীবন মরণে তুমি থেকো স্মরণে
ওগো মেহেরবান
আমার সিজদা যেন থাকে তোমার চরণে
ওগো রহমি রহমান!

আমি চাই না যেতে ভ্রান্ত পথে
আমি চাই না সাড়া ভ্রান্ত মতে
আমি চাই তোমার এহসান
ওগো রহমি রহমান!

রহমতের ওই দুয়ার খুলে
তোমার দয়ায় যাও না ভুলে-
মোর সকল অভিমান
ওগো রহমি রহমান!

মোর সন্ধা সকালে একটু ভুল হলে
সহজ সরল পথটি দিও আমায় বলে
ওগো রহমি রহমান,
তোমার রহম রেখো বহমান!
১১/০৫/২০
Imran Islam May 2018
কেন এমন হয়?
কেউ ডাসবিনে ফেলে দেয়
কেউ না খেয়ে রয়!

কারও মুখে হাসি
কেউ যে কষ্টের অধিবাসী
কারো গলায় ফাঁসি!

কেউ রাস্তার বোঝা
মাথায় দে ইট-কনু-কব্জা
কারো বিলাসী শয্যা।

কেউ বিলায় শ্রম
আর কারো নেই কোনো ক্ষম
কেউ পায়নে দাম।

কেউ যাতনে শেষ
কারো খুশি ভরা স্বপ্নদেশ
কারো বীরের বেশ।

কেউ দুর্নামে পড়ে
কারো শুধু বৃথা নাম করে
কেউ নিজেই মরে।

কেউ যে বড় মিয়া
সব পেতে চায় দাম দিয়া
খেলে দুর্বল নিয়া।

কত চলবে আর
অসহায় প্রাণে অনাচার,
রবে জীবন ভর?

দোষী সাজলো ভালো
নিষ্পাপ যে মার খেলো
এ কী সভ্যতা হলো?

দুস্থ বলে কী তারা-
দাস হবে এ সমাজ-ধরা?
সে অধিকার হারা!
Imran Islam Jul 2018
সখি, যাবে আমার গাঁয়?
জল ছোঁয়া ঐ চাঁদের আলো
মাখবে তুমি গায়,
সবুজ বনের বুনো লতা
বাঁধবে তোমার পায়।
সখা, চলো আমার গাঁয়!

সরল পল্লিবালার সনে
যাবে তুমি ফুল-বনে,
ইচ্ছে মতো অচেনা ফুল-
পরবে ও খোঁপায়।
সখি, যাবে আমার গাঁয়?

আমার বনে পাখির সুরে
হারিয়ে যাবে কত দূরে,
সবার সাথে বলবে কথা
মন যত চায়।
সখা, যাবে আমার গাঁয়?

তপ্ত দুপুর রোদের ছলে
নামবে তুমি নদীর জলে,
তোমায় দেখে হেসে হেসে
পাল তুলবে মাঝি নায়।
সখি, চলো আমার গাঁয়!

[১৭/০৫/১২]
Imran Islam May 2020
আমার হৃদয়ে তোমার শূন্যতা পূর্ণ হোক এই আমার স্বপ্ন-সাধনা
তোমার বিদায়ে মনজিল পেয়েছো তুমি, আমি পেয়েছি দুঃখ-বেদনা
আমাদের এই দুরত্ব যেন ক্ষণিকের অতিথি
তাই আমি জানি, জানি একদিন থেমে যাবে আমার এই কান্না!

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

আমার হৃদয় তোমার থেকে শিখেছে রহম, করুণা
আমার মানবতা, ভালোবাসা তোমারই তো প্রেরণা
আমার হৃদয় করে সজীব তোমার নামের দুরুদ
তোমায় অনুসরণে আমি খুঁজে পাই সব ভ্রান্ত-ব্যাধির ওষুধ।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।

তোমার ভালবাসায় আমি পেয়েছি এহসান
আর আল্লাকে পেয়ে তুমি আমাদের দিয়েছো সত্যের সন্ধান।
তোমার বিয়োগে অপূর্ণ-শূন্য লাগে আমাদের প্রাণ
শেষ ভরসা তোমার শাফায়াত, যার জন্যে ব্যাকুল আমারা এমন।

ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ   
ইয়া শাফিয়ানা, ইয়া মুহাম্মাদ      
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম। 
ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ   
ইয়া ইমামানা, ইয়া মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম।
Lyrics of Ali Magrebi (Turkish Version) ‍Song : Messenger of Love.
অনুবাদ : ইমরান ইসলাম।

 (হে আল্লাহর রসূল, হে আল্লাহর হাবিব)
(হে আমাদের সুপারিশকারী, ও মুহাম্মাদ)
 (আপনার প্রতি আল্লাহর শান্তি ও রহমত)

(হে আমাদের ইমাম, ও মুহাম্মাদ)
Imran Islam Apr 2020
আমি তোমার মতো একটি শিশু
তোমার মতোই স্বপ্ন আমার,
আমার হৃদয়টিও তেমাার মতো,
আমি তোমাদের মতোই মানুষ!
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

আমি তোমার সাথে খেলতে চাই
আমি তোমার মতো হাসতে চাই,
তোমার মতোই আমাকেও ঘুমোতে দাও,
তোমার মতো একটি শান্ত সকাল দাও।
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

কেন আমার পথে রক্তক্ষরণ?
কেন আমার দেহেই বিস্ফোরণ?
কালো ধোঁয়ায় আমার আকাশ আঁধার করো তমি,
কেন অস্ত্র দিয়ে দখল নিচ্ছো আমার জন্মভূমি?
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

আমার স্বপ্ন ভেঙে দেওয়ার অধিকার তোমার নেই
আমার পিতা-মাতাকে মারার সাহস তুমি পেলে কই?
আমার বন্ধুকে মারার অধিকার তোমার নেই
তোরা সব নির্মম খুনি; তোরা সব হৃদয়হীন!
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

আমি সত্য, সুবিচার চাই
আমি চাই হাসি ভরা মুখ,
নিরাপদ মাতৃভূমি চাই,
আমার একটু শান্তি চাই!
আমার আছে তোমার মতোই বেঁচে থাকার অধিকার!
আমারও অধিকার আছে, তোমার মতো স্বাধীনতার!

[২১/০৪/২০
EB
Imran Islam May 2018
কণ্ঠে আমার পরাবো মালা
তোমার দেওয়া ফুলে
তোমার আঁখি দেখে দেখে
আমাকেই যাবো ভুলে।

হঠাৎ করে পথের ধারে
তুমি আমার দেখা পেলে
লাজুক অঙ্গে সঙ্গে সঙ্গে
বকুল-ঢালা দেবে ফেলে
আমি তখন করতে আপন
তোমায় সে ফুল দেবো তুলে।

যখন তুমি লাজুক হেসে
চলে যাবে আমায় ঘেঁষে
তখন আমি সুবাস নেবো
যে ফুল পরেছো তোমার চুলে।

যখন তুমি পিছন ফিরে
একটু দেখে নেবে মোরে
তখন আমার বাঁধন হৃদয়
সুখের বানে যাবে খুলে।

সে দিন থেকে তোমার মনে
আসবো আমি ক্ষণে ক্ষণে
জানি জানি সেদিন থেকে তুমি-
আমায় রবে না আর ভুলে।

[২৬/০৫/১৮]
Imran Islam May 2018
ওই মক্কা-মদিনার পথে আমায় করো মুসাফির
জুলুম করেছি নিজের সাথে; দেখাও মোরে তীর।

পাপে ভরা এই কালো দুনিয়ায়
মোর মনে দিও তোমার ভয়;
তোমার চরণে যেন নত থাকে শির।

যে পথটি আমার চির ঠিকানা
সেই পথটি যেন না হয় অচেনা;
মোর কাফেলা হোক শান্তি-শিবির।

আমাকে দাও পূণ্য-জ্ঞান ওগো রহমান
মোর হৃদয়ে রাখো দ্বীনের আলো বহমান;
আমায় করো পূণ্য-পথিক- মহানবিজির।

[২৭/০৫/১৮]
Imran Islam Jan 2018
আমি ভালোবাসি আমার চেখের জল রাশি
যেন তারা শুধু তোমার জন্য কাঁদে
কোনো ভয় জাগে না আমার হৃদে
কারণ আমি তোমায় অনেক ভালোবাসি!

তোমার হাসিতে আমি ভুলে যাই সব ব্যাথা
যেন ওই হাসিতে প্রিয় মধুমাখা
আমি কোনো সুখ চাই না সখা,
যখন দুঃখ থাকে তোমার হৃদয়ে গাঁথা!

