Submit your work, meet writers and drop the ads. Become a member
 
152 · Nov 2017
রণবীর
Imran Islam Nov 2017
হে রণবীর, কেনো স্থীর?
দেখো- অন্যায় করেছে লয়
কে অবনির?

হে রণপাল, কী হলো হাল?
পথের মাঝে সকাল সাঁঝে-
নতো কী শীর?

হে দীপ্ত তরুণ, প্রভাত অরুণ
তলবার ফেলে মিশে আছো তালে!
কে আছে বীর?

ওরে কল্যাণী, ওই দামামা শুনি
রণে হও তৈরি; উগ্র-নগ্ন বৈরী।
ভাঙো মিথ্যে নীড়!

ওগো সুশীল, দেখো অশ্লীল
অশান্ত করে নগ্নতা বরে-
নর- নারীর!

হে দীপ্ত পাপড়ি, বিলাও ধী-বারি
দেখো রাজপথ হচ্ছে খুনরথ;
বিক্ষিপ্ত শরীর!

হে বিপন্ন মাঝি, নাও পথ খুঁজি
আঁধার কু-নিশ; জাগাও এ নেশা-
পেতে হবে তীর!

ওগো ধুমকেতু, তুমি কালের সেতু
তুমি বিদ্রহী নজরুল দেশপ্রেমী ফজলুল
তুমি বীর তিতুমীর!

হে সিংহ শাবক, হে অগ্নি যুবক
কেন সুপ্ত, হও তপ্ত!
গড়ো শিবির...
Imran Islam Jul 2018
চেয়ে তুমি আকাশ পানে
অশ্রু ছেড়ে আমার টানে
সুখ খুঁজে নিও মা!

মাগো, মনে ব্যাথা পেলে
সব অভিমান ভুলে
তোমার হৃদয় খুলে
আমায় করে দিও ক্ষমা!

সত্যের এই মধুর ডাক
আমার পরশ পাক
ভয় যত সব জয় করে
মনে বাজুক দামামা!

তোমার ওই সকল দোয়া
যেন প্রভুর হৃদয় ছোঁয়া
মুছে ফেলে কান্না তোমার
একটু হাসো মা!

[২৪/১০/১২]
Imran Islam May 2018
আমি চাই না তোমার নষ্ট প্রেম
পবিত্র প্রেম দিও যদি তুমি চাও
আমি চাই তোমার সুধা প্রেম
যাদি তুমি আমার প্রিয় হও!

আমি তাঁর বাঁধনে বাঁধা
যে পথ শুধু আলোয় সাদা
আমি কী সে পথ ভুলতে পারি
যে সকালের আলোয় দিয়েছে ভরি-
আমার নবীন নতুন হৃদয়ের গাঁও!

আমি তাঁর গৃহে বিরহে বন্ধি
যে পুবের আকাশে করায়
আলো আধারের সন্ধি
যে গন্ধ ছড়ায় ভোরের হাওয়ায়
যার পালে চলে জীবন নদীর নাও!

আমি শুধু তাঁর প্রেমে বেঁচে আছি
যে মোর হৃদয়ের খুব কাছাকাছি।
যেন তুমি বাঁধন হারা মুক্ত বনের পাখি
সকাল থেকে সাঁঝের মাঝে কত সখা-সখি;
কেন তুমি আমারে আঁধারের পথে ডেকে যাও!
149 · Jun 2018
আষাঢ় বাদল
Imran Islam Jun 2018
মেঘ ডেকেছে আকাশ
বইছে মৃদু বাতাস;
ভেজালো ঐ বনাঁচল
আষাঢ়ের এ বাদল।

দূরের মেঘের কনে
প্রণয় বিলায় বনে;
ভেজালো পাখির দল
আষাঢ়ের এ বাদল।

মেঘে দেখে কান্না-হাসি
আত্মহারা ওই চাষি;
হারালো রোদের বল
আষাঢ়ের এ বাদল।

শুনে ঐ মেঘের ডাক
মেতেছে মাছের ঝাঁক;
ভরালো পুকুর জল
আষাঢ়ের এ বাদল।

বৃষ্টি পেয়ে গুঁজি বক
ছোঁ পুঁটি মাছের চক;
বিল ভরে ছল ছল
আষাঢ়ের এ বাদল।
147 · Apr 2020
এই বিকেলে
Imran Islam Apr 2020
এই ক্ষণ ক্ষণে শ্রাবণ ঝরণে
সখি, তোমারে পরেছে মনে।

এই একা বসে থাকা
ওই আকাশ মেঘে ঢাকা
মন বসে না আমার
প্রিয়, মন বসে না তুমি বিহনে!

দুজন বসে একই সাথে
সবুজ বনে আঁখি পেতে
ইচ্ছে করে শ্রাবণ ধারা-
দেখি এই লগনে!

এই বৃষ্টি- কানন এত ভালোবাসে
সেই সুখ জানায়- দোলা বাতাসে
তুমিও সখা দাও না দেখা,
জাগাও হরষ আমার প্রাণে!

তুমি যদি এসো এই বিকেলে
সখি, তুমি যদি হাসো বারি-জলে
তবে আমি চেয়ে রবো, মুগ্ধ হবো-
তোমার ভেজা চরণ নাচনে!

[ইকবাল পুর, কলকাতা, ১১/০৮/১৮]
147 · May 2018
কবি
Imran Islam May 2018
“কবিহীন দেশ জনহীন মরুভূমি”
মনের ভাষায় কবি আঁকে স্বপ্ন ছবি
কবিহীন ভোরও যেন আলোহীন তমি!

স্বপ্ন বিনে উদে না কর্ম, উদে না উচল দ্বার
কবি-মনে স্বপ্ন মর্ম, কবি- গণ গুপ্তচর।
আপনে সে রৌদ্রস্নান যেথায় ঘোর তমি।

যারা আত্ম মনে উদয় কবি
তারা বারি টুটে নভে- সোনার রবি;
তবে সেই রবির আলো খুঁজে নেবো আমি!

তুমি বলো না বলা কত ভাষা
তোমার মনে এত ভালোবাসা
তুমি কভু উষ্ণ কভু শীতল
কখনো অবুঝ কখনো সরল
তুমি ফুলের গন্ধে পাখির সুর ছন্দে
ছায়া ঘেরা ক্লান্তি হরা সবুজ বনভূমি!

