Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam May 2018
মুমিনের বুক কভু কাঁপে না
সত্য কভু চেপে রাখে না
জীবনের বিনিময়
সফলতা নিয়ে নেয়
শ্রমের দাম কভু যাচে না!

থাকে কোরানের ধ্যানে
চলে সততা মেনে
বার বার এক ফাঁদে পড়ে না!

মাবুদের হুকুমে
গলে পরে মোমে
মিথ্যা সে কভু বলে না!

জিহাদের কাফেলায়
আসে নির্দ্বিধায়
পরোয়ার বিনে শির নত করে না!

সৎ কাজে নেই তাঁর পিছু টান
কোরানের পথে সদা করে আহ্বান
কারও অধিকার সে কেড়ে নেয় না!

[০৪/০৫/০৯]
Imran Islam May 2018
ভেঙো না বিশ্বাস; বল রাখো মনে
তোমাদের জয়ধ্বনি এসেছে কোরানে!

তোমাদের সাথে আছে ওই আসমান
সাথে আছে মরুর উষ্ণ তুফান
শান্তি-সুখ পাবে সত্য বরণে!

প্রতিবাদ করো তুমি ওহুদ-বদর
সাহস হারিয়ে কভু হইও না কাতর
শহিদি পিপাসা রাখো স্বপনে!

হিংসা-অনাচার জুলুম-শোষণ
তোমাদের পদাঘাতে হবেই পতন
জেগে ওঠো জেগে ওঠো সত্য-গানে!

আসুক যত ঝড় যত বাধা
পূর্ণ করো তুমি পূণ্য-ওয়াদা
করো না শির নত প্রভু বিহনে!

তুমি সত্যের পথিক
রাসুলের সৈনিক
তুমি সুন্দর ফুল এই ভুবনে!

[০৩/০৫/০৯]
Imran Islam May 2018
আমার নামাজ আমার জীবন
আমার এ কাজ আমার মরণ;
সবই রাখি তোমার চরণ
ওগো আমার মহাজন!

আমার কী আর আছে অহংকার
মাটি হয়ে ফিরবো যে আবার!
শেষ বিচারে তুমিই মহান সব ক্ষমতার।
না জানি সে দিন কী হয় আমার!

এই পৃথিবীর সবই তোমার খেল
আমার কাছে কেন প্রিয় মালা?
মিটিয়ে দাও মনের জ্বালা
ফুরানোর আগে জীবন-বেলা!

[১১/০৫/০৯]
Imran Islam May 2018
মরুর বুকে এলো রে চাঁদ
প্রিয় রাসুল মুহাম্মাদ;
বিশ্ব নবির আগমনে
ধরা পেলো স্বর্গ-স্বাদ!

ওই হাসলো উষা রাতের পরে
উঠলো রবি আমিনা মায়ের ঘরে
সে যে রাসুলে আহমাদ!

আঁধার ধরা পেলো আলো
শান্ত জলে ঢেউ উঠিলো
ভুবন করে সে উন্মাদ!

গাইলো মাটি গাইলো আকাশ
গাইলো পাখি গাইলো বাতাস
গাইলো সবে তাঁরই অর্থবাদ!

মহানবির কদম ধুলার পর;
জুলুম কাপলো থর থর-
শুনে এক-বরের শাহাদাত!

মলিন মুখে ফুটলো হাসি
উঠলো জেগে বিশ্ববাসী
পড়লো দুরুদ সকল জনপদ!
Imran Islam May 2018
“কবিহীন দেশ জনহীন মরুভূমি”
মনের ভাষায় কবি আঁকে স্বপ্ন ছবি
কবিহীন ভোরও যেন আলোহীন তমি!

স্বপ্ন বিনে উদে না কর্ম, উদে না উচল দ্বার
কবি-মনে স্বপ্ন মর্ম, কবি- গণ গুপ্তচর।
আপনে সে রৌদ্রস্নান যেথায় ঘোর তমি।

যারা আত্ম মনে উদয় কবি
তারা বারি টুটে নভে- সোনার রবি;
তবে সেই রবির আলো খুঁজে নেবো আমি!

তুমি বলো না বলা কত ভাষা
তোমার মনে এত ভালোবাসা
তুমি কভু উষ্ণ কভু শীতল
কখনো অবুঝ কখনো সরল
তুমি ফুলের গন্ধে পাখির সুর ছন্দে
ছায়া ঘেরা ক্লান্তি হরা সবুজ বনভূমি!

কবি ছাড়া কে করবে প্রশ্ন
কেই বা দেবে জবাব
কেই বা হবে প্রকৃতি মগ্ন
কে ফুরাবে তোমার অভাব?
সত্যলোকে সন্ধা হলো, আসুক ভোরের আলো
হোক না যত ধ্বংস প্রলয়; এসো আবার তুমি!

[১৯/০৬/০৯]
Imran Islam May 2018
রমজানেরই চাঁদ উঠেছে ও নীল আকাশে
রহমতেরই গন্ধ বিলায় বিপুল বাতাসে!

যত ছিলো বদ গুনাহগার
আজকে সবে পাবে যে পার
আজি সবে ভাসছে তবে পরম উল্লাসে!

দয়ার বারি বর্ষে আজি মহামহিয়ান;
তাঁদের জন্যে এ দান
যাঁরা মুমিন-মুসলমান
ক্ষমার দুয়ার খোলা ওসে সবার তালাশে।

যত ছিলো নিরাশ ওরে
বন্ধি হলো শিকল পড়ে
আজ স্বর্গসুধা বিলিয়ে দিলো মহি-নিবাসে।

পাপকে তুমি পূণ্য দিয়ে
মুছে ফেলো ধর্য নিয়ে
রমজানেরই সুধা তুমি নিয়ে নাও হেসে।

[০৬/০৭/০৯]
Imran Islam May 2018
তোমার একটু দেখা হৃদয়ে মম-
সিন্ধু সলিল, সুধাসম!
কত দেখি পল্লি বালা
রূপসীর রূপের খেলা
মোর কাছে তোমার হাসিই প্রিয়তম!

তোমার ও কাজল আঁখি
লাজে যেন মাখামাখি,
এত হরষ জাগে
এত ভিরু লাগে
দিঘির জলে যখন তুমি নামো।

তোমার ও চোখের ভাষা
যেন মোর মনের ভাষা,
যে ফুল গন্ধ ছড়ায়
যে চাঁদ মন ভরায়
সেসব রূপ যেন তোমার সম।
Next page