Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Apr 2018
আজ বসেছে মেলা- পল্লি আঙিনায়
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

আজ সেজেছে সব বোশেখ বরণী
সেজেছে প্রবীণ, তরুণ-তরুণী;
বাংলার সংস্কৃতি জমেছে বাংলায়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

জীর্ণ বাঁধ ভেঙে আজ বইছে নন্দরদ
সেজেছে বাংলা ভূষণে বাংলার প্রতি পদ
হরষে হরষে বাংলা রবির উদয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


পেছনে ফেলে সব, এসেছে নবক্ষণ
ওগো মঙ্গলি, ওগো বাঙালি, করেনে শুভপণ!
ধাপিয়া চলো তুমি, মাপিয়া চলো এ ধরায়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

ওরে নবীন, জাগ্রত কর-
সুপ্ত মনে- বৈশাখী ঝড়
তুলে ধর তুই তুলে ধর
বাংলার পরিচয়- বিশ্বময়!
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

আজ এই নতুন দিনে
ঘৃণ্যকে সব করনা ঘৃণে
স্বপ্ন জাগাও নিভারুণে;
তুমি কেন অসহয়?
বিশ্ব যে আজ তপ্তময়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

বজ্র ধ্বনিতে- আকাশ সঞ্জাত
চৌচির মাটির সনে- সংঘাত
জয় করে নেবে নিশ্চয়
ওরে তোর কেন এত ভয়?
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

কাল বৈশাখী ঝড়- বাঁধন টুটিয়া
এসেছে নিতে সব- লুটিয়া
নবীন, তুমিও করো জয় করো সঞ্চয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

এসেছে বৈশাখ- ভেঙে পিঞ্জর
ছিড়ে ফেলো সব কালো জিঞ্জীর-
বাংলা সংস্কৃতি-প্রণয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

তরুণ, যেখানে তোমার প্রয়োজন
সেখানে রাখ সক্ত চরণ
উচল দ্বার করতে বরণ
নাই কোন ভয় নাই কোন বারণ!
নতুন দিনে জাগাও-
বিপুল প্রত্যয় নিপুণ প্রণয়!
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!
Imran Islam Apr 2018
ওগো মোর প্রিয়া, শুভ নববর্ষ!
বর্ষ জুড়িয়া থাক তোমার শীর্ষ
বর্ষবরণ হর্ষ।
শুভ নববর্ষ!

পরিয়া তুমি বাঙালি ভূষণ
করো না আজি বর্ষবরণ!
ওগো সুধা বারি, বর্ষ
মোর প্রিয়া পরে বর্ষ!
শুভ নববর্ষ!

যেই হর্ষ দেখেছি কদম ডালে
যেই হর্ষ দেখেছি খোপার ফুলে
সে সবি হোক তোমার উৎকর্ষ!
শুভ নববর্ষ!

সাজো গো আজ পল্লি বালা
গলে পরে ফুলেল মালা
ও রূপ যেন হয় উচ্চার্ষ
শুভ নববর্ষ!

আজি তোমার সখার সনে
হোক না প্রণয় প্রাণে প্রাণে!
আঁচলে ঢাকিও রূপকর্ষ।
শুভ নববর্ষ!
Imran Islam Apr 2018
আমি কোথায় করি ভরসা?
এ কেমন প্রেম বলো
এ কেমন ভালোবাসা
আশা সব করে দেয় নিরাশা!

হাত ধরে ক্ষণে ক্ষণে
প্রণয় বিলায় কুঞ্জ-বনে
আগুন জ্বেলে অবুঝ মনে
হারায় পথের দিশা!

পেয়ে তুমি ক্ষণ পরশ
জাগাও মনে বিপুল হরষ
এ নহে সুধা তরষ
এ তোমার জ্বালার বিষা!

