Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Jan 2018
যেই পথটি তুমি করো ঘৃণা
যেই পথটি তোমার খুব অচেনা
সেই পথে আমায় ডেকো না
প্রিয়, সে পথে আমায় ডেকো না!

সুন্দর সব পথে, আমি যাবো তোমার সঙ্গে
আমায় রাঙিয়ে দাও তোমার সারা রঙ্গে
তোমার ওই সুখের ছোঁয়া থাকুক আমার অঙ্গে
আমি অবাক চোখে তোমায় দেখি, বারণ করো না!

তোমার হাসির মাঝে সকাল সাঁঝে
আমার মনের রবি লুকায় লাজে
যেন মন বসে না কোনো কাজে,
তোমার সুখে প্রিয় মোর সুখ, ভুলে যেও না!
Imran Islam Jan 2018
ও আমার দেশের পতি
করো না তুমি দেশের ক্ষতি
ফিরে ফিরে এসে তুমি
খেলা-ঘর করো জন্মভূমি
এ কেমন প্রেম দেশের প্রতি?

হেসে হেসে দুঃখ বাড়াও
বলো, এতে কী সুখ পাও?
হাসি চাই দেশের মানুষ,
তোমার কাছে এই মিনতি!

এ আবার কেমন বিচার
কেহ শত্রু কেহ তোমার
তোমার কাছে সবি সমান
কিসের কোটি পতি?
Imran Islam Jan 2018
হে নবীন, তুমি আলো ঘোর তমশার
তুমি মাধব, তুমি বিশাল বিভাশার
বৈশ্বানরসম তেজ, বিকাশো মনিষা
লাভো ধৃতিচূড়া, নির্বাহ প্রচয় নিশা!

মুছে দিতে হবে যত গণ জুলমত
তব পানে চেয়ে আছে পীড়িত উম্মত
অর্জিতে হবে তোমার সব চূড়াসন
ওই তারুণ্যে করে ঘোটা বিশ্ব শাসন।

সাজাতে হবে ফের যা গেছে রসাতলে
গর্জক, গর্জি ওঠো, ঘুমিছো কোন কালে!
কাপাবে দাপটে লাত মানাত ওরিশ
তোমার ও কণ্ঠে ভরা মধু মাখা বিষ।

উঁচু হয়ে দাড়াও এ নিখিল ধরায়
হারালেও কাঁদে যেন সবার হৃদয়!
Imran Islam Jan 2018
হে তরুণ, তুমি নিত্য প্রভাত অরুণ
তল্প ছাড়িয়া কল্পো গণ কী নিদারুণ!
শেরসমা, সমীরিত, বলভি, মোক্ষম
এ বিশ্বে স্থাপো তুমি যা কল্যাণী, উত্তম!

রিক্ত সভায় তপ্তো; মুক্ত সব বাঁধন
তীক্ষ্ণ অসিতে করো অবিচার নিধন
তুমি অবাধ, নির্ভিক, দুষ্কর সৈনিক
পায়ে ঠেলে দাও সব অপসংস্কৃতিক!

অগ্নি তুমি, সিন্দু সম ও অশেষবিধ...
নীচতেজ করো না সামাজিক অবিধ!
উঁচু আকাশেই গতিশীল গ্রহ-তারা
ভেদিতে হবে সে পথ আঁধারে যা ঘেরা!

স্মরণীয় হোক তব কৃতি ও বচন
দায়িত্ব পালনে যেন হয় সমাপন!
Imran Islam Jan 2018
ওগো নব যৌবনা এ ভাবে করো না
এ যে হলো সূচনা
কেনো তুমি বোঝ না!

আসলে অলি তোমার ফুলে
সখের মধু নেবে তুলে
একটু বাধা মানো না!

আপুর সাথে রেশারেশি
করছো তুমি একটু বেশি
আবেগ তোমার সইছে না!

পাশের বাসার ছেলেটারে
করছো মনে বারেবারে
হাসছে কত কল্পনা!

পাড়ার কোনো দস্যি ছেলে
বলবে কথা একলা পেলে
কারো ছলে মন দিও না!

করতে তোমায় রচনা
বাড়ছে মধুর যন্ত্রণা
একটু বাধা মানো না!
Imran Islam Jan 2018
তুমি আমার হৃদয়ে একটি গোলাপ
মধুময় করো এই বাসরো আলাপ
তুমি আমার চোখে একটি শিমুল
নেই কোন বাধা আজ নেই কোন ভুল
তুমি আমার স্মৃতি-কথা
তুমি আমার স্বপ্ন-লতা
সুখের পরশে মুছে দাও বেদনা প্রলাপ!

তুমি আমার ওগো চন্দ্রমুখি
সারাটি জনম যারে রাখবো সুখি
তুমি আমার ওগো প্রথম হাসি
জীবনের থেকেও যারে ভালোবাসি
আজ সাজানো বাসর পেলো সেই পূর্ণতা।

তোমার লাজুক মুখে ভরা ভালোবাসা
নিশিথে নির্জনে দুজনার কাছে আসা
আজ এই দুটি মনের স্বপ্ন আঁকা
মায়াবী ওই চোখ আড়ালে ঢাকা
শিমুলে মাখা স্বপ্ন-লতা, এ যেন জীবনের রঙিন পাতা।
Imran Islam Jan 2018
প্রিয়া, তোমার ভীরু ভীরু চোখ
কাপা কাপা ঠোট
আর মায়া মাখা হাসি
তোমার লাজুক পথ চলা
অবাক চেযে থাকা
আমি নীরব ভালোবাসি।

তোমার চোখে পড়লে চোখ, আমি-
হঠাৎ আতকে উঠি
হারিয়ে ফেলি ভাষা
আমার আকাশে 'নীলিমা' তুমি
প্রথম প্রেমের চিঠি
আর অবিরাম ভালোবাসা।

তোমার সুর আমায় করে কোমল
সুখের পরশ পায় এ মন,
তোমায় ছুঁয়ে আসা পবন
আমার ব্যাকুল হৃদয়ে দেয় দোল
তুমি মুক্ত ভোরের ফুল
আমি তোমায় ভালোবাসি, করো না বারণ!
Next page