প্রিয়া, মাঝ রাতে জেগে উঠি আমি
শুধু তেমায় মনে করে
আর তোমায় অনুভব করতে কোন
আলো চাই না আমার দোরে!

তুমি আমার জীবনের সারা নিঃশ্বাস
এ প্রাণ দেবো তুমি যদি চাও
আমি এই পৃথিবীকে করবো না বিশ্বাস
যদি তুমি আমার না হও!
Imran Islam Dec 2017
বাংলাদেশ, বিশ্ব মাঝে লাল সবুজের শির
হেসে হেসে দিলো জীবন লাখ শহিদ বীর
ক্ষত-বিক্ষত হলো কত প্রাণ- বজ্র গুলিতে
সবুজের মাঝে এঁকেছে রবি রাঙা তুলিতে।

তুমি লাখ যোদ্ধার ছিনিয়ে আনা অধিকার
তুমি তৃঞ্চা মেটানো জল- উষ্ণ মরু তৃষ্ণার
তুমি ছেলে হারানো মায়ের অমূল্য রতন
তুমি অগণিত শহিদের কাঙ্ক্ষিত তোরণ।

কত দুষ্কর দুর্গম পথ- তুমি দিলে পাড়ি
রক্তে ভেজা আঁচল আজো জল-নয়নে হেরি
তোমার পুষ্পরাজি মাটিতে হয়েছে বিলীন
এখনো কাটেনি শোক এখনো মুখ মলিন!

শান্ত আকাশে এখনো- রবি কালো করে ওঠে
তোমার শাখে দেখি যেন রঙিন ফুল ফোটে
আমি তোমার মাঝে দেখি- বিশ্ব ভরা সপন
তোমার ধূলি গায়ে জড়ায়ে বরিবো মরণ!
Imran Islam Jul 2018
'আল্লাহ মহান আল্লাহ মহান'
রবে ডাকে মুয়াজ্জিন
আল্লাহ ছাড়া নেই কো প্রভু
শেষ বিচারের দিন!

'খোদার রাসুল মুহাম্মাদ'
ও রবে দিচ্ছে সে সংবাদ
ও নামে পড়ে দুরুদ
আসমান ও জমিন।

'এসো এসা নামাজে
এসো এসো সৎকাজে'
ওই ধ্বনিতে সাড়া দিয়ে
জামাত করে মুছল্লিন।

'ঘুমের থেকে নামাজ ভালো'
সেই সুরেই ভোর হলো
শয্যা ছেড়ে ওঠো সবে
ওগো মুসলিমিন!

'আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ ছাড়া নেই মহিয়ান'
সেই আযান আমার কানে
আসুক চির দিন!

[০২/০৭/১৮]
Imran Islam Jun 2018
আজ তোমার হিজল বনে
অন্য পাখি গায়
কত অচেনা সে মাঝি দেখি
তোমার ঐ নায়!

আজ তোমার চোখে নতুন
কত স্বপ্ন ভাসে
তোমার ভোরে পুবাল দোরে
অন্য রবি হাসে।

আজকে তোমার কণ্ঠে শুনি
অন্য কারো গান
তোমার বুকে কীসের সুখে
ভরা অভিমান!

আজকে তোমার স্বপ্নে আঁকো
অন্য কারো ছবি
তোমার হৃদয় খুঁজে নিলে
অন্য কোনো কবি!

আজকে তোমার হাসি দেখে
এত খুশি লাগে
তোমার সুখে পাইনি কষ্ট
স্মৃতি অনুরাগে।

ভালোই আছো বন্ধু আমার
ভোলো থেকো তুমি
নেই অভিমান অভিযোগ
ভালো আছি আমি।

[০৫/০৮/১২]
173 · Feb 2018
অধরা
Imran Islam Feb 2018
কাছে থাকতে বুঝিনি আমি ভালোবাসা কারে কয়
দূরে চলে যাবার পরেই জেগেছে যত ভয়
আবুঝ যত মনের ভাষা আমাকে ব্যাথা দেয়
সে ছিলো ভালোবাসা, ছিলো না কোনো অভিনয়!

