Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Nov 2017
ভবে আসিনি শুধু হেরিতে
আসিয়াছি সবি লাভিতে
লুটিতে আসিনি অবনি পরে
গড়িতে আসিয়াছি তার তরে
কাঁদাতেও নয়, কাঁদিতেও নয়
ধরণী পরে আসা করিতে জয়।

এ সংসারে নেই ঘুমানোর অবকাশ
এসেছি জাগিতে; জাগাতে চার পাশ
ফাসাদ করিতেও ভবে আসিনি
আসিয়াছি পৌঁছাতে সাম্যের বাণী।

সহিতে আসিনি অত্যাচার
এসেছি করিতে– সদ্ব্যবহার
এসেছি এ ধরায় করিতে- পাশ
মহিতেই লাভিবো রূপ পরবাস
এই মহি ফুল সম; শুধু-
আমি অলি, আহরিবো মধু।
Imran Islam Nov 2017
হে রণবীর, কেনো স্থীর?
দেখো- অন্যায় করেছে লয়
কে অবনির?

হে রণপাল, কী হলো হাল?
পথের মাঝে সকাল সাঁঝে-
নতো কী শীর?

হে দীপ্ত তরুণ, প্রভাত অরুণ
তলবার ফেলে মিশে আছো তালে!
কে আছে বীর?

ওরে কল্যাণী, ওই দামামা শুনি
রণে হও তৈরি; উগ্র-নগ্ন বৈরী।
ভাঙো মিথ্যে নীড়!

ওগো সুশীল, দেখো অশ্লীল
অশান্ত করে নগ্নতা বরে-
নর- নারীর!

হে দীপ্ত পাপড়ি, বিলাও ধী-বারি
দেখো রাজপথ হচ্ছে খুনরথ;
বিক্ষিপ্ত শরীর!

হে বিপন্ন মাঝি, নাও পথ খুঁজি
আঁধার কু-নিশ; জাগাও এ নেশা-
পেতে হবে তীর!

ওগো ধুমকেতু, তুমি কালের সেতু
তুমি বিদ্রহী নজরুল দেশপ্রেমী ফজলুল
তুমি বীর তিতুমীর!

হে সিংহ শাবক, হে অগ্নি যুবক
কেন সুপ্ত, হও তপ্ত!
গড়ো শিবির...
Imran Islam Nov 2017
কি রে.. খোকন কাঁদছ কেন
চোখে কেনো জল?
আমি তোমার বন্ধু যেন
সব খুলে বল।

আরে.. আজকে আমি হাটে যাব
আগে থেকে মানা
কতো মজার খাবার খাব
কতো বাকি কেনা!

আব্বু বলেন- তা হবেনা
অতো টাকা নাই
আম্মা বলেন- পড়তে যা না
দেবো যতো চাই!

পুরান জামা আমার গায়ে
নতুন জামা কই!
তোদের দিকেই থাকি চেয়ে
-দেরে..ভূঁতের বই!

আমার কেনো লাটিম ঘুড়ি
আজো কেনা নাই?
যাবোনা আজ পড়তে, বাড়ি;
সবি আমি চাই

ওহ..নারে খোকন কান্না থামা
স্কুলেতে আয়না
দেবো তোরে সব টাকা জমা
ছেড়ে দে বায়না।
Imran Islam Oct 2017
আমরা তরুণ দীপ্ত অরুণ
শান্ত-সিদ্ধ প্রভাতে
রাত্রি হবে ক্ষয় জয় হবে দুর্জয়
মোদের দেয়া আঘাতে।

ঈশ্বর করে বিশ্বাস- তরুণ
অন্যরা ভয় পায়
বিধাতার কাছে বড়ই প্রিয়
তরুণের সঞ্চয়।

মানুষ স্বাধীন শ্রেষ্ঠ জাতি
তারুণ্যে সে পরিচয়
শিশু কিংবা প্রবীণ করেনা-
স্বাধীনতা সঞ্চয়।

শিশুর স্বপ্নে- তারুণ্য
বৃদ্ধার আফসোস
তরুণীর মরু তৃষাজল
মায়ের কাছে সন্তোষ।

শত্রুর কাছে আতঙ্ক ওরে-
বন্ধুর বিশাল বুক
বিশ্ব ভরসা তরুণ মোরা-
দুখের কাছে সুখ।

রাত্রির কাছে পূর্বাকাশ মোরা
মেঘের কোলে রোদ
স্রষ্টার কাছে আকাঙ্ক্ষার সৃষ্টি
হতভাগার প্রমোদ।
Imran Islam Oct 2017
স্বার্থক আমি, জন্মেছি
অপরূপ দেশে
গর্বিত আমি, বাংলাকে
প্রাণে ভালবেসে!

প্রভাতের সমীরণ
পুবালি অরুণ
মধুর গুঞ্জন মন
করে যে তরুণ
সতত রইবো আমি
এ বাংলার পাশে!

বট-ছায়া ধান ক্ষেত
রূপালি জোছনা
মুগ্ধ করে মন-প্রাণ
পাহাড়ি ঝরনা
আমি যে উদাসি, বাংলা-
বেলির হরষে!

আমি চাইনা বাংলার
ধনি ধন রত্ন
ধন্য আমার জীবন
পেয়ে তার যত্ন
জাগ্রত আমি বাংলার
রঞ্জিত পরশে!

সবুজে ঘেরা এ বাংলা
ভুলিবো না আমি
সে যে আমার প্রাণ
প্রিয় জন্মভূমি
বাংলার রূপে মুদিতে-
চাই, চির হেসে...
Imran Islam Oct 2017
ঘুম ভাঙে মোর পাখির গানে
নিত্য সকাল বেলা
মন ছুটে যায় হিজল বনে
দেখি ভ্রমর খেলা।

সত্যি বলি, মুক্ত হাওয়া পেলে
তনু আমার মনে
সুখে সুখে শুধু হৃদয় দোলে
মাতি ভোরের টানে।

গিয়ে দেখি ফুল বাগানে, ফুল-
উপ্ত মাটির সনে
দূরে দেখে পল্লি-বালার চুল
ধরি আমার কানে-
ধরা পরে গেলে কী হত মান?
চর খেতাম গালে!
সব গায় উল্টো আমার গান
আমি কী দস্যি ছেলে?
Imran Islam Oct 2017
হয়তো মনের ভুলে
আঙিনায় খোলা চুলে
দাঁড়াবে যে দিন
আমার মরুর আখি
দেবেনা তোমায় ফাঁকি
স্বপ্ন হবে রঙিন...

হয়তো সখার সনে
যাবে হিজল বনে
আনতে অচেনা ফুল
আমি আড়াল থেকে
হাসবো তোমায় দেখে
করবো না কোনো ভুল…

হয়তো দুপুর রোদে
বইগুলো বুক বেঁধে
আসবে যখন
আমিও তোমার সাথে
থাকবো চলার পথে
নীরব তখন।

হয়তো সন্ধ্যা ঘাটে
তুমিও আসবে জূটে
ধোয়াতে চরণ
তোমার পথটি দিয়ে
থাকবো আমি চেয়ে
করোনা বারণ!
Next page