Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam May 2018
যখনই বসি আমি বারান্দায়
তখনই আসো তুমি জানালায়
যে কথা বলো ওই ইশারায়
কেমনে বলি আমি হায় হায়!

তোমার ওই দুষ্টু হাসি
যেন সে সর্বনাশী
মন আমার হয় উদাসী
দেখে ভরা চাঁদের উদয়।

লেখা পড়া বন্ধ করে
চেয়ে থাকো চোখ ভরে
আমিও তোমার তরে,
একটুও যে কম নয়!

তুমি করো না এভাবে
যেন জেনে যাবে সবে
বলো না কেমন হবে-
বাঁধলে এক সুতোয়!

দুষ্টুমিটা বন্ধো করে
ফিরে যাও পড়ার ঘরে,
আমরও যে লজ্জা করে
কাল কী লিখবো খাতায়!
Imran Islam May 2018
ভালোবাসা কারে বলে বুঝিনি তো আমি
ভালাবাসার নামে শুধুই ব্যাথা দিলে তুমি
ভালোবাসার মানে তাই আমি বিপথগামী;
আর হবো না আমি কভু ভালোবাসাকামী।

ভালোবাসার আগুন ধরে হৃদয় হলো আঙ্গার
ভালোবাসা ছিলো না তোমার; ছিলো অহংকার
তাই তো আমার বুকে আগুন জ্বলে হা-হাকার;
কতখানি পুড়ছি প্রেমে জানেন অন্তরজামী!

খুঁজে পাই না ভালোবাসা; কোথায় গেল চলে
কাঁদি আমি মনের ব্যথায় দুই নয়নের জলে
কেউ আমার নেই আপন এমন ব্যাথার কালে;
না আর হবো না আমি কভু প্রেমের অনুগামী।

ভালোবাসার অগ্নি-শিখায় জ্বলছি দিরা-রাতি
বলো, তোমায় ভালোবেসে করেছি কী ক্ষতি?
এত আঘাত দিলে আমার ভালোবাসার প্রতি;
তোমার প্রেমের চেয়ে বিরহ ব্যাথাই বড় দামি!
Imran Islam May 2018
বৃষ্টি হোক না আজ
ইচ্ছে মনের মাঝ
করবো না আর কাজ
বাজ রে বাদল বাজ!

ভেজা বনে চলবো একা
হয় যদি হয় কারো দেখা
পথের মাঝে থমকে যাবো
একটু তারে দেখে নেবো
পাক, পায় যদি সে লাজ!

বনের ভেজা পাতার সনে
বলবো কথা গান গানে
ওই পাতাদের লাজ দেখে
ফুটবে হাসি আমার মুখে
নেবো ভেজা বনের সাজ!

আজ কী আর আছে বারণ
ভেজা বনে ফেলতে চরণ
চাই না আমি কোন সখা
বন্ধু আমার হিজল শাখা;
আজ আমিই বনের রাজ!
Imran Islam May 2018
বিষটি ভেজা গাঁয়ের পথে
হঠাৎ দেখা তোমার সাথে।
মুখ লুকিয়ে বনের পাতায়
ভেজা আঁচল তুললে মাথায়
লাজ ভরা ও চোখের পাতায়;
বাঁধে বুনো লতা তোমার নথে!

বিষটি ভেজা বনের পাতা
বলছে যেন লাজের কথা,
ও লাজে ভরা অল্প কথায়
এই আমারে একটু হাসায়,
মেঘের জলে ভালোবাসায়
তোমার রূপে মালা গাঁথে।

ওরে বিষটি যাসনে থেমে
ঝড়ের তালে আয় না নেমে
এই সারি সারি বনে বনে
খাক না রে দোল ক্ষণে ক্ষণে,
গাঁয়ের পথটি ভাসলে বানে
তুমি আমার সাথে চরবে রথে।

প্রকৃতি কী আমার কথা মানে
যা খুশি তা করে আপন মনে,
না না বিষটি ঝরা শেষ
তোমার খোলা ভেজা কেশ
আমার দূরের কোন দেশ
চললাম একলা সে পথে!
Imran Islam May 2018
আমি এক মুক্ত বনের পাখি
আমি এক মুক্ত মনের পাখি
ভর করে এই খোলা ডানায়
কত দূরে কোন সীমানায়
আত্ম ভুলে ছুটছে আমার
বাঁধন হারা স্বপ্ন মাখা বিভোর আঁখি।

আলোয় ভরা সকাল আমার
চাই পেতে চাই ফিরে আবার
যেথায় নতুন নতুন স্বপ্ন মাখা
সেসব ছুঁয়ে দেবো খুলে পাখা
যেথায় মনের কথা বলে সবার
সকল দুঃখ ব্যাথা দূরে রাখি।

খোলা আকাশে ভাসিয়ে মন
দেবো পাড়ি কত নদী বন
আত্ম হারা মনের ভেলা
যাক ফুরিয়ে সকল বেলা
আমি ফের ফিরবো আবার
নতুন ভোরের স্বপ্ন দেখি।

হয়তো তুমি ভাবছো আমায়
ছুটতে পারি মন যেথা চায়
মন যেথা চায় সে পথে ধাও
যা খুশি তাই করে বেড়াও
না না তেমনটা নয় জীবর আমার;
আমি এক মুক্ত খাঁচায় বন্ধি পাখি!
Imran Islam May 2018
আমি চাই না তোমার নষ্ট প্রেম
পবিত্র প্রেম দিও যদি তুমি চাও
আমি চাই তোমার সুধা প্রেম
যাদি তুমি আমার প্রিয় হও!

আমি তাঁর বাঁধনে বাঁধা
যে পথ শুধু আলোয় সাদা
আমি কী সে পথ ভুলতে পারি
যে সকালের আলোয় দিয়েছে ভরি-
আমার নবীন নতুন হৃদয়ের গাঁও!

আমি তাঁর গৃহে বিরহে বন্ধি
যে পুবের আকাশে করায়
আলো আধারের সন্ধি
যে গন্ধ ছড়ায় ভোরের হাওয়ায়
যার পালে চলে জীবন নদীর নাও!

আমি শুধু তাঁর প্রেমে বেঁচে আছি
যে মোর হৃদয়ের খুব কাছাকাছি।
যেন তুমি বাঁধন হারা মুক্ত বনের পাখি
সকাল থেকে সাঁঝের মাঝে কত সখা-সখি;
কেন তুমি আমারে আঁধারের পথে ডেকে যাও!
Imran Islam May 2018
সাগরের তীরে বসে ভাবি যখন
ঢেউযের সাথে এসে বলছে স্বপন-
ভাবো কী মন একা ভাবো কী মন!

বলছে আমায় সাগর- ঢেউয়ের তালে
হারিয়ে যেতে ওই নীল জলে
আমি-ঢেউ-তীর যেন কত আপন!

সারি সারি ঢেউ যেন সুতোয় গাঁথা
যেন তারা বলছে মনের কথা
আমার মনে বাঁধে নিবিড় স্বপন।

সাগরের সুর ধ্বনি আমার কানে
লেগে যায় যেন সে আপন মনে
ভাবনা ছেড়ে তখন মাতে এই মন।

ভালো লাগে নীল জল চোরাবালি
ভালো লাগে সুর, সেই ঢেউগুলি
ভালো লাগে মন মাতানো দখিনা পবন।
Next page