Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Feb 2018
ওগো চন্দ্রিকাময়ী তনয়া, তুমি হবে মোর প্রিয়া
মনের সোহাগে ভরাবো মন, পালিয়ে সারা বন
ওই রূপে ব্যাকুল হয়ে চেয়ে রবো সারা ক্ষণ,
আমি লুকাবো তোমায় প্রেমের আবেগ দিয়া।

আমি ভুলতে পারি না যেন ওই রূপ-জল
তোমার চোখের কাছে আমি কত দুর্বল!
একটু প্রণয় পেলে আমি যাবো মাতিয়া।

আমি সাজাবো তোমায় সখা ভোরের ফুলে
তােমার উষ্ণ হৃদয় ভরাবো প্রণয় জলে
বলো না, কবে সাজবে তুমি আমার বধুয়া?
Imran Islam Feb 2018
কাছে থাকতে বুঝিনি আমি ভালোবাসা কারে কয়
দূরে চলে যাবার পরেই জেগেছে যত ভয়
আবুঝ যত মনের ভাষা আমাকে ব্যাথা দেয়
সে ছিলো ভালোবাসা, ছিলো না কোনো অভিনয়!

সুখের সে দিনগুলো যেন ছিলো আভেগ ভরা
এত কাছে থেকেও প্রেম দেয়নি কখনো ধরা
কত বোকা ছিলাম আমি, বুঝিনি চোখের ইশারা
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!

বুঝিনি সে পুতুলের সংসার, বুঝিনি সাঁঝের ভাষা
বুঝিনি সে আলতো আবেগ, বুঝিনি ভালোবাসা
বুঝিনি সে দিন কত সুখ ছিলো গায়ে চেঁপে বসা,
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!

সবার চোখ আড়াল করে ছুঁয়ে দেয়া সেই ক্ষণ
পাখিদের ঘর দেখতে যাওয়া দখিনা সবুজ বন
কতই না মিষ্টি ছিলো সেই আবেগি অবুঝ মন,
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!
Imran Islam Feb 2018
বন্ধু আসবে তাই বুঝি আজ জোছনা ছড়ায় চাঁদ
বন্ধু আমার জীবন সাথী বন্ধু আমার সব
বন্ধু আসা কল্পনা কী আমার অপরাধ?

কেউ বোঝে না কত মধুর বন্ধু' মনের বাণী
বন্ধু আসলে তাই তো সবে করে কানাকানি
কেন শুধু রটাও তোমরা বন্ধুর অপবাদ?

আসতে তারে আমার ঘরে, নিষেধ করো বারে বারে
বোঝ না কেন প্রিয়ার হাসি কোন সে সুধার স্বাদ!

চাঁদ তুমি দিও আলো, সখার সাথে মানবে ভালো
মেঘেরাও কী সইয়ের সাথে করবে কোনো বিবাদ?

বন্ধু আমার হৃদয় জুড়ে, তারে কেন রাখো দূরে
মোদের চলার পথে দিও নাকো আর কোন বাঁধ!
Imran Islam Feb 2018
ভালোবাসা কত মধুর, কত পবিত্র!
অচেনা মুখও প্রিয়; শত্রু হয় মিত্র।
মনের সাথে যে করে রুক্ষ আচরণ
তার সাথে কী করে হয় সুখ-স্বপন?

এই কী প্রেম, এ কী ভালোবাসার প্রতি?
স্বর্গীয় সুধা সোহাগ, চিন্তিত ভীষণ
হারিয়েছে পবিত্রতা নগ্ন করে নীতি
তবু সখাই সব, প্রিয় কত আপন!

ওই মনের মাঝে খেলা করে ত্রিগণ
লাজে নিভে যায় আঁধারের শেষ বাতি
তোমার চিত্তে সখা থাকুক চির ধৃতি।
পূত থাকে যেন ভালোবাসার আসন!

তবে, ভালোবাসা কোন পথে তুমি আজ!
হারালে সম্মান, ভুলে গেলে সব লাজ?
Imran Islam Feb 2018
ওগো দ্বীনধারী, ভুলেছ পূর্বপুরুষ!
দ্বীন প্রচারে তুমি হারালে কেন হুশ?
করেছেন সে রণ, তিজার ও সংসার
তবু শান্তির পথে ছুটেছে বার বার!

সরল পথেও তুমি ভ্রান্ত ও কঠিন!
ফরজ ছেড়ে কেন নফলেই একিন?
ছাড়ো মুনাফিকি, স্মরো তায়েফ, ওহুদ
মুছে দাও বিদয়াত; নিত্য পড়ো দরূদ!

বুকে চেপে তারে তুমি মেশো কার সাথে?
ও বাণী তোমার জীবন চলার পথে,
অগ্রে চলো তুমি যবে না আসে বিজয়
পাবে ঐ স্বর্গ সুখ, করো কিসের ভয়!

আপন করো বিশ্ব যেভাবে শোনে ডাক
মধু-সুরে ডাকতে বলে আল্লাহ পাক!
Imran Islam Feb 2018
খুলে দেখো- দোর
ঠোট কাপা ভোর
দাঁড়ায়ে সে দ্বারে,
দেখিয়ে আদর
জড়ায়ে চাদর
বরে নাও তারে।

শীতল ঐ ঠোটে
চা যদি না ফোটে
চেয়ে প্রিয় আঁখি,
দেবে তোরে দেখা
লাজে মুখ ঢাকা
ভাবনার সখি।

ছেড়ে দিয়ে ভোর
আঁখি পেতে তোর
দেখে নিবি তারে
ভীরু ভীরু বেশে
দেয় যদি হেস
ঘুম দিবি ছেড়ে।
Imran Islam Jan 2018
নেবো না আর মাদক কভু
করছি মোরা পণ
সুস্থ্য থাকুক সবার জীবন
ভালো থাকুক মন।

মাদক নিয়ে সুখের জীবন
করবো না আর ধ্বংস
সুস্থ্য সমাজ, ভালো থাকা
মোদের প্রাপ্য অংশ।

ঘৃণা আর কালো পথে
আর দেবো না পা...
বুঝে নেবো দায়িত্ব সবার
পরিবার বাবা-মা।

মাদক নিলে ধর্ম-সমাজ
সবাই ঘৃণা করে
সুখ শান্তি ভালোবাসা
থাকেনা নিজ ঘরে।

সুন্দর জীবন নষ্ট করে
করলে মাদক গ্রহণ
দুরারোগ্য রোগে মোদের
হবে একদিন মরণ!

নেশার পথ ছেড়ে দিয়ে
করবো ভালো কাজ
সুস্থ্য-সুখের জীবন নিয়ে
গড়বো নতুন সমাজ।
Next page