Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam May 2018
আর কত হতে বলো আমাকে পাষাণ
আর কত দিতে হবে স্বজনের প্রাণ
আরও কত নিতে হবে রক্তের ঘ্রাণ!

আমার দেশের মাটি কেন তোমার খেলা-ভূমি
কেন আমার রক্তে ভেজাও আমার জন্মভূমি
আর কত অশ্রু বলো, কত চাও মায়ের প্রাণ!

আমার ঘুম কেড়ে নেয় তোমার গুলির শব্দ
আমার শিশুর স্বপ্নগুলোও তুমি করো স্তব্ধ
আমি চাই শুধু অধিকার; চাই না কোনো ত্রাণ!

কেন এত নির্যাতন কেন এত যুদ্ধ
কেন মাতৃভূমিতে ভাইয়ের ও লাশ
আমি কেন অবরুদ্ধ?
আর কত দিতে হবে আরব মায়ের সন্তান!

চাই না এই যুদ্ধ; চাই শান্তি মানবাধিকার
মুক্ত হোক জন্মভূমি মজলুম মানবতার
আমি চাই এই মহাযুদ্ধের চির অবসান!

[১৬/০৫/১৮]
Imran Islam May 2018
কেন এমন হয়?
কেউ ডাসবিনে ফেলে দেয়
কেউ না খেয়ে রয়!

কারও মুখে হাসি
কেউ যে কষ্টের অধিবাসী
কারো গলায় ফাঁসি!

কেউ রাস্তার বোঝা
মাথায় দে ইট-কনু-কব্জা
কারো বিলাসী শয্যা।

কেউ বিলায় শ্রম
আর কারো নেই কোনো ক্ষম
কেউ পায়নে দাম।

কেউ যাতনে শেষ
কারো খুশি ভরা স্বপ্নদেশ
কারো বীরের বেশ।

কেউ দুর্নামে পড়ে
কারো শুধু বৃথা নাম করে
কেউ নিজেই মরে।

কেউ যে বড় মিয়া
সব পেতে চায় দাম দিয়া
খেলে দুর্বল নিয়া।

কত চলবে আর
অসহায় প্রাণে অনাচার,
রবে জীবন ভর?

দোষী সাজলো ভালো
নিষ্পাপ যে মার খেলো
এ কী সভ্যতা হলো?

দুস্থ বলে কী তারা-
দাস হবে এ সমাজ-ধরা?
সে অধিকার হারা!
Imran Islam May 2018
এসো এসো বন্ধু ওগো, চরো-
আমার প্রেমের নায়
তোমায় নিয়ে বাইতে তরি
আমর এ মন চায়!

বলবো কথা দুজন মিলে
জ্যোৎস্না ভরা চাঁদের সনে
বলবো সখা তোমর সনে
যত কথা  আমার মনে।
চাঁদের আলোয় দেখবো নাচন
তোমার খোলা পায়!

এসো না এসো প্রিয়া,
আমার প্রেমের ঘাটে
বসে আছি তোমার জন্য
জোছনা নদীর তটে।
দেখবো তোমায় পরান ভরে
জ্যোৎস্না যখন পড়বে গায়!

আমি ধরবো নায়ের হাল
তোমার আঁচল হবে পাল
তোমায় নিয়ে বেয়ে তরি
কাটবে সাকল চাঁদনী কাল।
আজকে শশী হাসবে সখি
যদি তোমায় সাথে পায়!

সবারে আজ দিয়ে ফাঁকি
প্রিয়, এসো আমার কাছে
তুমি আমার সাথী হবে
দোষ কী তাতে আছে।
ভাসাবো দুজন প্রেমের তরি
আনন্দেরই ধরায়!
Imran Islam May 2018
ওরে ওরে পায়রা যাসনে উড়ে
আয় না আয় না আয় না ফিরে
ডাকছে পায়রি ডাকছে তোরে
আয় না আয় না আয় না নীড়ে!

