Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam May 2018
তোমার কত সুখ হাসি ভরা মুখ
নদী বয়ে যায় আমার চোখের জল
আমি অসহায়, কতটা দুর্বল!
স্বজন হারা বেদনায় কেঁদে ওঠে বুক!

নিষ্ঠুর এ ধরা; আমি স্বজন হারা
পাথর হয়ে যায় আমার এ হৃদয়
আমি কতটা অসহায়,
সুখে নেই তবুও করি সুখের অভিনয়
আমি নিঝুম আঁধার; তোমার আলো ভরা চোখ!

তোমার মিষ্টি হাসি; আমার করুণ বাঁশি
কভু মনে হয় স্বপ্ন জাগায় ভয়
আমি এত অসহায় নিষ্ঠুর এই দুনিয়ায়
তোমার কত যে পুলক; আমার ধরে না শোক!

তোমার চোখে ভোর; আমি আঁধারে কাতর
তোমার বনে কত পাখি গায়, কত ফুল গন্ধ ছড়ায়
আমি চির অসহায়, কাতর সুখ-পিপাসায়!
তোমার কাছে থাক চির সুখের আলোক
আমার কাছে আছেন ওই মহাপরিচালক।

[২৯/০৫/১৮]
Imran Islam May 2018
শুনি শুনি ওই আযানের ধ্বনি খোকা তুমি কই?
ওঠো শয্যা ছাড়ো ওজু করো
ভোরের আযান হচ্ছে ওই।

নামাজ শেষে ভোরে যেন ফেরো তুমি ঘরে
সবার আগে কোরান পড়ো মধুর সুরে
তার পরে করো অঙ্ক পড়ো অন্য বই।

যদি সকাল সন্ধা পারো মহান রবের নামটি স্মরো
তুমি যখন দুহাত তুলে ধরো এই দোয়াই করো-
প্রভু, আমি যেন ভালো মানুষ হই।

তোমার মনে থাকুক গাঁথা প্রভুর ভয় সত্য কথা
হাসি রাখো মলিন মুখে ভুলে রও সব দুঃখ ব্যাথা
তুমি ভালো মানুষ হও; আমি যত আঘাত সই।

[২৮/০৫/১৮]
Imran Islam May 2018
যার কণ্ঠে কোরানের ধ্বনি
মধুর সুরে আমি শুনি
তার বন্ধু হতে চাই!
যার চোখে দ্বীনের আলো
যার অন্তর পূণ্য পেলো
সে হবে মোর ভাই!

যার হৃদয় ভরা ভয়
দিয়েছে প্রভু দয়াময়
তাকে যেন সাথি রূপে-
আমি কাছে পাই!

যার মুখে সত্য কথা
যার মনে ঈমান গাঁথা
তার পিছু চলতে আমার-
কোনো বাধা নাই!

যার জীবন খোদার পথে
যার প্রেম নবির সাথে
তার মতো আমিও-
প্রেমিক হতে চাই!

[২৮/০৫/১৮]
Imran Islam May 2018
কোরানের ওই সুর কত যে মধুর
যে কোরানে ভরা ওগো হেদায়েতে-নুর।
কণ্ঠে আমার পরাও সেই কোরানের সুর
অন্তরে দাও গেঁথে ওই কোরানের নুর।

কোরানের আলোয় জীবন করো কোমল
ওই আলোতে দেখাও যে পথটি সরল
জীবন আমার পাপে কালো
দেখিয়ে ওই  নুরের আলো
সকল আঁধার করো দূর।

ওই কোরানে বলা সকল জীবন পথ চলা
ওই কোরনের সুরে মেটে বিস্বাদ জ্বালা
আমি যখনই ওই শুনি
পাক কোরানের ধ্বনি
মনে লাগে যে ফুর ফুর।

পূণ্য-সরল পথ দেখাতে পাঠালে ওই কোরান
তার আলোতে উঠলো হেসে আঁধার এ জাহান
ভোরের আলোর মতো আমার হৃদয়ে
ওই কোরানের নুর দাও না ভরিয়ে
আমার মনে গেঁথে দাও তোমার অসীম সুর।