কবি ছাড়া কে করবে প্রশ্ন
কেই বা দেবে জবাব
কেই বা হবে প্রকৃতি মগ্ন
কে ফুরাবে তোমার অভাব?
সত্যলোকে সন্ধা হলো, আসুক ভোরের আলো
হোক না যত ধ্বংস প্রলয়; এসো আবার তুমি!

[১৯/০৬/০৯]
147 · Nov 2017
ভোধোদয়
Imran Islam Nov 2017
ভবে আসিনি শুধু হেরিতে
আসিয়াছি সবি লাভিতে
লুটিতে আসিনি অবনি পরে
গড়িতে আসিয়াছি তার তরে
কাঁদাতেও নয়, কাঁদিতেও নয়
ধরণী পরে আসা করিতে জয়।

এ সংসারে নেই ঘুমানোর অবকাশ
এসেছি জাগিতে; জাগাতে চার পাশ
ফাসাদ করিতেও ভবে আসিনি
আসিয়াছি পৌঁছাতে সাম্যের বাণী।

সহিতে আসিনি অত্যাচার
এসেছি করিতে– সদ্ব্যবহার
এসেছি এ ধরায় করিতে- পাশ
মহিতেই লাভিবো রূপ পরবাস
এই মহি ফুল সম; শুধু-
আমি অলি, আহরিবো মধু।
Imran Islam Apr 2020
তুমি মোর আঙিনায় ভোরের ফুল
তুমি দখিন দারের হাওয়া,
সখা, তোমার গন্ধমাখা চুল-
যেন আমার হৃদয় ছোঁয়া!

তুমি মোর সুখের হাসি
ওই জ্যোৎস্না শশী
তোমার চাই না কোনো তুল।
সখি, তুমি আমার সকল চাওয়া!

তুমি আমার পুবের আলো
অরুণ রবি হয়ে দোলো;
তুমি ঢেউ ছোঁয়া নদী-কূল
তুমি মোর সুখের পরশ; স্বপ্নে পাওয়া!

তুমি সন্ধ্যা তারা; শ্রাবণ ধারা
তুমি মুক্ত পাখি- হৃদয় হরা;
তবে কিসের ভুল-
প্রিয়, আমার এ গান গাওয়া!

০৯/০৯/২০১৯
Imran Islam May 2018
ভেঙো না বিশ্বাস; বল রাখো মনে
তোমাদের জয়ধ্বনি এসেছে কোরানে!

তোমাদের সাথে আছে ওই আসমান
সাথে আছে মরুর উষ্ণ তুফান
শান্তি-সুখ পাবে সত্য বরণে!

প্রতিবাদ করো তুমি ওহুদ-বদর
সাহস হারিয়ে কভু হইও না কাতর
শহিদি পিপাসা রাখো স্বপনে!

হিংসা-অনাচার জুলুম-শোষণ
তোমাদের পদাঘাতে হবেই পতন
জেগে ওঠো জেগে ওঠো সত্য-গানে!

আসুক যত ঝড় যত বাধা
পূর্ণ করো তুমি পূণ্য-ওয়াদা
করো না শির নত প্রভু বিহনে!

তুমি সত্যের পথিক
রাসুলের সৈনিক
তুমি সুন্দর ফুল এই ভুবনে!

[০৩/০৫/০৯]
Imran Islam May 2018
যার কণ্ঠে কোরানের ধ্বনি
মধুর সুরে আমি শুনি
তার বন্ধু হতে চাই!
যার চোখে দ্বীনের আলো
যার অন্তর পূণ্য পেলো
সে হবে মোর ভাই!

যার হৃদয় ভরা ভয়
দিয়েছে প্রভু দয়াময়
তাকে যেন সাথি রূপে-
আমি কাছে পাই!

যার মুখে সত্য কথা
যার মনে ঈমান গাঁথা
তার পিছু চলতে আমার-
কোনো বাধা নাই!

যার জীবন খোদার পথে
যার প্রেম নবির সাথে
তার মতো আমিও-
প্রেমিক হতে চাই!

[২৮/০৫/১৮]
144 · May 2018
আত্মা
Imran Islam May 2018
ওগো আমার আত্মা
জাগে কী এতটুকু ভয়
সৃষ্টি করেছে তোমায়-
কোন সে মহাসত্তা?

কী আছে অহংকার
এত অসারতা নিয়ে?
জানো এক দিন গিয়ে-
দাড়াবে তাঁর দ্বার!

ভুবন তো নয় স্বর্গ
কেন এত সুখ চাও?
ছোট্ট সফরে কী পাও!
এ শুধু ক্ষণ-মার্গ।

ধরা পরীক্ষা কেন্দ্র
সফলতা অন্বেষক,
সাথী করো না আলোক!
আত্মাকে করো ভদ্র।

তোমার এ দায়িত্ব;
কেন করো অবহেলা?
চলে যাবে সব বেলা
তোমার কী অস্তিত্ব!
Imran Islam May 2018
কোরানের ওই সুর কত যে মধুর
যে কোরানে ভরা ওগো হেদায়েতে-নুর।
কণ্ঠে আমার পরাও সেই কোরানের সুর
অন্তরে দাও গেঁথে ওই কোরানের নুর।

কোরানের আলোয় জীবন করো কোমল
ওই আলোতে দেখাও যে পথটি সরল
জীবন আমার পাপে কালো
দেখিয়ে ওই  নুরের আলো
সকল আঁধার করো দূর।

ওই কোরানে বলা সকল জীবন পথ চলা
ওই কোরনের সুরে মেটে বিস্বাদ জ্বালা
আমি যখনই ওই শুনি
পাক কোরানের ধ্বনি
মনে লাগে যে ফুর ফুর।

পূণ্য-সরল পথ দেখাতে পাঠালে ওই কোরান
তার আলোতে উঠলো হেসে আঁধার এ জাহান
ভোরের আলোর মতো আমার হৃদয়ে
ওই কোরানের নুর দাও না ভরিয়ে
আমার মনে গেঁথে দাও তোমার অসীম সুর।

[২৮/০৫/১৮]
142 · Nov 2017
বিরহ
Imran Islam Nov 2017
এত বিরহ কেনো তোমার শূন্যতা
এত অচেনা কেনো তোমার মমতা
তুমি কত যে আপন জানে এই মন
কেউ জানে না সে কথা!