দাড়িয়ে আছে ওই খোলা কেশে
আয়রে আয় তুই হাওয়ায় ভেসে
ওরে থাক না তুই ঐ তারই পাশে
যাস না তুই যাসনে দূরে!

ওরে ওরে ভ্রমর যাসনে ভুলে
কদিন মধু থাকবে ফুলে,
শুকাবে ও ঘ্রাণ সন্ধা হলো
বাস না ভালো বাস না তারে!

কেন দূরে থাকো এমন ক্ষণে
মানে না বাধা তার ওই মনে
মেলবে ডানা কার সনে
খোয়া যায় ও যৌবন তীক্ষ্ণধারে!
ওই ভ্রান্ত হৃদয় ফিরে অন্যদ্বারে!
Imran Islam May 2018
আজ পড়ছে তোমায় মনে
মাগো, পড়ছে তোমায় মনে
ব্যাকুল হয়ে খুঁজতে আমায়
যখন হারিয়ে যেতাম হিজল বনে!

খেলা শেষে সন্ধা হলে
ছোট্ট খোকা আসবে বলে
পথে থাকতে অপেক্ষায়;
ধোয়াতে আমায় বসিয়ে ঘাটের শানে!

রৌদ্র থেকে আসলে ফিরে
ছায়া দিতে আমায় ঘিরে
হাত বুলিয়ে তপ্ত মাথায়
বুঝিয়ে দিতে রোদে পোড়ার মানে!

হঠাৎ করে ডাকলে বাদল
ঝড়ের বেগে ভাঙতো আগল
থাকলে আমি ঘরের কোনায়
দিতে অভয় ছুটে যেতে আমার পানে!

পড়তে যখম মন হতো না
বলতে আমায় ‘লক্ষী সোনা’
কী হবে এ মিছে কান্নায়?
সকল সুখের আলো ভরা এই না জ্ঞানে!
Imran Islam May 2018
আমি  সুখী হতে চেয়েছি; হতে পারিনি
আমি যেই পথে হেটেছি; শেষ হয়নি
আমি যে গান গেয়েছি তাতে ঘুম ভাঙেনি
কারো মন কাড়েনি কারো মন বসেনি!

সুখের সময়টা যেন পলকের মতো
দুখের বীণাটা মনে বাজে অবিরত
মন তবু ছুটে ধায় সুখ কোথা পাওয়া যায়
না না, তবুও একটু সুখ মেলেনি!

সুখ যেন মনে হয় বাতাসের মতো
কষ্ট যত বড় পাহাড় নয় বড় ততো
জীবনের সব যেন মানে না আমায়
তবু স্বপ্নরা বেঁচে আছে, কভু ভুলিনি!

[১০/০৫/১৮]
Imran Islam May 2018
আমাকে দাও মুক্ত ভোর প্রথম দিগন্ত
আমি দেবো দখিন দ্বারে ফুলের সুগন্ধ
আমি দেব তোমায় ওগো নতুন বসন্ত!

আমকে দাও মুক্ত কণ্ঠ শুদ্ধ অভিধান
খুব সকালে দেবো ওগো মধুমাখা গান
আমাকে দাও মুক্ত ভূমি চির অনন্ত!

আমাকে দাও যোগ্য শিক্ষা মুক্ত আসন
তবে আমি দেবো হাসি দেবো সুশাসন
আমাকে দাও আলোর দিশা; চাই না ভ্রান্ত!

আমাকে দাও স্বাধীনতা দাও না অধিকার
তোমার মুখে হাসি দেবো করছি অঙ্গিকার
আমায় করো শান্ত সিদ্ধ ক্ষীপ্ত দুরন্ত!

আমাকে দাও মুক্ত হস্তে সাগর সমান জল
আমি দেবো ঢেউ জাগানো শক্তি সাহস বল;
বইতে রাজি পাহাড় সমান থেকে অশ্রান্ত!

[২২/০৩/১১]
Next page