Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Dec 2017
আমি আসলাম,তবে সে অনেক পরে!
আমি জেনেছি তোমায়, যবে নাকি ঘোরে!
জানি না কোন সে শোকে করিলে আড়াল
সব ব্যাথা বুকে নিয়ে বরিলে ওকাল...
আমি দেখলাম কত অরুণ হরণ
দেখলাম কত গিরি কনটক পথ
দেখিনি কভু নীরবে থেমে যেতে রথ;
স্তব্ধ করলো তোমার মরণ বরণ!

জেনেশুনে কেন তুমি বলো নাই সবে?
তোমার শুন্যতা পূর্ণ হবে কোন দ্বারে!
প্রকৃতি কাঁদে, স্বজন কাতর এ রবে
খুঁজিয়া ফিরি তোমায় প্রিয়,- ধারে ধারে!
করুণ স্বরে নিবেদ করি বিধাতারে
তোমায় দিক সুখের স্বর্গ- পরপারে!
Imran Islam Dec 2017
উষায় জাগিয়াছি ভাই
জাগো তুমিও
জয় করে পৃথিবী শান্তিতে-
ফের ঘুমিও!

দেখ না ভাই, মোর লালে
হাসে পৃথিবী
সকলেই তুলিয়াছে মাথা
চঞ্চল সবি।

রাতের আঁধার নিকৃত
আমার তাপে
তোমার মনে কেনো ভ্রান্ত-
রেখেছ চেপে?

আমি তো তপ্ত; উষ্ণ করি
সবার মন
তুমিও উষ্ণতায় দেখো
নব সপন।

রাজপুরী-ধূলি কুটির
ওগো তরুণ,
কাড়িয়া কাড়িয়া নে তোরা
মোর অরুণ!

স্বপ্ন বিনে কভু মিলেনা
উচল দ্বার
স্বপ্নই জীবনের বিভা;
স্বপ্ন সুন্দর...
Imran Islam Dec 2017
ধরায় ফিরে আসুক উষালগ্ন
পরিমল লোভে অলি হোক মগ্ন
প্রকৃতি পাক- নব প্রাণ
সমীরে থাক- পুষ্প ঘ্রাণ
শিশির কনা পাক রৌদ্র
কেটে যাক রাত্রি বিনিদ্র!

জাগিয়া ওঠো শিথিল
লও প্রভাত অনিল
দেখ, ঐ অরুণ রবি
চঞ্চল করেছে সবি,
ছুড়ে ফেলে দাও আবরণ
নিয়ে নাও প্রভাত কিরণ!
Imran Islam Dec 2017
এমন কালে আমরা করি বসবাস
শিয়াল ভয়ে পালায় দেখে পাতিহাঁস
ব্যাঙ দেখলেই সাপের বাজে বারোটা
সওয়ারীর পিঠে চরে তার ঘোড়াটা!

হরিণের থাবায় বাঘের গাল যায়
ছাগলে ভাত খায়, মানুষ কি না চায়!

ডুবে যায় যে মরুভূমি পানির তলে
মেঘের উপর পাল তোলা নৌকা চলে
গাছে বাসা বাঁধে ভাই শত শত মাছ
পাখিরা খুঁজে নেয় নদীর তলে গাছ

মেয়ে সাজে- ছেলে; ছেলে দেখে নেই চুপ
রূপ নাই যার সেও সাজে নানা রূপ!

নিজ বাসে পিক কভু পারে কি ডিম!
পারবে কী ডিম মানুষ নামের টীম?
Imran Islam Dec 2017
মাগো, তুমি শ্রেষ্ঠ রত্ন
মাগো, তুমি প্রাণ
মাগো, তোর স্নেহে ভরা-
নিখিল ভুবন।

বাছারে কর উজাড়
আত্ম সর্বশ্রম
ধৃতি চুঁড়ায় মা, তুমি-
সবার প্রথম।

অনাহারী থেকে তুমি
খানা দাও মুখে
ভালবেসে সেরে তোল
নানান অসুখে।

মাগো, তোর সেবাতেই
স্বর্গের সপন
তোর চেয়ে কেহ নেই
এ ভবে আপন।

আমি ব্যাথা দিলে, তুমি-
দাও যে আদর
মোর কিছু হলে, তুমি-
হও যে কাতর !

মাগো, তুমি বুঝে নাও
নাবলা সে ভাষা
মোর দুখে কান্না যত
মোর সুখে হাসা।

আমার মাথার পরে
মায়ের চরণ-
থাকুক চির সম্মানে
সারাটা জীবন...
Imran Islam Dec 2017
বাংলাদেশ, বিশ্ব মাঝে লাল সবুজের শির
হেসে হেসে দিলো জীবন লাখ শহিদ বীর
ক্ষত-বিক্ষত হলো কত প্রাণ- বজ্র গুলিতে
সবুজের মাঝে এঁকেছে রবি রাঙা তুলিতে।

তুমি লাখ যোদ্ধার ছিনিয়ে আনা অধিকার
তুমি তৃঞ্চা মেটানো জল- উষ্ণ মরু তৃষ্ণার
তুমি ছেলে হারানো মায়ের অমূল্য রতন
তুমি অগণিত শহিদের কাঙ্ক্ষিত তোরণ।

কত দুষ্কর দুর্গম পথ- তুমি দিলে পাড়ি
রক্তে ভেজা আঁচল আজো জল-নয়নে হেরি
তোমার পুষ্পরাজি মাটিতে হয়েছে বিলীন
এখনো কাটেনি শোক এখনো মুখ মলিন!

শান্ত আকাশে এখনো- রবি কালো করে ওঠে
তোমার শাখে দেখি যেন রঙিন ফুল ফোটে
আমি তোমার মাঝে দেখি- বিশ্ব ভরা সপন
তোমার ধূলি গায়ে জড়ায়ে বরিবো মরণ!
Imran Islam Dec 2017
আজ কুঞ্জ ভরিয়াছে পুষ্পে
যাহা ঘেরা ছিলো শুধু -পাপে!
হরষে দুলছে চিত্ত তরি-
শত কালের সে স্বপ্ন বরি।

কাঙ্ক্ষিত সে নিধি আজ শীর্ষে
অশ্রু নয়; শুধু স্বস্তি বর্ষে

এতে ছিলো- মায়ের সাহস
নবোঢ়া পত্নীর নিষ্পরশ
বোনের হাসি হারানো জ্বালা
বাংলা ও বাঙালির দুর্বেলা!

কত অনিদ্রা ও অনাহার
তৃষ্ণা আতঙ্ক; আত্ম অসাড়
শত ত্যাগে উদিলো- অরুণ;
বিজয়োল্লাসে সব তরুণ!
Next page