আমার হোক উদাস দুপুর
তোমার পায়ে বাজুক নূপুর
ও নিপুণ নৃত্যে হরষ জাগে চিত্তে
ভুলে যাই সব বিরহ ব্যাথা।

জানি না প্রিয় আমার মাঝে
তোমার বীণা কেনো বাজে
ওই মধুর সুরে তাকাই ফিরে
তোমার কণ্ঠে সুখের মালা গাঁথা।

আমার গগনে ছড়াও হাসি
তাই কি তোমায় ভালোবাসি
ও হাসি মুখে ভরা কোন সে সুখে
জানি না আমি; জানে বিধাতা।
Imran Islam May 2018
আজ পড়ছে তোমায় মনে
মাগো, পড়ছে তোমায় মনে
ব্যাকুল হয়ে খুঁজতে আমায়
যখন হারিয়ে যেতাম হিজল বনে!

খেলা শেষে সন্ধা হলে
ছোট্ট খোকা আসবে বলে
পথে থাকতে অপেক্ষায়;
ধোয়াতে আমায় বসিয়ে ঘাটের শানে!

রৌদ্র থেকে আসলে ফিরে
ছায়া দিতে আমায় ঘিরে
হাত বুলিয়ে তপ্ত মাথায়
বুঝিয়ে দিতে রোদে পোড়ার মানে!

হঠাৎ করে ডাকলে বাদল
ঝড়ের বেগে ভাঙতো আগল
থাকলে আমি ঘরের কোনায়
দিতে অভয় ছুটে যেতে আমার পানে!

পড়তে যখম মন হতো না
বলতে আমায় ‘লক্ষী সোনা’
কী হবে এ মিছে কান্নায়?
সকল সুখের আলো ভরা এই না জ্ঞানে!
140 · Jan 2018
দেশের পতি
Imran Islam Jan 2018
ও আমার দেশের পতি
করো না তুমি দেশের ক্ষতি
ফিরে ফিরে এসে তুমি
খেলা-ঘর করো জন্মভূমি
এ কেমন প্রেম দেশের প্রতি?

হেসে হেসে দুঃখ বাড়াও
বলো, এতে কী সুখ পাও?
হাসি চাই দেশের মানুষ,
তোমার কাছে এই মিনতি!

এ আবার কেমন বিচার
কেহ শত্রু কেহ তোমার
তোমার কাছে সবি সমান
কিসের কোটি পতি?
Imran Islam May 2018
আমি এক মুক্ত বনের পাখি
আমি এক মুক্ত মনের পাখি
ভর করে এই খোলা ডানায়
কত দূরে কোন সীমানায়
আত্ম ভুলে ছুটছে আমার
বাঁধন হারা স্বপ্ন মাখা বিভোর আঁখি।

আলোয় ভরা সকাল আমার
চাই পেতে চাই ফিরে আবার
যেথায় নতুন নতুন স্বপ্ন মাখা
সেসব ছুঁয়ে দেবো খুলে পাখা
যেথায় মনের কথা বলে সবার
সকল দুঃখ ব্যাথা দূরে রাখি।

খোলা আকাশে ভাসিয়ে মন
দেবো পাড়ি কত নদী বন
আত্ম হারা মনের ভেলা
যাক ফুরিয়ে সকল বেলা
আমি ফের ফিরবো আবার
নতুন ভোরের স্বপ্ন দেখি।

হয়তো তুমি ভাবছো আমায়
ছুটতে পারি মন যেথা চায়
মন যেথা চায় সে পথে ধাও
যা খুশি তাই করে বেড়াও
না না তেমনটা নয় জীবর আমার;
আমি এক মুক্ত খাঁচায় বন্ধি পাখি!
138 · Jan 2018
ধ্রুবতারা
Imran Islam Jan 2018
আমরা তরুণ বীরের দল
আমরা জাতির শক্তি বল
আনবো তুলে সু-সকাল
চল রে তরুণ অগ্রে চল!

আঘাত করে বদ্ধ দ্বারে
ভূগত করব বৈরী ধরে
হারবো নাকো ভয়ের ধারে
মাতবো মোরা খেয়া পারে!

জয় সুতয় বুনতে জাল
মুক্ত মোদের গগন তল।

করবো রে জয় গন্ধফুল
ভেঙে সবার মনের ভুল
বেতাল বাতে শক্ত মাস্তুল;
তরুণ মোরা বিজয় বাতুল।

দেখতে শত দিকের তল
মুঠোয় আনবো নব কাল।

মানবো নাকো অপরাধ
করবো কঠোর প্রতিবাদ
করলে বরণ শাহাদাত
পাবো তরুণ সু-সংবাদ।

আমরা ব্যস্ত তরুণ দল
আনবো কেরে রবির লাল।

চালবো বাহু জালিম নাশে
মাজলুম যারা তাদের পাশে-
থাকবো মোরা যোদ্ধা বেসে
মরণ বরণ করবো হেসে!

তরুণ তারুণ্যে চির কাল
আঁধার ভেঙে আনবো সু-তল।

ওই মঙ্গলেতে বাঁধতে বাসা
করছি ওরে জয়ের নেশা
বিশ্ব নিয়ে উদয় আশা;
মোদের পূণ্য পরে ভালবাসা!

আসুক যত দস্যু দল
থাকবো মোরা অবিরল।

প্রেমিকার কাছে মোরা
কোমল প্রণয় ঘেরা,
নিঝুম রাতেও সারা-
আকাশের ধ্রুবতারা!
136 · May 2018
একটু দেখা
Imran Islam May 2018
তোমার একটু দেখা হৃদয়ে মম-
সিন্ধু সলিল, সুধাসম!
কত দেখি পল্লি বালা
রূপসীর রূপের খেলা
মোর কাছে তোমার হাসিই প্রিয়তম!

