Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Nov 2017
বিশ্ব যখন তুঙ্গে
এ অলস আঙ্গে
বাতুলের ভঙ্গে
আমরা পড়ছি বেঙে।

বিশ্বে যখন উচ্চ শিক্ষা
তখন আমরা চাচ্ছি তিতিক্ষা
বিশ্বে যখন হচ্ছে দীক্ষা
তখনও আমরা করছি ভিক্ষা।

বিশ্ব যখন উজ্জ্বল
আমরা তখনও দুর্বল
বিশ্বে যখন সকাল
আমরা তখন নিদ্রাদুলাল।

বিশ্ব যখন নতুন
আমরা সাজি প্রাঘুণ
বিশ্ব যখন তরুণ
তখন আমরা অলস-তরুণ।

এসো হে তরুণ, গড়ি-
দেশ, বিশ্ব সম করি
তারুণ্যের বাড়াবাড়ি
স্বজাতির জন্য স্মরি।
Imran Islam Nov 2017
তরুণ, ভীরু নও; নির্ভিক
তরুণ, ভীতু নও; সৈনিক
তুমি নিদ্রিত নও; জাগ্রত
তুমি বিক্ষত নও; অক্ষত

তরুণ, মৃত্যু নও; জীবন
তুমি বিরহ নও; মিলন
তুমি আপদ নও: সম্পদ
তুমি শিক্ষার্থী নও; ওস্তাদ

তরুণ, নিন্দা নও; প্রশংসা
তুমি বিবাদ নও; মীমাংসা
তুমি কর্কশ নও; কোমল
তুমি বিফল নও; সফল

তরুণ, অস্ত নও: উদয়
তুমি নির্দয় নও; সদয়
তুমি বিরত নও; নিরত
তুমি অশান্ত নও; শান্ত

তরুণ, ঠকা নও; জেতা
তুমি গ্রহিতা নও; দাতা
তুমি অধর্ম নও; ধর্ম
তুমি অকর্ম নও; কর্ম

তরুণ, কান্না নও; হাসি
রণভূমে ক্লান্ত নও; অসি
তুমি জমিদার নও: চাষী
তুমি আঘাত নও: বাঁশি

তরুণ, আঁধার নও; আলো
তুমি মন্দ নও; ভালো
তরুণ, বেদনা নও: আনন্দ
তুমি অপ্রিয় নও; সুর-ছন্দ

তরুণ, বেতাল নও; তাল
তুমি বেহাল নও; হাল
তুমি নিরাশা নও; আশা
তুমি ঘৃণা নও; ভালোবাসা...

তরুণ, তুমি প্রিয় জনের সপন
আর এই বিশ্বে সবার আপন
তরুণ, রাতের কোলে ভোর
আর তুমি সবচেয়ে প্রিয় মোর!
Imran Islam Nov 2017
আমি তরুণ, তাই
তারুণ্যেরই গান গাই
সুন্দর সবি প্রিয়, তাই
সুন্দর হতে চাই!

আমারে কেউ ব্যাথা দিলে
তারি সাথে থাকবো মিলে
বেদনা সবি সয়ে যাই
জীবনে জয় পেতে চাই।

আমারে যে খারাপ ভাবে
সেই আমার বন্ধু হবে
বলবো, তুমি মোর ভাই
এ পথে কোনো সুখ নাই!

ভ্রান্তির ছলে ডাকলে মোরে
যাবো না আমি, যাবো না ওরে
পড়বো না গলে, হাতে পাই
ভালো-মন্দ করবো যাচাই।
Imran Islam Nov 2017
ও আমার জন্মভূমি
স্বর্গ সুধায় ভরা তুমি
স্বর্গ সুধায় ভরা তুমি
ও আমার জন্মভূমি।

ঊষালগ্নে শীতল হাওয়া
সেই তো আমার বড় পাওয়া
কোথাও নেই তোমার-
ভালোবাসার কমি...

তোমার কোলের সবুজ বনে
দেয় যে হরষ আমার মনে
তোমার ক্ষেতের কেশ দেখে-
অবাক হই আমি!