অস্তিলে প্রেম তপন
বর্ষে বিরহ দহণ
তুমি দেখো তখন-
প্রেম মরণ পাশা!
Imran Islam Apr 2018
দিয়েছে হুকুম প্রভু ওই গগনে
ফুটেছে ফুল তাই সবুজ বনে
ভোরের পাখি ডাকে বারে বার
গায় সে পাখি গান শুধু তাঁর
বাঁধাহীন আপন মনে।

বৃষ্টি ঝরায় মেঘ ওই তাঁর আদেশে
ফিরে আসে প্রাণ তাই মৃত ঘাসে
প্রশংসা সব যেন প্রভুর শানে।

ঊষা হেসে ওঠে ওগো যার পরশে
বেলা বয়ে যায় ওগো তাকেই বশে
সাঁঝ চেয়ে থাকে সেই প্রভুর পানে।

ওই নদী বয়ে যায় কুলু সুরে
দুই হ্রদ বয়ে চলে থেকে অদূরে
মেশে না কেউ যেন কারো সনে।

এলোমেলো বয়ে চলে ওই পবন
যেন সে পৃথিবীর অতি আপন
কথা বলে যায় সে বনের সনে।

কাকে মেনে চলে ওই গ্রহ-তারা
দিনে-রাতে ওগো কার ইশারা
নুয়ে যায় শীর যেন তাঁর স্মরণে।
Imran Islam Apr 2018
মনে দুয়ার যারে আমি দিয়ে ছিলাম খুলে
সেই কিনা গেছে এখন এই আমারে ভুলে!
সাজানো ঘর ভেঙে দিয়ে আছে অনেক দূর
আমি যে তাই একা আছি মিথ্যে স্বপ্ন পুর,
মধু নিতে আসে কি ভ্রমর ঝরে পড়া ফুলে!

আজ মনের স্বপ্ন ভেঙে দিয়ে তুমি বড় সুখী
আমি একা উড়ে বেড়াই সাথী হারা পাখি,
আমায় যদি যাবে ছেড়ে কেন ভালোবেসেছিলে?

এত বড় করবে ক্ষতি বুঝিনি তো আগে
মুখ আমার ঢেকে গেছে কলঙ্কেরি দাগে,
মনটা আমার বড় উজাড় প্রিয় তুমি নেই বলে!

থাকো না হয় অনেক দূরে; সুখে থাকো তুমি
ভালোবেসে ভুল করেছি তোমাকে এই আমি
বিরহ তাই করছি আপন নিয়ে আমার কোলে!
Imran Islam Feb 2018
দেখো তুমি আজ ডুবু ডুবু সোনাতরি
পাশে দাড়িয়ে ‘দেবল’ হাসে মন ভরি
ধৃত তরি নক্ত পথে হারে যদি দাঁড়
পথ খুঁজে নেবে না কী নদী পারাবার?

নিত্য ধর্মে সাম্য, মৈত্রী, স্বাধীনতা উপ্ত
হে ওমর, ওহে বীর, তবু কেনো সুপ্ত?
তুমি হারালে উদ্যম কোন সে পরশে?
সহিষ্ণু কী তাই, দাহো না জালিম নাশে!

ওগো সত্যধারী, দিতে হবে পাড়ি কূলে!
ফেলে তলবার মিশে আছো কোন তালে?
সতত প্রচার করো রবের ভাষণ
মনুষত্বে তুমি লও ফের সে আসন!

ও সত্য তরির মাঝি, লও মধুসাম
বিভাবরী ঘোরে ভিবা লাভো অবিরাম!
Imran Islam Feb 2018
আপন ভেবে শত্রুকে
যে বুকে দেবে ঠাঁই
তার মত বড় বোকা
আর কেহ নাই!

শত্রু আসে বন্ধু বেশে
সবার অজান্তে
বাজিয়ে সে ক্ষতির বাঁশি
থাকে অচেনা প্রান্তে।

সুযোগ পেলে সুখের ঘরে
দেবে সে আগুন
সাবধান হও, নয়তো সে
করবে তোমায় খুন!

তারে তুমি আপন ভাবো
সে তো আপন নয়
হয়ত তারে নিঃশেষ করো
নয়ত করো ভয়!

যদি তারে আপন করোই
সাক্ষী রাখো সবে
থাকে যদি হিসেব কোনো
মিটিয়ে ফেলো তবে।
Next page