Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam May 2018
জামানের মতো সুখী পরিবার থাকার পরেও যাদের মনে অসুখ,
জুনায়েদের মতো পাখিদের যদি খোলা আকাশে ডানা মেলার স্বপ্ন থাকে
তবে অসুস্থ সুমনকে সঙ্গী করতে না পারলেও নাজমের মতো দুষ্টু,
শিমুলের মতো ঝানু আর মাসুমের মতো সরল বন্ধুদের নিয়ে
ঘুরে আসতে পারি স্তব্ধপ্রায়
নদী ছুঁয়ে যাওয়া সবুজ কোন গাঁয়।
        
যেখানে ‘সোনার তরী’র মত খেত, চাষি ও পাকা ধান বোঝাই খেয়া
আর গন্তব্যে ফেরার জন্য মাঝি ভাইয়ের বড্ড তাড়া।
খোলা চুলে মায়ামাখা হাসির পরেও পল্লি বালাদের লাজুক কন্ঠে-
আমবাগানে ঢিল ছুড়তে বারণ!

খানিক বাদেই দুষ্ট ছেলেদের ভ্রান্ত চাহুনিতে মুসকি হাসির মিষ্টি কথায়
কাপা কাপা স্বরে দাদুকে সাদা বক দেখিয়ে দেওয়ার মতো
কম বয়সী মেয়েটির জবাব- ‘উনারা শহরের মানুষ, তাই দুটো আম দিয়েছি’।
বিনে পয়সায় দুই হালি প্রায় আম পাওয়াতে লাল ওড়না জড়ানো চঞ্চল কিশোরীটি
একটু বেশি ধন্যবাদ পাবার যোগ্য।

সংসারপ্রেমী কৃষাণবধূর দুধের গাইটি চৈত্রের রোদ থেকে গাছের ছায়ায় বাঁধা,
ছাগল ছানা দুটিকে অক্লান্ত তাড়া করা,
হাসগুলোকে ধানখেত থেকে চুপি চুপি নিয়ে আসা
আর গৃহবধূর লাজুক আঁচলের রূপ যেন আপনের মতো।
কৃষকের খেত ছোঁয়া ভালোবাসা ফের ক্লান্তিতে বিশ্রাম- চেনা চেনা মনে হয়।
আর পল্লির বুকে খেয়া পারাপার ও নৌকোচরে গন্তব্যে পাড়ি দেওয়া
সত্যিই ছবির মতো।

নদীর কোলে ঝুঁকে থাকা গাছে চড়ে বালকদের দোল খাওয়া,
দামাল ছেলেদের এক সাথে পুকুরে ঝাঁপ দেওয়া
আর সারা গাঁয়ে ছুটে বেড়ানোর ছবি সেই শৈশবকে কাছে পাবার মতো।

মুক্ত পাখির ডানার মতো শেষ বসন্ত ছোঁয়া সবুজ গাঁয়ে ধান-শালিকের মেলা
বকের সারি আর ঝোঁপের মধ্যে একটি ডাহুকের দৃশ্য
মনে করিয়ে দেয় আপন নীরের কথা, যা এখন অতীত!

তবে ডোবা থেকে আসা পচান পাতার ঘ্রাণ,
হিজল বনে অচেনা বুনো ফুল আর দখিনা সমিরণে-
খোলা গাঁয়ে জুনার ‘বান্ধবী’ বন্ধীদশা থেকে মুক্তি পেয়ে- উল্লাসে আত্মহারা!
Imran Islam May 2018
সকল আঁধার টুটে যায়
টুটে না কুয়াশা
ফুরিয়ে যায় মহি সময়
ফুরায় না আশা!

পৃথিবীর সব ভরিলেও
ভরে না দু’চোখ
জীবনের সব ফুরালেও
ফুরায় না শোক!

চায় না মন সত্য বিচার
কৃত অবরাধে
কাঁদেও না হৃদয় আবার
আত্ম অপবাদে!