সুখের সে দিনগুলো যেন ছিলো আভেগ ভরা
এত কাছে থেকেও প্রেম দেয়নি কখনো ধরা
কত বোকা ছিলাম আমি, বুঝিনি চোখের ইশারা
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!

বুঝিনি সে পুতুলের সংসার, বুঝিনি সাঁঝের ভাষা
বুঝিনি সে আলতো আবেগ, বুঝিনি ভালোবাসা
বুঝিনি সে দিন কত সুখ ছিলো গায়ে চেঁপে বসা,
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!

সবার চোখ আড়াল করে ছুঁয়ে দেয়া সেই ক্ষণ
পাখিদের ঘর দেখতে যাওয়া দখিনা সবুজ বন
কতই না মিষ্টি ছিলো সেই আবেগি অবুঝ মন,
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!
Imran Islam May 2018
আমাকে দাও মুক্ত ভোর প্রথম দিগন্ত
আমি দেবো দখিন দ্বারে ফুলের সুগন্ধ
আমি দেব তোমায় ওগো নতুন বসন্ত!

আমকে দাও মুক্ত কণ্ঠ শুদ্ধ অভিধান
খুব সকালে দেবো ওগো মধুমাখা গান
আমাকে দাও মুক্ত ভূমি চির অনন্ত!

আমাকে দাও যোগ্য শিক্ষা মুক্ত আসন
তবে আমি দেবো হাসি দেবো সুশাসন
আমাকে দাও আলোর দিশা; চাই না ভ্রান্ত!

আমাকে দাও স্বাধীনতা দাও না অধিকার
তোমার মুখে হাসি দেবো করছি অঙ্গিকার
আমায় করো শান্ত সিদ্ধ ক্ষীপ্ত দুরন্ত!

আমাকে দাও মুক্ত হস্তে সাগর সমান জল
আমি দেবো ঢেউ জাগানো শক্তি সাহস বল;
বইতে রাজি পাহাড় সমান থেকে অশ্রান্ত!

[২২/০৩/১১]
Imran Islam Oct 2017
তরুণের মাঝে কিশোরের রবি
কিশোরের স্বপ্ন-ভোর
কিশোর- তরুণের প্রতিচ্ছবি
তরুণ- কিশোরের অন্তর।

কিশোর- তরুণের ছায়া
তরুণ- কিশোরের খেয়া
তরুণ- দখিনা হাওয়া
কিশোর খোলা দোর।

কিশোর- তরুণের অঙ্গ
দু'জন দু'জনার সঙ্গ
কিশোর- তুঙ্গ তরঙ্গ
তরুণ- সাগর।
170 · Jul 2018
হয়ত সে দিন
Imran Islam Jul 2018
যে দিন আমার কথাগুলো
গাইবে গানের সুরে
হয়ত সে দিন চলে যাবো
চলে যাবো অনেক দূরে!
ওই পাখির গানে গানে
করবে মনে আমায় ভোরে?

যখন আমায় করবে মনে
যত স্মৃতি তোমার সনে
তখন মিষ্টি মুখে হাসবে তুমি;
আর দূরে থেকেও তোমার সুখে
ভরা মুখে, হাসবো আমি!
বুনো পাখির সুরে সুরে
করবে মনে আমায় ওরে?

আমার প্রেম আমার আঘাত
আমার সন্ধ্যা আমার প্রভাত
সবই তোমার কাছে লাগবে যেন
এত মধুর এত বিষাদ কেন?
কে ছিলাম কত অচেনা ছিলাম
খুঁজে কী লাভ নতুন করে?
পারো যদি ক্ষমা করো মোরে!

[১২/০৭/১৮]
Imran Islam May 2018
আমি জিঞ্জিরে বাঁধা- পিঞ্জরে
এই জিঞ্জির ছিড়ে পিঞ্জর ভেঙে
মুক্ত করো না,
আমায় মুক্ত করো না!

আমি নেই নন্দনে
ভিজে আছি ক্রন্দরে;
নন্দন দিয়ে ক্রন্দন মুছে
দাও না সান্ত্বনা,
আমায় দাও না সান্ত্বনা!

তুমি কেন শান্ত
দেখো না ভ্রান্ত;
শান্ত মনে ভ্রান্ত ভেঙে
সত্য ভাবো না,
আমায় মুক্ত করো না!