পাখির কন্ঠে সুরের ও গান
ফুলে ফুলে মধুর এ ঘ্রাণ
জুড়ায় আমার প্রাণ-
চাঁদনী মাখা তমি...
Imran Islam Nov 2017
আমি যাবো সেই গাঁয়-
যেখানে মানুষ কাঁদে
মানুষের বেদনায়
মলিনের সুখ স্বাদে
সকলের হাসি পায়।

আমি যাবো সেই গাঁয় -
যেখানে পাখিয় গানে
ভরণীয় ভোর হয়
নবীনের একতানে
যে অরুণের উদয়।

আমি যাবো সেই গাঁয় -
যেখানে দীঘির ঘাট-
ঘেরা- কোমল পদ্মায়
ক্ষেত ছোঁয়া যত বাট
কৃষকের কথা কয়।

আমি যাবো সেই গাঁয় -
যেখানে রাত্রি-আঁধার
কাটে- মধু জোছনায়
যে নদে নায়ের দাঁড়
গানে-গানে বেয়ে যায়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে শিশির পড়ে
নিশির দূর্বা ডগায়
যে ঘ্রাণে আকুল করে-
মন- কানায় কানায়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে বোশেখ বাতে
কিশোরী আম কুড়ায়
ঝড় থামা যে প্রভাতে
প্রকৃতি চঞ্চল হয়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে শ্রাবণ-বারি
খাল-বিল ভরে দেয়
গাড়ি ছেড়ে চরে তরি
কিশোর ভাসে ভেলায়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে স্বর্গের সুখ
প্রকৃতিকে ছুঁয়ে যায়
সতত বসন্ত মুখ-
থাকে যেই হাওয়ায়।
Imran Islam Nov 2017
এত বিরহ কেনো তোমার শূন্যতা
এত অচেনা কেনো তোমার মমতা
তুমি কত যে আপন জানে এই মন
কেউ জানে না সে কথা!

আমার হোক উদাস দুপুর
তোমার পায়ে বাজুক নূপুর
ও নিপুণ নৃত্যে হরষ জাগে চিত্তে
ভুলে যাই সব বিরহ ব্যাথা।

জানি না প্রিয় আমার মাঝে
তোমার বীণা কেনো বাজে
ওই মধুর সুরে তাকাই ফিরে
তোমার কণ্ঠে সুখের মালা গাঁথা।

আমার গগনে ছড়াও হাসি
তাই কি তোমায় ভালোবাসি
ও হাসি মুখে ভরা কোন সে সুখে
জানি না আমি; জানে বিধাতা।
Imran Islam Nov 2017
আমার বাংলাদেশের মাটি
যেন পূত-পরিপাটি
রক্ত দিয়ে হলো খাঁটি
নেই যে তাহার ত্রুটি।

পথের ধারে ফুলের ও ঘ্রাণ
মাঠে ভরা চাষীর এ প্রাণ
পাখির সুরে মধুর ও গান
ওগো, ভরা সুখ-বাটি।

ওই সুধামাখা চাঁদের আলো
এলোমেলো তারা গুলো
মনে প্রাণে লাগে ভালো-
নিশীথে যখন হাঁটি।

ঢেউয়ে ঢেউয়ে নৌকা দুলে
হাসে ওই শাপলা ফুলে
সারা বিলে সারা ঝিলে
ভরায় ভারি বিষটি।

এখানে পাই মায়ের সুধা
অন্ন-বস্ত্র; মেটাই ক্ষুধা
কোনো পথে নাহি বাধা।
এ আমার স্বর্গবাটি।

তোমার কোলের ছায়া-গাছে
উষ্ণ এ মন প্রাণে বাঁচে
ওগো, আমি তোরি কাছে
পাই যে শীতল পাটি!

মহিস্বর্গ ওগো জন্মভূমি,
মনে-প্রাণে আছো তুমি
তোমার আলোয় আমি-
সকল আঁধার টুটি।

হরষ জাগে আমার বুকে-
এ আমায় রাখি এঁকে
বা দেখুক সত্যলোকে
আমি বারে-বারে ফুটি।

বীর তরুণের ওই চেতনা
মিশে আছে প্রতি কোনা
যে কারণে গেল চেনা
তোমার শত্রু-ঘাঁটি।

এখানে কত তরুণ আসে
কেহ কাঁদে কেহ হাসে
তারি মাঝে আজও ভাসে
ওই তরুণের কথাটি।
Next page