Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Dec 2017
ওগো শহিদ, তুমি ক্ষমা করো!
তোমার ত্যাগ করিনি প্রণাম
নাজানি কত অভিশাপ করো
তোমার কাছে ক্ষমা চাইলাম!

এ হৃদয় পায়নি সজীবতা
পায়নি তো কোনো নিষ্ক সম্মান
এ যে আমার দায়িত্বহীনতা
এ আমার গুণনে; অপমান!

সেই নিষ্ক স্বপ্ন দেখি না- আমি
কেনো যানি নেই ভ্রাতৃত্ববোধ
দস্যুর হাতে পূত জন্মভূমি
শত্রুর সাথেও যে অবিরোধ!

বৈরীর সাথে হয় কোলাকুলি
সভা মগ্ন নগ্নতার উপর
মৈত্রীর সাথে হয় গোলাগুলি
পতি হয় নির্মম, স্বার্থপর!

শুধু গুণ-গান দায়িত্ব নয়;
আমি হবো তোমার স্বপ্ন-যুক্ত
এ হৃদয় যদি তোমার হয়
তবে স্বার্থক বাঙালির রক্ত!
Imran Islam Dec 2017
ভাঙবো মোরা ভয়ের বাঁধ
আনবো কেড়ে পূর্ণ চাঁদ
তুঙ্গ তরির তুলবো পাল
মত্ত মোরা নবীন দল-
লইবো শত স্বাদের স্বাদ।

অজানাকে জানবো মোরা
স্বর্গ করবো ধূলির ধরা
আঁধার আলোয় করবো রদ।

থাকবো নাকো ন্যস্ত ভুলে
হাসবো মোরা জয়ের কালে
সুখের জলে বইবে নদ।

গড়ার পথে আসলে বাধা
প্রত্যয়ে নাহি আনবো দ্বিধা;
কারো সাথে চাইনা বিবাদ!
Imran Islam Dec 2017
স্মৃতিসৌধ, তুমি মোর প্রাণে পীড়াসুর
সততই তুমি স্থির- শহিদ স্মরণে
তোমার টানে ব্যথিত এ প্রাণ প্রচুর-
উন্মাদ। শহিদ-শোকে শ্রদ্ধা ও চরণে।
তোমার স্মৃতি কাঁদায় রক্ত ভেজা রণে
তুমি মোর খুব কাছে, নও অতিদূর
সত্যিই তুমি জাগ্রত করো- স্মৃতিচূড়
প্রতিশোধের আগুন জ্বালো সব মনে।

হায়রে অবুঝ মন- শুধু পুষ্পে বরি-
কেনো যাও তাঁরে ভুলে, দেশের কারণে-
রঞ্জিত হয়েছে- ঢেলে তাজা রক্ত-ঝরি
চেতনার বাস্তবতা দাও নিঃসরণে
স্বপ্ন পুরণ নাকরে, শ্রদ্ধা কিছু ক্ষণে?
কোথা পাবো তাঁরে? জাগো না অনুসরণে!
Imran Islam Dec 2017
মরা গাঙ পেলো সজীবতা
মেঘ-বারি পেল তরুলতা
স্পষ্ট হলো যত অক্ষমতা
দূর হলো সব দুর্বলতা।

ফের দেখা দিলো সুপ্তচাঁদ
রিক্ত মন পেলো দীর্ঘনাদ
আমি দেই তারে সাধুবাদ
যেই দিল এই সুসংবাদ!

তুমি দিলে ওগো দীননাথ,
সর্ত যুক্ত জ্ঞান, পূণ্যপথ
দিলে মহা মন, সংবসথ
সদা আমি যার চমুনাথ!

হৃদে বহে ঝর্ণা ভেঙে বাঁধ
আজ মন-কায়া অবিরোধ,
পুষ্প সম হাসি; নেই ক্রোধ
আমি মুক্ত, মানি না নিষেধ!

হারা ধন ফিরে পেলে মন
বুকে ধরে তারে মহাজন
আমি ফিরে পেয়ে নিকেতন
প্রতি ক্ষণে- দায় সচেতন।
Imran Islam Dec 2017
কষ্টে আছি প্রিয় তবুও হেসে যাই
কষ্টের মাঝে যদি কিছু সুখ পাই,
মোর কষ্ট যদি তোমারে ব্যাথা দেয়
তবে কষ্ট আরও বাড়ে, জাগে ভয়!
চাইনা মোর কষ্ট সখারে জানাই,
দহণ কষ্টে আমি নিজেরে মানাই!

বন্ধু, তুমি মোর কষ্টে নাইবা থাকো
তোমার সুখে মোরে যদিও না ডাকো
তবু তুমি মোর প্রিয়, চির আপন
তোমায় জুড়ে থাক সুুখের স্বপন,
তোমার সুখ আমি কেড়ে নেবো নাকো
কেন শুধু মোর কষ্টের ছবি আঁকো?

কষ্টে ভাঙে স্বপ্ন, ভাঙে প্রিয় বাঁধন
কষ্টেই দূরে চলে যায় প্রিয়জন,
আমি কষ্টের কাছে মানবো না হার
প্রিয়, তোর সুখে সইবো শত ভার,
তোমার হাসিতে হোক মোর কিরণ
তোমার দুঃখেই হোক মোর দহণ!

কষ্টে আছি বলেই সুখ পরে মনে
কিছু কষ্ট থেকে যাও মোর জীবনে!
http://golpokobita.com/golpokobita/article/18000/13329
Imran Islam Nov 2017
ব্যস্ত আমি, ব্যস্ত তুমি
ব্যস্ত রাতের তারকা
ব্যস্ত আকাশ, ব্যস্ত বাতাস
ব্যস্ত প্রেমিক প্রেমিকা।

ব্যস্ত নগর, ব্যস্ত সাগর
ব্যস্ত গায়ক গায়িকা
ব্যস্ত রবি, ব্যস্ত শশী
ব্যস্ত নায়ক নায়িকা।

ব্যস্ত ক্ষণে, ব্যস্ত মনে
ব্যস্ত বালক বালিকা
ব্যস্ত প্রেমে, ব্যস্ত সবাই
ব্যস্ত মধুর চন্দ্রিকা।

ব্যস্ত বর্ষে, ব্যস্ত হর্ষে
রাখছে প্রেমের ভূমিকা
ব্যস্ত কাজে, সবার মাঝে
উড়ছে প্রেমের পতাকা।
Imran Islam Nov 2017
ও অনুসূয়া তনয়া
তুমি মোর প্রিয়া
হবে কী?
মোর হাত ধরিয়া
শত বাঁধ পেরিয়া
যাবে কী?

ওগো সুন্দরী অনুঢ়া
জানি হবে নবোঢ়া
পাবো কী?
ওগো প্রণয় মধুরা
আমার হাতে ধরা
দেবে কী?

ওগো মোর ইভা
তুমি জীবনের বিভা
জানো কী?
তোমায় নিয়ে ভাবা
ফেরায় আমায় কেবা
মানো কী?
Next page