তুমি রবে মুক্ত
আমি কারভুক্ত;
ওরে মুক্ত, ভুক্তকে-
একটু ভাবো না,
আমায় মুক্ত করো না!

আমিও তোমার মতো উষায়-
নিতে চাই ফুলের ঘ্রাণ
দিতে চাই ভোরের গান-
হিমেল হাওয়ায়।
আমার এ গায় তোমার মতো
শিশির পড়ুক না,
আমায় ছেড়ে দাও না!

[০৫/০৭/০৯]
Imran Islam May 2018
মাগো, অশ্রু কেন তোমার চোখে
কেন মেঘের আঁধার তোমার মুখে
বলো, কিসের তোমার ভয়?
তোমার খোলা মাঠে-বনে
শত্রুরা ফের আঘাত হানে
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

তোমার ধন-রূপের মাঝে
দস্যিদের ওই শঙ্কা বাজে
তোমার বুকে হানতে আঘাত
শত্রুরা সব দায়,
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

তোমার বনের পাতায় তোমার সাগর জলে
শত্রুরা ওই বাসা বাঁধে দস্যি ছুটে চলে
ওরা তোমার পায়ে শিকল দিতে চায়,
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

[১২/০৫/১৮]
Imran Islam Jul 2018
মলিন মুখে কেন প্রিয়া
এমন সুখের দিনে?
বলবো মনের সকল কথা
হারিয়ে যাবো বনে।

এমন মধুর ফাগুন হাওয়া
সকল প্রাণে দিচ্ছে দোলা
আজ মনের কথায় হারিয়ে যেতে
বনের দখিন দ্বার ওই খোলা।
আমার হৃদয় করতে রঙিন
কাটাবো সন্ধ্যা তোমার সনে!

এমন সুখের সন্ধ্যে ফুলের গন্ধে
ভরিয়ে দিলো মন
হাসছে সখা পেয়ে তোমার দেখা
বসন্তের এই বন।
আজ কি বলো মন মানে সই
মন মেতেছে গানে
আর কি মন মানে!

[০১/০৭/১৮]
167 · Dec 2017
মা
Imran Islam Dec 2017
মাগো, তুমি শ্রেষ্ঠ রত্ন
মাগো, তুমি প্রাণ
মাগো, তোর স্নেহে ভরা-
নিখিল ভুবন।

বাছারে কর উজাড়
আত্ম সর্বশ্রম
ধৃতি চুঁড়ায় মা, তুমি-
সবার প্রথম।

অনাহারী থেকে তুমি
খানা দাও মুখে
ভালবেসে সেরে তোল
নানান অসুখে।

মাগো, তোর সেবাতেই
স্বর্গের সপন
তোর চেয়ে কেহ নেই
এ ভবে আপন।

আমি ব্যাথা দিলে, তুমি-
দাও যে আদর
মোর কিছু হলে, তুমি-
হও যে কাতর !

মাগো, তুমি বুঝে নাও
নাবলা সে ভাষা
মোর দুখে কান্না যত
মোর সুখে হাসা।

আমার মাথার পরে
মায়ের চরণ-
থাকুক চির সম্মানে
সারাটা জীবন...
Imran Islam Apr 2018
তুমি বাংলার মহা বীর!
তুমি দেশের তরে
দিয়েছো জীবন দেশের পরে
নোয়াওনি কভু শীর,
তুমি স্বাধীনতা যুদ্ধে শ্রেষ্ঠ বীর!

মানোনি শত্রুর কোনো কিছু
তুমি ভীরু-পদে হাঁটোনি পিছু
নোয়াওনি কভু শীর,
তুমি স্বাধীনতা যুদ্ধে সাহসী বীর!

তুমি চাওনি আরাম, ধনি-ক্ষুধা
চেয়েছো মাতৃভূমির স্বাধীন সুধা।
তুমি দেখেছো মৃত্যুর দ্বার
দেখেছো কত রক্তের ঝড়
তবু নোয়াওনি উঁচু শীর,
তুমি অমর, তুমি শ্রেষ্ঠ বীর!

তুমি নেভালে নির্মম আগুনের দল
পার হলে হলে শত বিপদের তল।
তুচ্ছ করেছো আনন্দ-বিশ্রাম
চেয়েছো এক স্বাধীন বাংলার নাম।
অবশেষে পেলে স্বপ্নের তীর
তাই, তুমি বাংলার চির উন্নত বীর!
Imran Islam Jan 2018
আমি বসে আছি একলা ঘাটে
সারাটা দিন সকাল থেকে
পাড় করো আমায় ওপার তটে!

