Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Apr 2018
কেন যেন নেই আগের মতন
এই দেশ, এই জীবন
বদলে গেছে নীতি, জীবন ধরন!

পাই না সাহসী বীর এই বাংলার বুকে
পাই না রবীন্দ্র-নজরুল সত্যলোকে
সবি কী এ ভাবে হবে হরণ?

দেখি না আগের সেই রাজনীতি
দেখি না সুন্দর সেই প্রকৃতি
জানি না কোন কারণে এই অঘটন!

কলমে পাই না আর লেখকের ছাঁপ
পাই সেখানে শুধু পাঠকের আলাপ
কেন ইচ্ছেকে বেঁধে রেখে অন্যের মন পূরণ?
Imran Islam Apr 2018
বাংলাদেশ, তুমি মোর প্রিয় জন্মভূমি
তোমার সবুজে মিশে আছে মোর প্রাণ
গায় যে মনের গান- নদী-কলতান।
তোমার ভালোবাসায় চির মুগ্ধ আমি!

তোমার কোলে রয়েছে কত স্বপ্ন ঘুমি
স্নেহবদন বিভব সুরে বহমান!
রূপসী বাংলার মায়া মাখা রূপ চুমি-
খাঁটি মাটি-জলে কাটে নিষ্ক বর্তমান।

মোর সুখের গান বাজে তোমার সুরে
ভরে ওঠে এই মন নিশান ও স্বাদে
পাবো না আমি ও স্বাদ অন্য দরবারে।
তোমার কোলে কাটাই হরষ-বিষাদে!

বাংলাদেশে জন্ম, শুরু শুভ নবকাল
এখানেই মোর প্রাণ পাক পরকাল!
Imran Islam Apr 2018
তোমার হাসির মাঝে লুকিয়ে আছে আমার সকল চাওয়া
প্রিয়, শত দুখের মাঝেও আমার কাছে
তোমার সুখের হাসি যেন বড় পাওয়া!

তুমি হাসলে প্রিয় অবাক হয়ে চেয়ে থাকি আমি
তোমার হাসির চেয়ে আমার কাছে কিছুই নেই দামি
ওই মায়া মাখা হাসির জন্যে আমার উদাস হওয়া!

লাজ করো না সখা, যদি চেয়ে থাকি তোমার হাসি দেখে
চোখের আড়াল যেন না হও হাতের নিপুণ কাজটি রেখে
আমার মনের ভাষা যেন বোঝে দখিন দ্বারের হাওয়া!

তোমার ওই জাদু মাখা হাসির মাঝে আমার স্বপ্ন ভাসে
তোমার ভালোবাসার লাজুক ছোঁয়ায় আমার হৃদয় হাসে।
আমাকে তুমি দুষ্টু ভাবো, তাই দূরে চলে যাওয়া!
Imran Islam Apr 2018
স্বাধীনতা, স্বাধীনতা, তুমি মোর সফলতা
রেখেছো কোথায়?
ভুলে সেই মর্ম কথা, আজ করেছো যা-তা
এ জন্য কী পেয়েছি বিজয়?


কিসের জন্য অস্ত্র ধরে
যুদ্ধ করে জীবন তরে
এনেছে মহান বিজয়!
কোথায় হারালো সেই প্রণয়?

ঘর ছেড়ে যাঁরা নিদ্রাহীন থেকেছে গভীর বনে
এই স্বপ্ন ছিলো তাঁদের মনে-
‘বাংলা তুমি রবে উচ্চ চূড়ায়’!

ভুলে শহিদের সবুজ আশ
হয়েছি এ কার ক্রীতদাস!
দিনে দিনে বেড়েছে ক্ষতির সংসয়।

স্বাধীন হবার পরেও কেন পরাধীন?
কেন এত অমানবিক নির্যাতন,
কেন বাজে শুধু মরণ বীণ!
কবে হবে স্বাধীনতার পূর্ণ উদয়?
Imran Islam Apr 2018
সময় চলে তার নিজ গতিতে
কে পারে তারে বেঁধে রাখিতে
সময়ের সাথে স্বপ্ন বদলে
ইচ্ছে আর হয় না পূরণ
তারুণ্য রূপ সব যায় চলে
শক্তি সাহসও হয় হরণ!
তবুও চায় না কেউ হারিতে।

রঙিন স্বপ্ন যখন দেয় না আর ধরা
শুধু বাঁচার তাগিদে জীবন করে তাড়া
যদিও স্বস্তি মেলে একটু ঠাঁই পেলে
মানসিক যন্ত্রণায় যেন পুড়ে যায় সুখ
অন্তরে যতই নীরব দহণ জ্বলে
হাসি মাখা থাকুক স্বজনের মুখ!
তবে কত জন পারে জীবন জয় করিতে?
Imran Islam Apr 2018
স্বাধীনতা তুমি, বাংলার অহংকার
স্বাধীনতা তুমি, বাঙালির অধিকার
স্বাধীনতা তুমি, আলো- জীবন-দিশার
স্বাধীনতা তুমি, রক্তে গড়া এই বাংলার!

স্বাধীনতা তুমি, দুঃখিনী মায়ের হাসি
স্বাধীনতা, তুমি আছো বাঙালির প্রাণে মিশি
স্বাধীনতা তুমি, আঁধার রাতের শশী
স্বাধীনতা তুমি, সফলতা রাশি-রাশি।

স্বাধীনতা তুমি, রক্ত হ্রদের প্রতিদান
স্বাধীনতা তুমি, কোটি বাঙালির সম্মান
স্বাধীনতা তুমি, বাংলা-কান্নার অবসান
স্বাধীনতা তুমি, বাংলার নব প্রাণ!

স্বাধীনতা তুমি, লাখ শহিদের স্বপ্ন-ফুল
স্বাধীনতা তুমি, অসীম সাগরে প্রাপ্ত কূল
স্বাধীনতা তুমি, পল্লি বালার খোলা চুল
স্বাধীনতা তুমি, ওই আকাশ সমতুল!

স্বাধীনতা তুমি থাক- বাস্তব কর্মে
স্বাধীনতা তুমি থাক- বাঙালির মর্মে
স্বাধীনতা তুমি থাক- শেত্ব-কৃষ্ণ চর্মে
স্বাধীনতা তুমি থাক- সবার ধর্মে!

স্বাধীনতা তুমি, আমার অগ্রদ্বার
স্বাধীনতা তুমি, আমার বিভাশার
স্বাধীনতা তুমি, আমার উঁচু ঘার
স্বাধীনতা, স্বাধীনতা, তোমার প্রতি- করবো না অবিচার!
Imran Islam Apr 2018
সবার জন্য এ ঈদ
নিয়ে আসুক সু-হৃদ
বহুক সাম্যের হ্রদ
হোক না সব জাদিদ!

কী হবে মোদের ঈদে
আছি ব্যথা ভরা হৃদে,
ঈদে বুকে বাণ ভিদে
মজি এ কোন বিস্বাদে!

আজ নেই কোন বিভেদ
ভুলেছি সব বিবাদ
দীনের সাথে প্রমোদ-
বিলায়ে, কাটুক ঈদ!

এই ঈদ থাক শীর্ষে
সব হৃদে যেন বর্ষে-
ঈদ। দুলুক না হর্ষে-
মন,- ঈদ উত্‍কর্ষে!
Next page