তোমার ও কাজল আঁখি
লাজে যেন মাখামাখি,
এত হরষ জাগে
এত ভিরু লাগে
দিঘির জলে যখন তুমি নামো।

তোমার ও চোখের ভাষা
যেন মোর মনের ভাষা,
যে ফুল গন্ধ ছড়ায়
যে চাঁদ মন ভরায়
সেসব রূপ যেন তোমার সম।
136 · Jan 2018
স্রষ্টা
Imran Islam Jan 2018
তুমি এই সৃষ্ট ধরার স্রষ্টা
তুমি সৃষ্টির আদি অন্ত দ্রষ্টা
চলছে মেনে তোমার বিধান
এই পৃথিবী আর ঐ আসমান।

তুমি দিনের বেলায় ছড়াও হাসি
যেই হাসিতে আমরা ভাসি
রাতের বেলায় গভীর কালো
কিংবা আবার চাঁদের আলো।

নিত্য নিশিথ প্রদীপ তারা
ঢাকাও আবার মেঘের দ্বারা
নীরব স্তব্ধ তিমীর সে রাত
ছড়াও আবার রাঙা প্রভাত।

তুমি সীমাহীন ক্ষমতাবান
তুমি সত্য আতি, চিরমহান।
135 · Jan 2018
নবীন
Imran Islam Jan 2018
হে নবীন, তুমি আলো ঘোর তমশার
তুমি মাধব, তুমি বিশাল বিভাশার
বৈশ্বানরসম তেজ, বিকাশো মনিষা
লাভো ধৃতিচূড়া, নির্বাহ প্রচয় নিশা!

মুছে দিতে হবে যত গণ জুলমত
তব পানে চেয়ে আছে পীড়িত উম্মত
অর্জিতে হবে তোমার সব চূড়াসন
ওই তারুণ্যে করে ঘোটা বিশ্ব শাসন।

সাজাতে হবে ফের যা গেছে রসাতলে
গর্জক, গর্জি ওঠো, ঘুমিছো কোন কালে!
কাপাবে দাপটে লাত মানাত ওরিশ
তোমার ও কণ্ঠে ভরা মধু মাখা বিষ।

উঁচু হয়ে দাড়াও এ নিখিল ধরায়
হারালেও কাঁদে যেন সবার হৃদয়!
134 · Jan 2018
শশী শমনী
Imran Islam Jan 2018
গগন তলে বসে দেখি শশী শমনী
গভীর আঁধার মুছে শমী এ ধরনী
কাঁদোয়া শাদ বুকে লয়ে দিচ্ছে সে চুমি
সে রূপ কটির, নদ; হাসে খোলা ভূমি।

গভীর ধ্যানে ভাবি এই সুচি সতাক্ষী
দেখতেই ভরে এ মন, জুড়ায় অক্ষি
নয়ন থেকেও যে দেখেনি এ মলতী
কবুও বুঝবে না সে কত ময়াবতী।

নিশার সাথে চন্দ্রিকার এই মিত্রতা
গড়েছেন যিনি সে মহান রচয়িতা
এ রূপ দেখে মোর মনে জাগে লালসা
কে এই পরিচালক, কে দিয়েছে দিশা?

প্রভুর মহা প্রেম এ নিপুণ পূর্ণিমা
ক্ষমা চেয়ে নাও দেখে তাঁর ঐ মহিমা!
Imran Islam May 2018
মরুর বুকে এলো রে চাঁদ
প্রিয় রাসুল মুহাম্মাদ;
বিশ্ব নবির আগমনে
ধরা পেলো স্বর্গ-স্বাদ!

ওই হাসলো উষা রাতের পরে
উঠলো রবি আমিনা মায়ের ঘরে
সে যে রাসুলে আহমাদ!

আঁধার ধরা পেলো আলো
শান্ত জলে ঢেউ উঠিলো
ভুবন করে সে উন্মাদ!

গাইলো মাটি গাইলো আকাশ
গাইলো পাখি গাইলো বাতাস
গাইলো সবে তাঁরই অর্থবাদ!

মহানবির কদম ধুলার পর;
জুলুম কাপলো থর থর-
শুনে এক-বরের শাহাদাত!

মলিন মুখে ফুটলো হাসি
উঠলো জেগে বিশ্ববাসী
পড়লো দুরুদ সকল জনপদ!
Imran Islam May 2018
বৃষ্টি হোক না আজ
ইচ্ছে মনের মাঝ
করবো না আর কাজ
বাজ রে বাদল বাজ!

ভেজা বনে চলবো একা
হয় যদি হয় কারো দেখা
পথের মাঝে থমকে যাবো
একটু তারে দেখে নেবো
পাক, পায় যদি সে লাজ!

বনের ভেজা পাতার সনে
বলবো কথা গান গানে
ওই পাতাদের লাজ দেখে
ফুটবে হাসি আমার মুখে
নেবো ভেজা বনের সাজ!

আজ কী আর আছে বারণ
ভেজা বনে ফেলতে চরণ
চাই না আমি কোন সখা
বন্ধু আমার হিজল শাখা;
আজ আমিই বনের রাজ!
131 · May 2018
হরিণ খোলা
Imran Islam May 2018
ওগো মোর পল্লি, তুমি নিত্য মায়াময়ী
ভালোবাসার পরশ মাখা ওই কোলে
শতশ স্মরি তোমায় আমি চিরদায়ী।
এত যে ব্যাকুল আমি, কবে দেখা মেলে!
আমি তোর কাছে ঋণী; স্বপন অপায়ী।
এ তৃষ্ণা মেটাতে চাই তোর মধু-জলে
তুমি কোমল নিষ্পাপ, মা তুমি বিজয়ী।
আবার মিশতে চাই তোমার অনিলে!

ফিরবো কবে তোমার নবান্ন প্রভাতে
আর নেবে কী আমায় বরে- সাথি রূপে?
তোমার ঐ মাঠে দিও ‘পেরেট’ খেলতে!
তুমি কেন এত ডাকো মোরে চুপে চুপে?
মায়াহীন কাটে ক্ষণ; ঐ শৈশব স্মৃতি-
পাবো না কোথাও; মনে রেখো মোর কৃতি!
Imran Islam Nov 2017
ও আমার জন্মভূমি
স্বর্গ সুধায় ভরা তুমি
স্বর্গ সুধায় ভরা তুমি
ও আমার জন্মভূমি।

ঊষালগ্নে শীতল হাওয়া
সেই তো আমার বড় পাওয়া
কোথাও নেই তোমার-
ভালোবাসার কমি...

তোমার কোলের সবুজ বনে
দেয় যে হরষ আমার মনে
তোমার ক্ষেতের কেশ দেখে-
অবাক হই আমি!