আমার কতো কিছু চাওয়ার বকি
কতো কিছু পাওয়ার বাকি
তবু খালি হতে আমি ঘুরি হাটে!

আমি বসে আছি সকাল হতে
দাও না আমায় চলে যেতে,
আমার শূন্য হৃদয় কেমনে কাটে!

আমার সব কিছুতেই খালি খলি
ওরে ভাসছে শুধু কথাগুলি
আমি পড়েছি এ কোন সঙ্কটে!

দাও গো তুমি এই মন ভরিয়ে
বেলা যে ওই যায় গড়িয়ে,
আমার বুক ফেটে যায় দহণ চোটে!
163 · Jun 2018
মোর লেখা
Imran Islam Jun 2018
সব লেখা মোর কবিতা হোক
গান যদি না হয়
সব লেখা মোর কথা হোক
যদি ছন্দ না পায়।

তুমি মোর কথার অর্থ খোঁজো
যদি সুর নাহি পাও
প্রিয়, ইচ্ছে হলে আপন মনে
তোমার সুরে গাও।

যদি মোর কালির স্বপ্নে
ছবি না দেখো
তবে তোমার মতো করে
কিছু স্বপ্ন এঁকো।

যেই তুলিতে স্বপ্ন আঁকি
আমার প্রেম আপনে
শুধু একটু হেসো তা যদি
ছোঁয়া জাগায় ও মনে।

মোর কথা হলে ভালো- গাও তুমি
মন্দকে দাও ফেলে
তোমার মনের মতো হবো আমি
তুমি জায়গা দিলে।

[৩১/০৫/১৮]
161 · Nov 2017
বায়না
Imran Islam Nov 2017
কি রে.. খোকন কাঁদছ কেন
চোখে কেনো জল?
আমি তোমার বন্ধু যেন
সব খুলে বল।

আরে.. আজকে আমি হাটে যাব
আগে থেকে মানা
কতো মজার খাবার খাব
কতো বাকি কেনা!

আব্বু বলেন- তা হবেনা
অতো টাকা নাই
আম্মা বলেন- পড়তে যা না
দেবো যতো চাই!

পুরান জামা আমার গায়ে
নতুন জামা কই!
তোদের দিকেই থাকি চেয়ে
-দেরে..ভূঁতের বই!

আমার কেনো লাটিম ঘুড়ি
আজো কেনা নাই?
যাবোনা আজ পড়তে, বাড়ি;
সবি আমি চাই

ওহ..নারে খোকন কান্না থামা
স্কুলেতে আয়না
দেবো তোরে সব টাকা জমা
ছেড়ে দে বায়না।
Imran Islam Oct 2017
আমি চাই না ফুল বাগিচা
গুল করো মোরে
চাই না আমি দস্যি ছেলে
অলি করো তারে।

হরষ ছড়াও আমার ঘ্রাণে
নিশীথ জাগা প্রাণে প্রাণে
স্বপ্ন মধুর ঘুম ভেঙে দাও
গন্ধগ্রহণ ভোরে।

আমি চাই-
কোমল কান্তি সুধা শান্তি
হোক না সবার প্রেম
মুছে যাক-
হিংসাচার দুর্ব্যবহার
ভেঙে যাক দর্প-ফ্রেম।

না তাকালেও আমার দুখে
আমায় হাসাও সবার সুখে।
ওগো আমার বিশ্ব পতি,
তোমার কাছে এই মিনতি
সবারে দাও আপন করে।
Imran Islam May 2018
ধরায় স্বর্গ স্নিগ্ধ বসন্ত
বর্ণিল সাজে আজ দিগন্ত
নন্দন স্বাদ চির অনন্ত,
বাংলার প্রাণ তাই ফুটন্ত।

তারুণ্যে দেশ, তপ্ত সীমান্ত!
ফুলের ঘ্রাণে অলি অশান্ত
কোকিল কণ্ঠ যেন অশ্রান্ত,
বাংলার প্রাণ আজ ফুটন্ত।

চঞ্চল রবে সুধা যুগন্ত
ভোরের বায়ু বয় অক্লান্ত
প্রকৃতি- প্রাণ পেয়ে জীবন্ত,
বাংলার রূপ বন ফুটন্ত।

তরুণ, তুমি হও সুশান্ত
সত্যের গান গাও অভ্রান্ত,
সংযোমী হও সব দুরন্ত
সঞ্চয় করো সুধা বসন্ত!
Imran Islam Apr 2020
আমারে তুমি ঘৃণা করো,
চলে যাও, চলে যাও!
মোর হাত নাইবা ধরো,
তবে কেন ব্যাথা দাও?
প্রিয়, দূরে চলে যাও!

