Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam May 2018
হে উমর, চাই যে তোমার উপস্থিতি
তুমি শূন্য জাতির আজ বড় দুর্গতি,
যে শির ছেদ করেছে সত্য-তলবার
তারাই কাটা হয়ে দাড়িয়েছে আবার!

শুনবো আবার তোমার সেই গর্জন
যার পরে করেছো সফলতা অর্জন।
তুমি নেই তাই ইসলামের এ দশা
ভরসা রিক্ত চিত্তে সে হাঁটু গেড়ে বসা!

ইসলাম তুমি শান্তির, তুমি নির্মল
বীর শূন্যতায় তুমি এতটা দুর্বল!
হে তরুণ, আঁধারের পরেই তো আলো
শূন্যতা ছাড়া কেইবা জয়-স্বাদ পেলো?

হে তাজ, জন্ম দাও উমর বাহু-দিল
দূর করো ভয়, হিংসা ও গণ-অশ্লীল!
Imran Islam May 2018
ওগো মোর পল্লি, তুমি নিত্য মায়াময়ী
ভালোবাসার পরশ মাখা ওই কোলে
শতশ স্মরি তোমায় আমি চিরদায়ী।
এত যে ব্যাকুল আমি, কবে দেখা মেলে!
আমি তোর কাছে ঋণী; স্বপন অপায়ী।
এ তৃষ্ণা মেটাতে চাই তোর মধু-জলে
তুমি কোমল নিষ্পাপ, মা তুমি বিজয়ী।
আবার মিশতে চাই তোমার অনিলে!

ফিরবো কবে তোমার নবান্ন প্রভাতে
আর নেবে কী আমায় বরে- সাথি রূপে?
তোমার ঐ মাঠে দিও ‘পেরেট’ খেলতে!
তুমি কেন এত ডাকো মোরে চুপে চুপে?
মায়াহীন কাটে ক্ষণ; ঐ শৈশব স্মৃতি-
পাবো না কোথাও; মনে রেখো মোর কৃতি!
Imran Islam May 2018
মাগো তুমি আমায় দাও গো বিদায়
যাবো আমি রণে
দোয়া করো আমায় যেন হয় বিজয়
চেও না পথ পানে!

দেখনা জুলুম, বেড়েছে হুম হুম
কীসের আরাম কীসেরই বা ঘুম-
আসে এই নয়নে!

করো না হতাশা, দাও ভরসা
এযে আলোর দিশা, আমারও নেশা-
স্বার্থক যেন হয় মরণে।

এ ঘোর রাতে দাও না জাগিতে
যাবো আলোর পথে, শপথ নিতে
যা লেখা আছে কোরানে।
Imran Islam May 2018
বিজয় তুমি রিক্ত মায়ের মুখের হাসি
তোমার জন্য নমাস ধরে রক্ত-জলে-
করেছে যুদ্ধ বীর- তোমার মায়া-বলে;
তোমার মুক্তিসেনা তাই তো ভালোবাসি।

তুমি স্বাধীন তাই আমি আনন্দে ভাসি
গর্ব করি আমি পতাকা তোমার তুলে
তোমার রত্ন তোমার স্নেহ থাকিনি ভুলে।
তুমি বাংলাদেশ আর আমি বাংলাভাষি!

তোমার সবুজ ভালোবাসায় আমায়-
ডাকে নাও কাছে; কত সুখ দাও তুমি!
কেন এত আদর, কী দিয়েছি তোমায়?
শুধুই জানি তুমি আমার জন্মভূমি।

আমাকে বরো তোমার বুকের রতনে
রেখো মোরে তোমার কোলে চির যতনে!
Imran Islam May 2018
তোমার আলোয় দাও গো মুছে
আমার সকল আঁধার
দাও নতুন করে দাও গো মোরে
পূণ্য উপহার
প্রভু, দাও পুণ্য উপহার!

উষ্ণ হাওয়া আসুক ভেসে
ওহুদ-বদর-তায়েফ ঘেঁষে
আমার সাথে মিল করে দাও
হযরতে হামযার!

চাই না প্রভু বালাখানা
চাই না কভু নিধিকনা
দাও করে দাও আমার বাহু
হযরতে উমর!

চাই না আমি ক্লান্তি রণে
চাই না আপোষ বৈরী-সনে
শুধুই চাই তোমার কাছে
খালিদ-তলবার!

আমাকে দাও বেলাল-হৃদয়
দাও সুধা ওই কালিমায়
আমায় দিয়ে করাও প্রভু
দ্বীনের উপকার!

[০৩/০৫/০৯]
Imran Islam May 2018
মন আমার চায় পেতে স্বর্গ সুধা
মেটে না ধরার মাঝ মনের ক্ষুধা!
স্বপ্ন আমার যাক ভেসে
আপন মনে হেসে হেসে
যেথায় আছে মিশে সত্য-সুধা!

কেন এই মিথ্যে পথে
মন আমার উঠছে মেতে
আমায় ধরো বন্ধি করো
দাও না বাধা!

কেন এই মিথ্যে অহংকার
কেন ভুলে ভরা এ সংসার
আমার ঘর আলোয় ভরো
দূর করো আঁধার!

কত নিষ্ঠুর এ সমাজ
কত যুদ্ধ ধরার মাঝ
সবে বন্ধু যেন শান্তি আনো
কীসের এত ফাঁদ,
কেন এই বিবাদ?
আমার মনে সেই ধাঁধাঁ!

[১৫/০৫/১৮]
Imran Islam May 2018
ওগো আমার আত্মা
জাগে কী এতটুকু ভয়
সৃষ্টি করেছে তোমায়-
কোন সে মহাসত্তা?

কী আছে অহংকার
এত অসারতা নিয়ে?
জানো এক দিন গিয়ে-
দাড়াবে তাঁর দ্বার!

ভুবন তো নয় স্বর্গ
কেন এত সুখ চাও?
ছোট্ট সফরে কী পাও!
এ শুধু ক্ষণ-মার্গ।

ধরা পরীক্ষা কেন্দ্র
সফলতা অন্বেষক,
সাথী করো না আলোক!
আত্মাকে করো ভদ্র।

তোমার এ দায়িত্ব;
কেন করো অবহেলা?
চলে যাবে সব বেলা
তোমার কী অস্তিত্ব!
Next page