[২৮/০৫/১৮]
Imran Islam May 2018
ওই মক্কা-মদিনার পথে আমায় করো মুসাফির
জুলুম করেছি নিজের সাথে; দেখাও মোরে তীর।

পাপে ভরা এই কালো দুনিয়ায়
মোর মনে দিও তোমার ভয়;
তোমার চরণে যেন নত থাকে শির।

যে পথটি আমার চির ঠিকানা
সেই পথটি যেন না হয় অচেনা;
মোর কাফেলা হোক শান্তি-শিবির।

আমাকে দাও পূণ্য-জ্ঞান ওগো রহমান
মোর হৃদয়ে রাখো দ্বীনের আলো বহমান;
আমায় করো পূণ্য-পথিক- মহানবিজির।

[২৭/০৫/১৮]
Imran Islam May 2018
কণ্ঠে আমার পরাবো মালা
তোমার দেওয়া ফুলে
তোমার আঁখি দেখে দেখে
আমাকেই যাবো ভুলে।

হঠাৎ করে পথের ধারে
তুমি আমার দেখা পেলে
লাজুক অঙ্গে সঙ্গে সঙ্গে
বকুল-ঢালা দেবে ফেলে
আমি তখন করতে আপন
তোমায় সে ফুল দেবো তুলে।

যখন তুমি লাজুক হেসে
চলে যাবে আমায় ঘেঁষে
তখন আমি সুবাস নেবো
যে ফুল পরেছো তোমার চুলে।

যখন তুমি পিছন ফিরে
একটু দেখে নেবে মোরে
তখন আমার বাঁধন হৃদয়
সুখের বানে যাবে খুলে।

সে দিন থেকে তোমার মনে
আসবো আমি ক্ষণে ক্ষণে
জানি জানি সেদিন থেকে তুমি-
আমায় রবে না আর ভুলে।

[২৬/০৫/১৮]
Imran Islam May 2018
বর্ষায় নামে বৃষ্টির ধারা
ডুবে যায় সারা দেশ
গ্রামগুলো দাঁড়িয়ে থাকে
পানির থৈ থৈ রেশ।

পথ চলে ভেলায় করে
কাছে হোক কিংবা দূরে
ভেজা বনে পাখির ডানা
যত্নে ডাকে আপন ছানা।
কালো হয়ে রয় সারা দিন
ওই সকল মেঘের দেশ।

দস্যি ছেলে বৃষ্টি ভেজে
খেলা করে জলের সাজে
হাঁসগুলো ওই হারিয়ে ছোটে
দূরের বিলে গিয়ে জুটে।
কখনো ভারি বৃষ্টি ঝরে
কখনো মনে হয় শেষ।

ডুবে যায় মাঠ-ঘাট
বসে না গাঁয়ের হাট
কাজ ছেড়ে ঘরে বসে
গল্প জমে রঙে রসে।
বন্ধি যেন কিষাণ মেয়ে
আর ভেজা বধূর কেশ।

ছাগল গরু খরে বাঁধা
খেতে পায় আধা আধা
বকগুলো সব মাছের আশায়
ফেরে না যেন বাসায়।
সব পাখিরা ক্লান্ত হলেও
বকগুলো ওই মজায় বেশ!

বন্ধি পাড়া নেই কো তাড়া
মনে সবাই জপে খরা।
বাদল যেন যায় না টুটি
পড়া লেখায় কত ছুটি!
আপন মনে বর্ষা ধারা
করছে যেন শক্তি পেশ।

গাঁয়ের সবাই বন্ধি থেকে
বর্ষা নিয়ে স্বপ্ন আঁকে-
বাদল যদি যায় থমে
কাজে সবে পড়বে নেমে।
এই তো বর্ষা এই তো বাদল
এই গ্রাম-বাংলাদেশ!

[২৪/০৬/০৭]
Next page