পাখির কন্ঠে সুরের ও গান
ফুলে ফুলে মধুর এ ঘ্রাণ
জুড়ায় আমার প্রাণ-
চাঁদনী মাখা তমি...
130 · May 2018
রিক্ততা
Imran Islam May 2018
হে উমর, চাই যে তোমার উপস্থিতি
তুমি শূন্য জাতির আজ বড় দুর্গতি,
যে শির ছেদ করেছে সত্য-তলবার
তারাই কাটা হয়ে দাড়িয়েছে আবার!

শুনবো আবার তোমার সেই গর্জন
যার পরে করেছো সফলতা অর্জন।
তুমি নেই তাই ইসলামের এ দশা
ভরসা রিক্ত চিত্তে সে হাঁটু গেড়ে বসা!

ইসলাম তুমি শান্তির, তুমি নির্মল
বীর শূন্যতায় তুমি এতটা দুর্বল!
হে তরুণ, আঁধারের পরেই তো আলো
শূন্যতা ছাড়া কেইবা জয়-স্বাদ পেলো?

হে তাজ, জন্ম দাও উমর বাহু-দিল
দূর করো ভয়, হিংসা ও গণ-অশ্লীল!
130 · Apr 2018
শূন্যতা
Imran Islam Apr 2018
কেন যেন নেই আগের মতন
এই দেশ, এই জীবন
বদলে গেছে নীতি, জীবন ধরন!

পাই না সাহসী বীর এই বাংলার বুকে
পাই না রবীন্দ্র-নজরুল সত্যলোকে
সবি কী এ ভাবে হবে হরণ?

দেখি না আগের সেই রাজনীতি
দেখি না সুন্দর সেই প্রকৃতি
জানি না কোন কারণে এই অঘটন!

কলমে পাই না আর লেখকের ছাঁপ
পাই সেখানে শুধু পাঠকের আলাপ
কেন ইচ্ছেকে বেঁধে রেখে অন্যের মন পূরণ?
129 · Apr 2018
বসন্ত
Imran Islam Apr 2018
এসেছে বসন্ত, ডাকে সুরের কোকিল
বাতাসে ভাসে বসন্ত-ফুলের সুবাস
পাতায় পাতায় নব জীবনের মিল,
আজ নন্দিত অবনি, দখিনা বাতাস!

সবুজে ভরে দিতেই এলো মধু মাস।
প্রকৃতি হর্ষিত আর ভুবন জামিল,
দোলে কুঞ্জ-তরু পেয়ে দখিনা অনিল।
সব ক্লান্ত দেহে জাগে বসন্ত উল্লাস!

সঞ্চয় করেছে শক্তি সকল শিথিল
বেলি পুষ্প প্রেমে সব নিশিথ উদাস।
সবুজ নিপুণ রূপে মাতে তনু-দিল,
বসন্ত রেখে কে হতে চায় পরবাস!

প্রকৃতি- গানে, সমীর সুবাসে- তরুণ
নবীন, সঞ্চয় করো মধুকাল গুণ!
Imran Islam Apr 2018
বাংলাদেশ, তুমি মোর প্রিয় জন্মভূমি
তোমার সবুজে মিশে আছে মোর প্রাণ
গায় যে মনের গান- নদী-কলতান।
তোমার ভালোবাসায় চির মুগ্ধ আমি!

তোমার কোলে রয়েছে কত স্বপ্ন ঘুমি
স্নেহবদন বিভব সুরে বহমান!
রূপসী বাংলার মায়া মাখা রূপ চুমি-
খাঁটি মাটি-জলে কাটে নিষ্ক বর্তমান।

মোর সুখের গান বাজে তোমার সুরে
ভরে ওঠে এই মন নিশান ও স্বাদে
পাবো না আমি ও স্বাদ অন্য দরবারে।
তোমার কোলে কাটাই হরষ-বিষাদে!

বাংলাদেশে জন্ম, শুরু শুভ নবকাল
এখানেই মোর প্রাণ পাক পরকাল!
Imran Islam May 2018
আমার নামাজ আমার জীবন
আমার এ কাজ আমার মরণ;
সবই রাখি তোমার চরণ
ওগো আমার মহাজন!

আমার কী আর আছে অহংকার
মাটি হয়ে ফিরবো যে আবার!
শেষ বিচারে তুমিই মহান সব ক্ষমতার।
না জানি সে দিন কী হয় আমার!

এই পৃথিবীর সবই তোমার খেল
আমার কাছে কেন প্রিয় মালা?
মিটিয়ে দাও মনের জ্বালা
ফুরানোর আগে জীবন-বেলা!

[১১/০৫/০৯]
Imran Islam Nov 2017
আমি তরুণ, তাই
তারুণ্যেরই গান গাই
সুন্দর সবি প্রিয়, তাই
সুন্দর হতে চাই!

আমারে কেউ ব্যাথা দিলে
তারি সাথে থাকবো মিলে
বেদনা সবি সয়ে যাই
জীবনে জয় পেতে চাই।

আমারে যে খারাপ ভাবে
সেই আমার বন্ধু হবে
বলবো, তুমি মোর ভাই
এ পথে কোনো সুখ নাই!

ভ্রান্তির ছলে ডাকলে মোরে
যাবো না আমি, যাবো না ওরে
পড়বো না গলে, হাতে পাই
ভালো-মন্দ করবো যাচাই।
Imran Islam May 2018
সাগরের তীরে বসে ভাবি যখন
ঢেউযের সাথে এসে বলছে স্বপন-
ভাবো কী মন একা ভাবো কী মন!

বলছে আমায় সাগর- ঢেউয়ের তালে
হারিয়ে যেতে ওই নীল জলে
আমি-ঢেউ-তীর যেন কত আপন!

সারি সারি ঢেউ যেন সুতোয় গাঁথা
যেন তারা বলছে মনের কথা
আমার মনে বাঁধে নিবিড় স্বপন।

সাগরের সুর ধ্বনি আমার কানে
লেগে যায় যেন সে আপন মনে
ভাবনা ছেড়ে তখন মাতে এই মন।

ভালো লাগে নীল জল চোরাবালি
ভালো লাগে সুর, সেই ঢেউগুলি
ভালো লাগে মন মাতানো দখিনা পবন।
124 · Apr 2018
আমি তৈরি
Imran Islam Apr 2018
আমি করতে দমন বৈরী
মাগো, তৈরি আমি তৈরি!
যেখানে তোমার ক্রন্দন
দেবো সেখানে সুখবন্ধন,
যেখানে অশান্ত
করতে তা শান্ত
আমি দুর্দান্ত, তৈরি!