আমি এত বিরাগ ভরা;
খুঁজে নিও নতুন ধরা।
প্রণয় পাবে চির সুখ,
ম্লান করো না চাঁদমুখ।
সুখি হও, সুখি হও!

সহে না এই অভিমান
আঘাতে ক্লান্ত এ পরান।
তোমার মধু স্মৃতি সুখে
অশ্রু ঝরে আমার চোখে!
সখি, দূরে চলে যাও!

নিপুণ রূপে, মিষ্টি সুরে
এত আঘাত রাখো পুরে!
আমার আঁখি সিক্ত দেখে
তোমার মনে হর্ষ মেখে
কত সুখ বলো পাও?

১৫/০৪/২০
157 · Dec 2017
স্বস্তি
Imran Islam Dec 2017
আজ কুঞ্জ ভরিয়াছে পুষ্পে
যাহা ঘেরা ছিলো শুধু -পাপে!
হরষে দুলছে চিত্ত তরি-
শত কালের সে স্বপ্ন বরি।

কাঙ্ক্ষিত সে নিধি আজ শীর্ষে
অশ্রু নয়; শুধু স্বস্তি বর্ষে

এতে ছিলো- মায়ের সাহস
নবোঢ়া পত্নীর নিষ্পরশ
বোনের হাসি হারানো জ্বালা
বাংলা ও বাঙালির দুর্বেলা!

কত অনিদ্রা ও অনাহার
তৃষ্ণা আতঙ্ক; আত্ম অসাড়
শত ত্যাগে উদিলো- অরুণ;
বিজয়োল্লাসে সব তরুণ!
157 · Apr 2020
করোনাময়
Imran Islam Apr 2020
বিশ্ব আজ করোনাময়, নিস্তব্ধ প্রান্তর
নির্বাক প্রকৃতি, মানুষ সব অসহায়!
কত দূরে প্রিয়জন, ব্যাকুল অন্তর,
আতঙ্ক দেশে-দেশে, প্রাণে-প্রাণে জাগে ভয়!

ধরণী আজ কি কঠিন, সাথী নেই পাশে
ঘরে নেই খাবার, নিরুপায় কর্মহীন।
অভাব, শুন্যতা; বেদনা স্বজনের লাশে,
সব থেকেও নিয়তির কাছে উপায়হীন!

ধরা কবে হবে শান্ত, ফিরে পাবে স্বরূপ?
আমরা কী পাবো কভু স্বাভাবিক জীবন?
নাকি সঙ্গী হবে এই মহামারি মরণ?
ঈশ্বর একা রবে, পৃথিবী হবে নিশ্চুপ!

১৫/০৪/২০
Imran Islam May 2018
তোমার কত সুখ হাসি ভরা মুখ
নদী বয়ে যায় আমার চোখের জল
আমি অসহায়, কতটা দুর্বল!
স্বজন হারা বেদনায় কেঁদে ওঠে বুক!

নিষ্ঠুর এ ধরা; আমি স্বজন হারা
পাথর হয়ে যায় আমার এ হৃদয়
আমি কতটা অসহায়,
সুখে নেই তবুও করি সুখের অভিনয়
আমি নিঝুম আঁধার; তোমার আলো ভরা চোখ!

তোমার মিষ্টি হাসি; আমার করুণ বাঁশি
কভু মনে হয় স্বপ্ন জাগায় ভয়
আমি এত অসহায় নিষ্ঠুর এই দুনিয়ায়
তোমার কত যে পুলক; আমার ধরে না শোক!

