Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Jan 2018
কষ্টে আছি প্রিয় তবুও হেসে যাই
কষ্টের মাঝে যদি কিছু সুখ পাই,
মোর কষ্ট যদি তোমারে ব্যাথা দেয়
তবে কষ্ট আরও বাড়ে, জাগে ভয়!
চাইনা মোর কষ্ট সখারে জানাই,
দহণ কষ্টে আমি নিজেরে মানাই!

বন্ধু, তুমি মোর কষ্টে নাই বা থাকো
তোমার সুখে মোরে যদিও না ডাকো
তবু তুমি মোর প্রিয়, চির আপন
তোমায় জুড়ে থাক সুখের স্বপন,
তোমার সুখ আমি কেড়ে নেবো নাকো
কেনো শুধু মোর কষ্টের ছবি আঁকো!

কষ্টে ভাঙে স্বপ্ন, ভাঙে প্রিয় বাঁধন
কষ্টেই দূরে চলে যায় প্রিয় জন,
আমি কষ্টের কাছে মানবো না হার
প্রিয়, তোর সুখে সইবো শত ভার,
তোমার হাসিতে হোক মোর কিরণ
তোমার দুঃখেই হোক মোর দহণ!

কষ্টে আছি বলেই সুখ পরে মনে
কিছু কষ্ট থেকে যাও মোর জীবনে!
Imran Islam Dec 2017
মানুষ সে তো অনেক লোভী
মন যেন তার স্বর্ণ চাবি
সে যে বড় মনের গোলাম
আপন স্বর্থে দেয় ছালাম।

সে পরের চেয়ে বুদ্ধি ভেজা
চায় না পথ চলতে সোজা
টাকা মনের অতি আপন
টাকার পিছে কাটে জীবন

সে যে সদা দায়িত্বে অলস
পেতে চায় আপন পরশ
একলা মনে খারাপ ভাবে
সবাই তো নয় এক ভবে।
Imran Islam Dec 2017
তোমার মতো মহান প্রভু
নেই তো অন্য কেউ
তোমার মতো উদার প্রভু
নেই তো অন্য কেউ!

মাটির নিচে দামি সোনা
আবরণে শস্য কনা
ফুলে ফুলে মৌ।

রাতে চাঁদ ও তারার মেল
সূর্য হাসাও সকাল বেল
নদীর বুকে ঢেউ।

মেঘ ভাসাও ওই দূর আকাশে
বায়ু বহাও বনের বাঁশে
জলে ভাসাও নৌ।

ঝরাও তুমি বারিধারা
হয়তো আবার তীব্রখরা
শিশির মাখাও ঝাউ।

পাহাড়ের ওই মিষ্টি ঝরনা
পূর্ণিমা চাঁদ মধু জোছনা
এ সবই তেমার, নেই প্রভু অন্য কেউ।
Imran Islam Dec 2017
তরুণ, তুমি দিনের আকাশে উজ্জ্বল রবি
তোমার পরশে হাসে প্রকৃতির সব ছবি
তুমি রাতের আকাশে মধুময় জোছনা
আর মরুর বুকেও মেঘ বারির কান্না!

তরুণ, তোর সোহাগে পরাগ ছড়ায় ফুল
তোর চঞ্চল প্রেমে সব রমণী ব্যাকুল
তোর কণ্ঠে মুগ্ধ সবাই, বিশ্ব অবাক হয়
তোর চোখে বন্ধুর সুখ; শত্রুর জাগে ভয়!

তরুণ, তুমি প্রলয়, উত্তাল সাগরের ঢেউ
তুমি কিরণ, তোমায় রোখার নেই কেউ
তুমি খুব ভোরে মুক্ত পাখির কণ্ঠে গান
আর দস্যির বুকে আঘাত, বিষে ভরা বাণ!

তরুণ, তুমি প্রিয়ার চোখে সুখের স্বপন
আর হৃদ ছুঁয়ে দেয়া মুক্ত ভোরের পবন
মায়ের বুকে সুখের কান্না, বুক ভরা হাসি
আর তুমি তরুণ বলেই আমি ভালোবাসি!
Imran Islam Dec 2017
সঠিক পথে চালাও খেদা
ভুল পথে দাও বাধা
তোমার টানে আমার এ মন
থাকে যেন সদা!

তোমার এ আলোর দুনিয়ায়
আমায় রেখো না বাঁধা
আঁধার পথে পা বাড়োলেই
দিও নুরে হুদা!

ক্ষমা চেয়ে নিতে আমার
যেন নাহি আসে দ্বিধা
আমি চাই তোমার দিদার
হতে চাই না শাহজাদা!
Imran Islam Dec 2017
মহি পরে বর্ষে নগ্ন-বারি
বরিয়াছে তাহা নর-নারী
মাঝিহীন আজ যত তরি!

হাসছে দাঁডায়ে নিরাশ
দেখিয়া মানব হতাশ
অশ্লীলতায় ভাসে গণপুরী।

জানে না সে সত্য-ভুল
বরে না কো গন্ধফুল
চলে সে ছদ্ম বেশে
তুচ্ছ এ ক্ষণ দেশে।
কার পেছনে এই তড়িঘড়ি?

দেখিয়া এই পররূপ
তারি মাঝে হয় বিলুপ
জানি না এ কোন জাতি হেরি!
Imran Islam Dec 2017
সবি হবে লয়
শুধু তুমি নয়
তুমি ঈশ্বর!

তুমি বিশ্ব-প্রভু
ক্লান্ত  নও কভু
নও নশ্বর!

প্রভু তুমি চালো
নভ মাটি আলো
সৃষ্ট প্রসর।

এক দিন হবে
মাথা পেতে নেবে
জিন, বাশার।

নেবে না কো তুমি
কোন- রূপ, ভূমি
কারো আসর।

সে যে শেষ দিন
স্হির তুমি হীন
ব্যস্ত হাশর।
Next page