Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Oct 2017
আমি পল্লি উদাস পল্লি বেতাল ছেলে
আত্ম ভুলে আনন্দ পাই পল্লি কোলে
ভাল লাগে না বন্দি থাকা একা নিবাসে
ইচ্ছে মত উড়াই ঘুড়ি নীল আকাশে।
চুপে থাকি কূজন কোথায় যায় শোনা-
গুললি ছুড়ে ভেঙে দেবো পাখির ডানা।

আমার যে- সবার বাড়ির ফুলতলা
কুঁড়ায়ে আনি ওঠার আগে ফুলবালা
স্বাদ যে সবি পল্লি মায়ের লিচু-আমে
নিশাচর আমি,পরিচিত- গেছো নামে।

সবার আগেই তুলে আনি পদ্মলাল
দুপুরে হয় আমার- খেলার বিকাল
দুষ্টমির কোন শেষ নেই; দুষ্টে ঘেরা-
আমার পল্লি মাঠ আমার লেখা পড়া...
Imran Islam Oct 2017
খোলা জানালা খোলা দখিন দ্বার
খোলা এ হৃদয়, এসো না আবার!
মনে পড়ে সুখ, বৃষ্টি দিনের কথা
মনে পড়ে খুব মুখটি তোমার।

শীতের সকালে সেই দাদুর সনে
চায়ের ফাকে দেখা আঁখি টেনে
মনে পরে বারবার।

অচেনা গাঁয়ে সেই ভীরু পথ চলা
আবেগে হারিয়ে কত কথা বলা
ইচ্ছে হয় ফিরে পাবার!

ছল করে তোমার- সেই অঙ্ক করা
সবার আড়াল করে এই হাতটি ধরা
মনে কী পরে তোমার?

তুমি মেঘ ঢাকা রাতে এখনও বিজলি
তোমার ভালবাসায় আজও পথ চলি
তুমি ফিরে এসো আবার!
Imran Islam Oct 2017
আমি চাই না ফুল বাগিচা
গুল করো মোরে
চাই না আমি দস্যি ছেলে
অলি করো তারে।

হরষ ছড়াও আমার ঘ্রাণে
নিশীথ জাগা প্রাণে প্রাণে
স্বপ্ন মধুর ঘুম ভেঙে দাও
গন্ধগ্রহণ ভোরে।

আমি চাই-
কোমল কান্তি সুধা শান্তি
হোক না সবার প্রেম
মুছে যাক-
হিংসাচার দুর্ব্যবহার
ভেঙে যাক দর্প-ফ্রেম।

না তাকালেও আমার দুখে
আমায় হাসাও সবার সুখে।
ওগো আমার বিশ্ব পতি,
তোমার কাছে এই মিনতি
সবারে দাও আপন করে।
Imran Islam Oct 2017
আকাশ ভরা তারায়
জোছনা মাখা ধরায়
ফুল ফোটা এই ভোরে
ঘুম হরা ওই সুরে
পাই যেন গো তোমায়!

শিশির ঝরা এ ঘাসে
হৃদয় ছোঁয়া বাতাসে
পাহাড়ের ও ঝরণে
নদী ঢেউ কলতানে
পাই যেন গো তোমায়!

বৃষ্টি ভেজা কাঁচা বনে
মন দোলা মধুগানে
শরতের সাদা মেঘে
বৈশাখী মাতাল বেগে
পাই যেন গো তোমায়!

সোনালি ধানের ক্ষেতে
বসন্তের উষ্ণ বাতে
রূপসী বাংলার রূপে
পাই যেন গো তোমায়!

হে তরুণ, তুমি হবে-
আগামির ভব নভে-
অরুণ। তোমাতে জয়;
তুমি শ্রীযুগে অক্ষয়...
Imran Islam Oct 2017
তরুণের মাঝে কিশোরের রবি
কিশোরের স্বপ্ন-ভোর
কিশোর- তরুণের প্রতিচ্ছবি
তরুণ- কিশোরের অন্তর।

কিশোর- তরুণের ছায়া
তরুণ- কিশোরের খেয়া
তরুণ- দখিনা হাওয়া
কিশোর খোলা দোর।

কিশোর- তরুণের অঙ্গ
দু'জন দু'জনার সঙ্গ
কিশোর- তুঙ্গ তরঙ্গ
তরুণ- সাগর।
Imran Islam Oct 2017
ও আমার জন্মভূমি
অপরূপ রূপময় তুমি
তোমার হিম হাওয়া
শিশির,ফুলের ছোয়া-
পেয়ে,ওগো ধন্য আমি!

তারায় ভরা গগন
জোছনা মাখা লগন
দেয় যে আমায় চুমি!

তাপ বেলা বট মূলে
নৌদোলা ও নদী কূলে
আমার এ মন নমি।

তোমার ধানের শীষে
আমি যেন থাকি মিশে
তোমার কোলে যেন ঘুমি...
Imran Islam Oct 2017
হঠাৎ বৃষ্টির মতো
ঝরলো অবিরত
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

বিরহ আগুন
দাহে নিদারুণ
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

ব্যাথা পেলে মনে
ভুলে থাকি গানে
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

আমি চির নাশী
তবু যেন হাসি
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

আমি বড় একা
তবু চলে এ চাঁকা
তবু মনে হয়
এ মনো আঙিনায়
সে যেন প্রবীণ রচিত।

— The End —