প্রভাত কিরণ করবো বরণ
টুটিয়া আমি তিমির রজন!
আমি ক্ষুব্ধ, আমি স্তব্ধ
আমি আলোর দিশারী,
তৈরি আমি তৈরি!

আমি না নিয়ে তৃপ্তি
নেবো না বিলুপ্তি
মগ্ন আমি- নগ্ন যেখানে বৈরী,
তৈরি আমি তৈরি!

অসহায় দুর্বল
হোক না সবল
সব অবিচার হোক চরণচারী
তৈরি আমি তৈরি!
Imran Islam Feb 2018
ওগো চন্দ্রিকাময়ী তনয়া, তুমি হবে মোর প্রিয়া
মনের সোহাগে ভরাবো মন, পালিয়ে সারা বন
ওই রূপে ব্যাকুল হয়ে চেয়ে রবো সারা ক্ষণ,
আমি লুকাবো তোমায় প্রেমের আবেগ দিয়া।

আমি ভুলতে পারি না যেন ওই রূপ-জল
তোমার চোখের কাছে আমি কত দুর্বল!
একটু প্রণয় পেলে আমি যাবো মাতিয়া।

আমি সাজাবো তোমায় সখা ভোরের ফুলে
তােমার উষ্ণ হৃদয় ভরাবো প্রণয় জলে
বলো না, কবে সাজবে তুমি আমার বধুয়া?
Imran Islam Nov 2017
আমার বাংলাদেশের মাটি
যেন পূত-পরিপাটি
রক্ত দিয়ে হলো খাঁটি
নেই যে তাহার ত্রুটি।

পথের ধারে ফুলের ও ঘ্রাণ
মাঠে ভরা চাষীর এ প্রাণ
পাখির সুরে মধুর ও গান
ওগো, ভরা সুখ-বাটি।

ওই সুধামাখা চাঁদের আলো
এলোমেলো তারা গুলো
মনে প্রাণে লাগে ভালো-
নিশীথে যখন হাঁটি।

ঢেউয়ে ঢেউয়ে নৌকা দুলে
হাসে ওই শাপলা ফুলে
সারা বিলে সারা ঝিলে
ভরায় ভারি বিষটি।

এখানে পাই মায়ের সুধা
অন্ন-বস্ত্র; মেটাই ক্ষুধা
কোনো পথে নাহি বাধা।
এ আমার স্বর্গবাটি।

তোমার কোলের ছায়া-গাছে
উষ্ণ এ মন প্রাণে বাঁচে
ওগো, আমি তোরি কাছে
পাই যে শীতল পাটি!

মহিস্বর্গ ওগো জন্মভূমি,
মনে-প্রাণে আছো তুমি
তোমার আলোয় আমি-
সকল আঁধার টুটি।

হরষ জাগে আমার বুকে-
এ আমায় রাখি এঁকে
বা দেখুক সত্যলোকে
আমি বারে-বারে ফুটি।

বীর তরুণের ওই চেতনা
মিশে আছে প্রতি কোনা
যে কারণে গেল চেনা
তোমার শত্রু-ঘাঁটি।

এখানে কত তরুণ আসে
কেহ কাঁদে কেহ হাসে
তারি মাঝে আজও ভাসে
ওই তরুণের কথাটি।
Imran Islam May 2018
জামানের মতো সুখী পরিবার থাকার পরেও যাদের মনে অসুখ,
জুনায়েদের মতো পাখিদের যদি খোলা আকাশে ডানা মেলার স্বপ্ন থাকে
তবে অসুস্থ সুমনকে সঙ্গী করতে না পারলেও নাজমের মতো দুষ্টু,
শিমুলের মতো ঝানু আর মাসুমের মতো সরল বন্ধুদের নিয়ে
ঘুরে আসতে পারি স্তব্ধপ্রায়
নদী ছুঁয়ে যাওয়া সবুজ কোন গাঁয়।
        
যেখানে ‘সোনার তরী’র মত খেত, চাষি ও পাকা ধান বোঝাই খেয়া
আর গন্তব্যে ফেরার জন্য মাঝি ভাইয়ের বড্ড তাড়া।
খোলা চুলে মায়ামাখা হাসির পরেও পল্লি বালাদের লাজুক কন্ঠে-
আমবাগানে ঢিল ছুড়তে বারণ!

খানিক বাদেই দুষ্ট ছেলেদের ভ্রান্ত চাহুনিতে মুসকি হাসির মিষ্টি কথায়
কাপা কাপা স্বরে দাদুকে সাদা বক দেখিয়ে দেওয়ার মতো
কম বয়সী মেয়েটির জবাব- ‘উনারা শহরের মানুষ, তাই দুটো আম দিয়েছি’।
বিনে পয়সায় দুই হালি প্রায় আম পাওয়াতে লাল ওড়না জড়ানো চঞ্চল কিশোরীটি
একটু বেশি ধন্যবাদ পাবার যোগ্য।

সংসারপ্রেমী কৃষাণবধূর দুধের গাইটি চৈত্রের রোদ থেকে গাছের ছায়ায় বাঁধা,
ছাগল ছানা দুটিকে অক্লান্ত তাড়া করা,
হাসগুলোকে ধানখেত থেকে চুপি চুপি নিয়ে আসা
আর গৃহবধূর লাজুক আঁচলের রূপ যেন আপনের মতো।
কৃষকের খেত ছোঁয়া ভালোবাসা ফের ক্লান্তিতে বিশ্রাম- চেনা চেনা মনে হয়।
আর পল্লির বুকে খেয়া পারাপার ও নৌকোচরে গন্তব্যে পাড়ি দেওয়া
সত্যিই ছবির মতো।

নদীর কোলে ঝুঁকে থাকা গাছে চড়ে বালকদের দোল খাওয়া,
দামাল ছেলেদের এক সাথে পুকুরে ঝাঁপ দেওয়া
আর সারা গাঁয়ে ছুটে বেড়ানোর ছবি সেই শৈশবকে কাছে পাবার মতো।

মুক্ত পাখির ডানার মতো শেষ বসন্ত ছোঁয়া সবুজ গাঁয়ে ধান-শালিকের মেলা
বকের সারি আর ঝোঁপের মধ্যে একটি ডাহুকের দৃশ্য
মনে করিয়ে দেয় আপন নীরের কথা, যা এখন অতীত!