পরশ্রী যেন লাগে না ভালো
হতাশ বিলাপে
বলে বেড়ায় সে এলো মেলো
তৃপ্ত পরপাপে।

ছাড়ে না কভু মিথ্যা- জীবনে
শুধুই সে হাসে
মিথ্যাকে করতে জয়, মনে-
শত মিথ্যা চষে।
Imran Islam May 2018
ধরায় স্বর্গ স্নিগ্ধ বসন্ত
বর্ণিল সাজে আজ দিগন্ত
নন্দন স্বাদ চির অনন্ত,
বাংলার প্রাণ তাই ফুটন্ত।

তারুণ্যে দেশ, তপ্ত সীমান্ত!
ফুলের ঘ্রাণে অলি অশান্ত
কোকিল কণ্ঠ যেন অশ্রান্ত,
বাংলার প্রাণ আজ ফুটন্ত।

চঞ্চল রবে সুধা যুগন্ত
ভোরের বায়ু বয় অক্লান্ত
প্রকৃতি- প্রাণ পেয়ে জীবন্ত,
বাংলার রূপ বন ফুটন্ত।

তরুণ, তুমি হও সুশান্ত
সত্যের গান গাও অভ্রান্ত,
সংযোমী হও সব দুরন্ত
সঞ্চয় করো সুধা বসন্ত!
Imran Islam Apr 2018
আমি করতে দমন বৈরী
মাগো, তৈরি আমি তৈরি!
যেখানে তোমার ক্রন্দন
দেবো সেখানে সুখবন্ধন,
যেখানে অশান্ত
করতে তা শান্ত
আমি দুর্দান্ত, তৈরি!

প্রভাত কিরণ করবো বরণ
টুটিয়া আমি তিমির রজন!
আমি ক্ষুব্ধ, আমি স্তব্ধ
আমি আলোর দিশারী,
তৈরি আমি তৈরি!

আমি না নিয়ে তৃপ্তি
নেবো না বিলুপ্তি
মগ্ন আমি- নগ্ন যেখানে বৈরী,
তৈরি আমি তৈরি!

অসহায় দুর্বল
হোক না সবল
সব অবিচার হোক চরণচারী
তৈরি আমি তৈরি!
Imran Islam Apr 2018
ঘন কালো মেঘ ভাসে ওই আকাশে
শীতল পরশ বহে যেন বাতাসে।
আজ হলে বর্ষণ করবো বরণ
ফোঁটা ফোঁটা বারি হরষে!

ওই গগনে কাঁদে মেঘর কনে
ভেজা শাড়ি পরে পল্লি বনে
আজ বারিবাহ- গিরি-পল্লি ভালোবাসে।

জলের মাঝে পল্লি, ডুবে মম মল্লি
আজ দুরন্ত মনে সুখ বরষে!
সবি নিশ্চুপ দেখে বারি রূপ
আমি বারি-ছন্দ হেরি- কুঞ্জে বসে!
Imran Islam Apr 2018
এসেছে বসন্ত, ডাকে সুরের কোকিল
বাতাসে ভাসে বসন্ত-ফুলের সুবাস
পাতায় পাতায় নব জীবনের মিল,
আজ নন্দিত অবনি, দখিনা বাতাস!

সবুজে ভরে দিতেই এলো মধু মাস।
প্রকৃতি হর্ষিত আর ভুবন জামিল,
দোলে কুঞ্জ-তরু পেয়ে দখিনা অনিল।
সব ক্লান্ত দেহে জাগে বসন্ত উল্লাস!

সঞ্চয় করেছে শক্তি সকল শিথিল
বেলি পুষ্প প্রেমে সব নিশিথ উদাস।
সবুজ নিপুণ রূপে মাতে তনু-দিল,
বসন্ত রেখে কে হতে চায় পরবাস!

প্রকৃতি- গানে, সমীর সুবাসে- তরুণ
নবীন, সঞ্চয় করো মধুকাল গুণ!
Imran Islam Apr 2018
তুমি বাংলার মহা বীর!
তুমি দেশের তরে
দিয়েছো জীবন দেশের পরে
নোয়াওনি কভু শীর,
তুমি স্বাধীনতা যুদ্ধে শ্রেষ্ঠ বীর!

মানোনি শত্রুর কোনো কিছু
তুমি ভীরু-পদে হাঁটোনি পিছু
নোয়াওনি কভু শীর,
তুমি স্বাধীনতা যুদ্ধে সাহসী বীর!

তুমি চাওনি আরাম, ধনি-ক্ষুধা
চেয়েছো মাতৃভূমির স্বাধীন সুধা।
তুমি দেখেছো মৃত্যুর দ্বার
দেখেছো কত রক্তের ঝড়
তবু নোয়াওনি উঁচু শীর,
তুমি অমর, তুমি শ্রেষ্ঠ বীর!

তুমি নেভালে নির্মম আগুনের দল
পার হলে হলে শত বিপদের তল।
তুচ্ছ করেছো আনন্দ-বিশ্রাম
চেয়েছো এক স্বাধীন বাংলার নাম।
অবশেষে পেলে স্বপ্নের তীর
তাই, তুমি বাংলার চির উন্নত বীর!
Next page