তোমার চোখে ভোর; আমি আঁধারে কাতর
তোমার বনে কত পাখি গায়, কত ফুল গন্ধ ছড়ায়
আমি চির অসহায়, কাতর সুখ-পিপাসায়!
তোমার কাছে থাক চির সুখের আলোক
আমার কাছে আছেন ওই মহাপরিচালক।

[২৯/০৫/১৮]
156 · Jan 2018
তরুণ
Imran Islam Jan 2018
হে তরুণ, তুমি নিত্য প্রভাত অরুণ
তল্প ছাড়িয়া কল্পো গণ কী নিদারুণ!
শেরসমা, সমীরিত, বলভি, মোক্ষম
এ বিশ্বে স্থাপো তুমি যা কল্যাণী, উত্তম!

রিক্ত সভায় তপ্তো; মুক্ত সব বাঁধন
তীক্ষ্ণ অসিতে করো অবিচার নিধন
তুমি অবাধ, নির্ভিক, দুষ্কর সৈনিক
পায়ে ঠেলে দাও সব অপসংস্কৃতিক!

অগ্নি তুমি, সিন্দু সম ও অশেষবিধ...
নীচতেজ করো না সামাজিক অবিধ!
উঁচু আকাশেই গতিশীল গ্রহ-তারা
ভেদিতে হবে সে পথ আঁধারে যা ঘেরা!

স্মরণীয় হোক তব কৃতি ও বচন
দায়িত্ব পালনে যেন হয় সমাপন!
Imran Islam Feb 2018
বন্ধু আসবে তাই বুঝি আজ জোছনা ছড়ায় চাঁদ
বন্ধু আমার জীবন সাথী বন্ধু আমার সব
বন্ধু আসা কল্পনা কী আমার অপরাধ?

কেউ বোঝে না কত মধুর বন্ধু' মনের বাণী
বন্ধু আসলে তাই তো সবে করে কানাকানি
কেন শুধু রটাও তোমরা বন্ধুর অপবাদ?

আসতে তারে আমার ঘরে, নিষেধ করো বারে বারে
বোঝ না কেন প্রিয়ার হাসি কোন সে সুধার স্বাদ!

চাঁদ তুমি দিও আলো, সখার সাথে মানবে ভালো
মেঘেরাও কী সইয়ের সাথে করবে কোনো বিবাদ?

বন্ধু আমার হৃদয় জুড়ে, তারে কেন রাখো দূরে
মোদের চলার পথে দিও নাকো আর কোন বাঁধ!
154 · Apr 2020
এই শরতে
Imran Islam Apr 2020
এই শরতে তোমায় পেতে
করো না বারণ,
দেখো, শুভ্র হয়ে গেছে
পুরোনো কাশ বন।
তবে তুমি কেন নয়!

এই শিউলি শিশির ভোরে
দেবো আমি কুড়ে-
সকল ঝরা ফুল।
ওগো, দাও না আঁচল পেতে-
আমার আঙিনায়!

এই টগর বেলি জবা
যেন তোমার অঙ্গভোভা,
তুমি গন্ধ-মাধবি।
আহা, তোমার সুখের হাসিতে
পদ্ম লাজে মরে যায়!

শরতের সাদা মেঘে
ও নীলের অনুরাগে
তোমায় ভরাভো সখি।
নদীর বুকে জ্যোৎস্না রাতে
চাঁদ ভাসুক তোমার গায়!

এই শরদ সন্ধ্যা রাত
তোমার কোমল হাত
আর একটু প্রণয় ক্ষণ;
না হয় শিশির মাখা প্রাতে-
দুজন হাটবো খোলা পায়!

[১০/০৯/১৯]
154 · May 2018
রহম
Imran Islam May 2018
কোন রহমে এঁকেছো প্রভু আকাশের নীল
কোন রহমে বহাও তুমি ভোরের অনিল!

শান্ত শীতল প্রভাত ক্ষণে
মন হারিয়ে যায় যে ঘ্রাণে
বলো তুমি বলো প্রভু, এ কোন করুনার মিল!

দূর্বা ঘাসে ঝরাও শিশির
কানন করো সবুজ শিবির
বলো তুমি বলো প্রভু, এ কোন সুধা-সলিল!

নদীর বুকে ঢেউয়ের দোলা
মেঘে মেঘে ছন্দ খেলা
বলো তুমি বলো প্রভু, এ কোন স্বর্গ-জামিল!

[০৬/০৭/০৯]
Next page