তবে ডোবা থেকে আসা পচান পাতার ঘ্রাণ,
হিজল বনে অচেনা বুনো ফুল আর দখিনা সমিরণে-
খোলা গাঁয়ে জুনার ‘বান্ধবী’ বন্ধীদশা থেকে মুক্তি পেয়ে- উল্লাসে আত্মহারা!
Imran Islam May 2018
বিষটি ভেজা গাঁয়ের পথে
হঠাৎ দেখা তোমার সাথে।
মুখ লুকিয়ে বনের পাতায়
ভেজা আঁচল তুললে মাথায়
লাজ ভরা ও চোখের পাতায়;
বাঁধে বুনো লতা তোমার নথে!

বিষটি ভেজা বনের পাতা
বলছে যেন লাজের কথা,
ও লাজে ভরা অল্প কথায়
এই আমারে একটু হাসায়,
মেঘের জলে ভালোবাসায়
তোমার রূপে মালা গাঁথে।

ওরে বিষটি যাসনে থেমে
ঝড়ের তালে আয় না নেমে
এই সারি সারি বনে বনে
খাক না রে দোল ক্ষণে ক্ষণে,
গাঁয়ের পথটি ভাসলে বানে
তুমি আমার সাথে চরবে রথে।

প্রকৃতি কী আমার কথা মানে
যা খুশি তা করে আপন মনে,
না না বিষটি ঝরা শেষ
তোমার খোলা ভেজা কেশ
আমার দূরের কোন দেশ
চললাম একলা সে পথে!
119 · Apr 2018
ঈদ
Imran Islam Apr 2018
সবার জন্য এ ঈদ
নিয়ে আসুক সু-হৃদ
বহুক সাম্যের হ্রদ
হোক না সব জাদিদ!

কী হবে মোদের ঈদে
আছি ব্যথা ভরা হৃদে,
ঈদে বুকে বাণ ভিদে
মজি এ কোন বিস্বাদে!

আজ নেই কোন বিভেদ
ভুলেছি সব বিবাদ
দীনের সাথে প্রমোদ-
বিলায়ে, কাটুক ঈদ!

এই ঈদ থাক শীর্ষে
সব হৃদে যেন বর্ষে-
ঈদ। দুলুক না হর্ষে-
মন,- ঈদ উত্‍কর্ষে!
Imran Islam Oct 2017
ও আমার জন্মভূমি
অপরূপ রূপময় তুমি
তোমার হিম হাওয়া
শিশির,ফুলের ছোয়া-
পেয়ে,ওগো ধন্য আমি!

তারায় ভরা গগন
জোছনা মাখা লগন
দেয় যে আমায় চুমি!

তাপ বেলা বট মূলে
নৌদোলা ও নদী কূলে
আমার এ মন নমি।

তোমার ধানের শীষে
আমি যেন থাকি মিশে
তোমার কোলে যেন ঘুমি...
Imran Islam May 2018
রক্তভেজা অঙ্গে মাগো, দাঁড়িয়ে আছি  দ্বারে
তুমি বরণ করো আমারে!
মাগো, বরণ করো আমারে!

যে কোরানের জন্য দিয়েছি জীবন
যে ন্যায়ের পথে ভিজেছে চরণ
সেসব দিয়ে গিয়েছি তোমারে;
বরণ করো আমারে!

কোরানের পথকে যে ভালোবেসে
মৃত্যুকে বরে নেয় হেসে হেসে
এমন ফুল ফুটুক মাগো, তোমার কাননে;
বরণ করো আমারে!

আমার যত আঘাত আছে
সব রেখেছি তোমার কাছে
তুমি ভাসিয়ে দিও দুঃখ ওই  মহাসাগরে;
বরণ করো আমারে!

[০৫/০৭/০৯]
115 · May 2018
মুমিন
Imran Islam May 2018
মুমিনের বুক কভু কাঁপে না
সত্য কভু চেপে রাখে না
জীবনের বিনিময়
সফলতা নিয়ে নেয়
শ্রমের দাম কভু যাচে না!

থাকে কোরানের ধ্যানে
চলে সততা মেনে
বার বার এক ফাঁদে পড়ে না!

মাবুদের হুকুমে
গলে পরে মোমে
মিথ্যা সে কভু বলে না!

জিহাদের কাফেলায়
আসে নির্দ্বিধায়
পরোয়ার বিনে শির নত করে না!

সৎ কাজে নেই তাঁর পিছু টান
কোরানের পথে সদা করে আহ্বান
কারও অধিকার সে কেড়ে নেয় না!

[০৪/০৫/০৯]
114 · Oct 2017
রচিত
Imran Islam Oct 2017
হঠাৎ বৃষ্টির মতো
ঝরলো অবিরত
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

বিরহ আগুন
দাহে নিদারুণ
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

ব্যাথা পেলে মনে
ভুলে থাকি গানে
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

আমি চির নাশী
তবু যেন হাসি
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

আমি বড় একা
তবু চলে এ চাঁকা
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।
Imran Islam Feb 2018
খুলে দেখো- দোর
ঠোট কাপা ভোর
দাঁড়ায়ে সে দ্বারে,
দেখিয়ে আদর
জড়ায়ে চাদর
বরে নাও তারে।

শীতল ঐ ঠোটে
চা যদি না ফোটে
চেয়ে প্রিয় আঁখি,
দেবে তোরে দেখা
লাজে মুখ ঢাকা
ভাবনার সখি।

ছেড়ে দিয়ে ভোর
আঁখি পেতে তোর
দেখে নিবি তারে
ভীরু ভীরু বেশে
দেয় যদি হেস
ঘুম দিবি ছেড়ে।
108 · Feb 2018
ভালোবাসা
Imran Islam Feb 2018
ভালোবাসা কত মধুর, কত পবিত্র!
অচেনা মুখও প্রিয়; শত্রু হয় মিত্র।
মনের সাথে যে করে রুক্ষ আচরণ
তার সাথে কী করে হয় সুখ-স্বপন?

