Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Jan 2018
আমরা তরুণ বীরের দল
আমরা জাতির শক্তি বল
আনবো তুলে সু-সকাল
চল রে তরুণ অগ্রে চল!

আঘাত করে বদ্ধ দ্বারে
ভূগত করব বৈরী ধরে
হারবো নাকো ভয়ের ধারে
মাতবো মোরা খেয়া পারে!

জয় সুতয় বুনতে জাল
মুক্ত মোদের গগন তল।

করবো রে জয় গন্ধফুল
ভেঙে সবার মনের ভুল
বেতাল বাতে শক্ত মাস্তুল;
তরুণ মোরা বিজয় বাতুল।

দেখতে শত দিকের তল
মুঠোয় আনবো নব কাল।

মানবো নাকো অপরাধ
করবো কঠোর প্রতিবাদ
করলে বরণ শাহাদাত
পাবো তরুণ সু-সংবাদ।

আমরা ব্যস্ত তরুণ দল
আনবো কেরে রবির লাল।

চালবো বাহু জালিম নাশে
মাজলুম যারা তাদের পাশে-
থাকবো মোরা যোদ্ধা বেসে
মরণ বরণ করবো হেসে!

তরুণ তারুণ্যে চির কাল
আঁধার ভেঙে আনবো সু-তল।

ওই মঙ্গলেতে বাঁধতে বাসা
করছি ওরে জয়ের নেশা
বিশ্ব নিয়ে উদয় আশা;
মোদের পূণ্য পরে ভালবাসা!

আসুক যত দস্যু দল
থাকবো মোরা অবিরল।

প্রেমিকার কাছে মোরা
কোমল প্রণয় ঘেরা,
নিঝুম রাতেও সারা-
আকাশের ধ্রুবতারা!
Imran Islam Jan 2018
বিন্দুতে ভালবাসা
ব্যাস করে বিচ্ছেদ
যাও থাকে ভরসা
দূরত্বে তা উচ্ছেদ!

স্বজনের ব্যাসার্ধ
আপনে পুরো ব্যাস
আত্মতৃপ্ত সে স্বার্থ
বিবেক করে নাশ!

নিষ্ফল ফাঁকা ব্যাসে
কু-লম্ব আঁকে কেউ
নির্জনে পাপে ভাসে
জিজ্ঞাসে তোলে ঢেউ!

নব স্বাদে মানবী
বিন্দে আঁকে ত্রিভুজ
সংযমহীন লোভী
তপে সে নিজ বুঝ।

আমার বৃত্তে আমি-
স্পর্শ বিন্দুতে লম্ব
অসতী, কারে তুমি-
করেছ প্রতিবিম্ব?

নগ্নে যে মগ্ন বিশ্ব
উপ্ত- মাতাল দল
পবিত্র প্রেম নিঃস্ব
সংসারে বিষ-জল!

দোষি না ব্যক্তি ওরে
দোষি- শিক্ষা, সমাজ
ধী, অনৈতিকতারে
দোষি উদাসী কাজ...
Imran Islam Jan 2018
আমি বসে আছি একলা ঘাটে
সারাটা দিন সকাল থেকে
পাড় করো আমায় ওপার তটে!

আমার কতো কিছু চাওয়ার বকি
কতো কিছু পাওয়ার বাকি
তবু খালি হতে আমি ঘুরি হাটে!

আমি বসে আছি সকাল হতে
দাও না আমায় চলে যেতে,
আমার শূন্য হৃদয় কেমনে কাটে!

আমার সব কিছুতেই খালি খলি
ওরে ভাসছে শুধু কথাগুলি
আমি পড়েছি এ কোন সঙ্কটে!

দাও গো তুমি এই মন ভরিয়ে
বেলা যে ওই যায় গড়িয়ে,
আমার বুক ফেটে যায় দহণ চোটে!
Imran Islam Jan 2018
জীবনের পথে ঝড়
আসবেই বারে বার
তবু পাড়ি দিতে হবে সে পথ
পদাঘাতে লয় করে হিম-বাঁধ!

এ জীবন মগ্ন অনু আশে
বাঁধ বাঁধে শুধু নিরাশে।
কোথা মেলে সুখ সে কি আর জানি,
শুধু মুছে যাক সব শোক ভরা গ্লানি!

শত জ্বালাময়ী বাণাঘাতে
আমি স্থীর রবোই মাটিতে
যতই আসুক ঝড়, মনে রাখবো বল।
এই মহাবিশ্বে তরুণ সব গড়ার দল!
Imran Islam Jan 2018
আমি ভালোবাসি আমার চেখের জল রাশি
যেন তারা শুধু তোমার জন্য কাঁদে
কোনো ভয় জাগে না আমার হৃদে
কারণ আমি তোমায় অনেক ভালোবাসি!

তোমার হাসিতে আমি ভুলে যাই সব ব্যাথা
যেন ওই হাসিতে প্রিয় মধুমাখা
আমি কোনো সুখ চাই না সখা,
যখন দুঃখ থাকে তোমার হৃদয়ে গাঁথা!

প্রিয়া, মাঝ রাতে জেগে উঠি আমি
শুধু তেমায় মনে করে
আর তোমায় অনুভব করতে কোন
আলো চাই না আমার দোরে!

তুমি আমার জীবনের সারা নিঃশ্বাস
এ প্রাণ দেবো তুমি যদি চাও
আমি এই পৃথিবীকে করবো না বিশ্বাস
যদি তুমি আমার না হও!
Imran Islam Jan 2018
গগন তলে বসে দেখি শশী শমনী
গভীর আঁধার মুছে শমী এ ধরনী
কাঁদোয়া শাদ বুকে লয়ে দিচ্ছে সে চুমি
সে রূপ কটির, নদ; হাসে খোলা ভূমি।

গভীর ধ্যানে ভাবি এই সুচি সতাক্ষী
দেখতেই ভরে এ মন, জুড়ায় অক্ষি
নয়ন থেকেও যে দেখেনি এ মলতী
কবুও বুঝবে না সে কত ময়াবতী।

নিশার সাথে চন্দ্রিকার এই মিত্রতা
গড়েছেন যিনি সে মহান রচয়িতা
এ রূপ দেখে মোর মনে জাগে লালসা
কে এই পরিচালক, কে দিয়েছে দিশা?

প্রভুর মহা প্রেম এ নিপুণ পূর্ণিমা
ক্ষমা চেয়ে নাও দেখে তাঁর ঐ মহিমা!
Imran Islam Jan 2018
তুমি এই সৃষ্ট ধরার স্রষ্টা
তুমি সৃষ্টির আদি অন্ত দ্রষ্টা
চলছে মেনে তোমার বিধান
এই পৃথিবী আর ঐ আসমান।

তুমি দিনের বেলায় ছড়াও হাসি
যেই হাসিতে আমরা ভাসি
রাতের বেলায় গভীর কালো
কিংবা আবার চাঁদের আলো।

নিত্য নিশিথ প্রদীপ তারা
ঢাকাও আবার মেঘের দ্বারা
নীরব স্তব্ধ তিমীর সে রাত
ছড়াও আবার রাঙা প্রভাত।

তুমি সীমাহীন ক্ষমতাবান
তুমি সত্য আতি, চিরমহান।
Next page