এই কী প্রেম, এ কী ভালোবাসার প্রতি?
স্বর্গীয় সুধা সোহাগ, চিন্তিত ভীষণ
হারিয়েছে পবিত্রতা নগ্ন করে নীতি
তবু সখাই সব, প্রিয় কত আপন!

ওই মনের মাঝে খেলা করে ত্রিগণ
লাজে নিভে যায় আঁধারের শেষ বাতি
তোমার চিত্তে সখা থাকুক চির ধৃতি।
পূত থাকে যেন ভালোবাসার আসন!

তবে, ভালোবাসা কোন পথে তুমি আজ!
হারালে সম্মান, ভুলে গেলে সব লাজ?
107 · May 2018
রমজান
Imran Islam May 2018
রমজানেরই চাঁদ উঠেছে ও নীল আকাশে
রহমতেরই গন্ধ বিলায় বিপুল বাতাসে!

যত ছিলো বদ গুনাহগার
আজকে সবে পাবে যে পার
আজি সবে ভাসছে তবে পরম উল্লাসে!

দয়ার বারি বর্ষে আজি মহামহিয়ান;
তাঁদের জন্যে এ দান
যাঁরা মুমিন-মুসলমান
ক্ষমার দুয়ার খোলা ওসে সবার তালাশে।

যত ছিলো নিরাশ ওরে
বন্ধি হলো শিকল পড়ে
আজ স্বর্গসুধা বিলিয়ে দিলো মহি-নিবাসে।

পাপকে তুমি পূণ্য দিয়ে
মুছে ফেলো ধর্য নিয়ে
রমজানেরই সুধা তুমি নিয়ে নাও হেসে।

[০৬/০৭/০৯]
Imran Islam May 2018
মন আমার চায় পেতে স্বর্গ সুধা
মেটে না ধরার মাঝ মনের ক্ষুধা!
স্বপ্ন আমার যাক ভেসে
আপন মনে হেসে হেসে
যেথায় আছে মিশে সত্য-সুধা!

কেন এই মিথ্যে পথে
মন আমার উঠছে মেতে
আমায় ধরো বন্ধি করো
দাও না বাধা!

কেন এই মিথ্যে অহংকার
কেন ভুলে ভরা এ সংসার
আমার ঘর আলোয় ভরো
দূর করো আঁধার!

কত নিষ্ঠুর এ সমাজ
কত যুদ্ধ ধরার মাঝ
সবে বন্ধু যেন শান্তি আনো
কীসের এত ফাঁদ,
কেন এই বিবাদ?
আমার মনে সেই ধাঁধাঁ!

[১৫/০৫/১৮]
Imran Islam May 2018
মাগো তুমি আমায় দাও গো বিদায়
যাবো আমি রণে
দোয়া করো আমায় যেন হয় বিজয়
চেও না পথ পানে!

দেখনা জুলুম, বেড়েছে হুম হুম
কীসের আরাম কীসেরই বা ঘুম-
আসে এই নয়নে!

করো না হতাশা, দাও ভরসা
এযে আলোর দিশা, আমারও নেশা-
স্বার্থক যেন হয় মরণে।

এ ঘোর রাতে দাও না জাগিতে
যাবো আলোর পথে, শপথ নিতে
যা লেখা আছে কোরানে।
Imran Islam Apr 2018
স্বাধীনতা, স্বাধীনতা, তুমি মোর সফলতা
রেখেছো কোথায়?
ভুলে সেই মর্ম কথা, আজ করেছো যা-তা
এ জন্য কী পেয়েছি বিজয়?


কিসের জন্য অস্ত্র ধরে
যুদ্ধ করে জীবন তরে
এনেছে মহান বিজয়!
কোথায় হারালো সেই প্রণয়?

ঘর ছেড়ে যাঁরা নিদ্রাহীন থেকেছে গভীর বনে
এই স্বপ্ন ছিলো তাঁদের মনে-
‘বাংলা তুমি রবে উচ্চ চূড়ায়’!

ভুলে শহিদের সবুজ আশ
হয়েছি এ কার ক্রীতদাস!
দিনে দিনে বেড়েছে ক্ষতির সংসয়।

স্বাধীন হবার পরেও কেন পরাধীন?
কেন এত অমানবিক নির্যাতন,
কেন বাজে শুধু মরণ বীণ!
কবে হবে স্বাধীনতার পূর্ণ উদয়?
Imran Islam May 2018
তোমার আলোয় দাও গো মুছে
আমার সকল আঁধার
দাও নতুন করে দাও গো মোরে
পূণ্য উপহার
প্রভু, দাও পুণ্য উপহার!

উষ্ণ হাওয়া আসুক ভেসে
ওহুদ-বদর-তায়েফ ঘেঁষে
আমার সাথে মিল করে দাও
হযরতে হামযার!

চাই না প্রভু বালাখানা
চাই না কভু নিধিকনা
দাও করে দাও আমার বাহু
হযরতে উমর!

চাই না আমি ক্লান্তি রণে
চাই না আপোষ বৈরী-সনে
শুধুই চাই তোমার কাছে
খালিদ-তলবার!

আমাকে দাও বেলাল-হৃদয়
দাও সুধা ওই কালিমায়
আমায় দিয়ে করাও প্রভু
দ্বীনের উপকার!

[০৩/০৫/০৯]
97 · May 2018
বিজয়ভূমি
Imran Islam May 2018
বিজয় তুমি রিক্ত মায়ের মুখের হাসি
তোমার জন্য নমাস ধরে রক্ত-জলে-
করেছে যুদ্ধ বীর- তোমার মায়া-বলে;
তোমার মুক্তিসেনা তাই তো ভালোবাসি।

তুমি স্বাধীন তাই আমি আনন্দে ভাসি
গর্ব করি আমি পতাকা তোমার তুলে
তোমার রত্ন তোমার স্নেহ থাকিনি ভুলে।
তুমি বাংলাদেশ আর আমি বাংলাভাষি!

তোমার সবুজ ভালোবাসায় আমায়-
ডাকে নাও কাছে; কত সুখ দাও তুমি!
কেন এত আদর, কী দিয়েছি তোমায়?
শুধুই জানি তুমি আমার জন্মভূমি।

আমাকে বরো তোমার বুকের রতনে
রেখো মোরে তোমার কোলে চির যতনে!
Next page