Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Starlight wings white as snow,
Illuminating the night sky.
Will you take me?
Can I reach you?

The resonating sound of love,
Sends ripples through the ocean of my heart.
Once an endless abyss,
Now harbors summery waters.

Your words imbued with sunlight,
Drive away the most torturous thoughts.
As the notes of your dulcet voice,
Echo through the airways.

The rhythmic beat of your heart,
Like the ticking of a clock.
I hear it.
I feel it.
I need it.

Oh, bearer of radiant wings;
I continue to climb higher;
Continue to work harder,
Continue to stand taller.

I will fly with you;
I will reach you;
And I will touch you;
As you have touched me.
If I held out my hand
would you take it ?
it's warmth ready to permeate your soul
but what would it tell you of me ?
the scar on my finger
the wrinkling skin
the crooked pinkie
the gnarl on my thumb
stories to be told
if you would only take hold.
I want to smell the best flowers. I want to wear the most creative ink. I want to dance in the rain and feel the sunlight on my feet. I want to create beauty with my soul essence. I want to live a life so free...
This is a short piece from when I wrote in the moment. My muse worked overtime then.
~~
In touch of you,
one day, thousands of dreams grew on me
after that you left me in halfway
then little by little I have almost forgotten my dreams
forgotten that dreamy highway where there we walked together

Today I'm walking alone,
so alone,
towards an unknown way,
where there I hear my wounded dreams
and my love calling me,
calling me as if they are in a trap
As if they are in a cage
where there I see a narrow way,
I never go through such a way,
very congested,
little bit hazy,
too shadow,
dark,
and a few footsteps that I have seen
where there my dreams calling,
my lost love calling,
calling too loudly

Again I feel my heart has overflowed
floating over my lost dreams,
flooding over my lost love

I'm walking through that narrow way
little by little that sound has seemed strong,
little by little I have heard her voice to grow long
may be I am so close to my love,
so close to my dreams
my right hand moving,
moving through the dark
I try to break the shadow,
try to catch my dreams
I have become tired,
Try to take a little breath
and finally,
I break the shadow,
shatter the dark
and finding her within the dark
seeking my dreams within the shadow
but I can't see anything,

Yet the clock moving on--
still I'm uttering her name
and dreaming within my thousands of daydreams
where I had left one long spring--
~~
@Musfiq us shaleheen


---------------------------------
হাজারো স্বপ্ন ও একটি ভালবাসা
---------------------------------
তোমার স্পর্শে
একদিন যখন হাজারো স্বপ্ন
বুদবুদ করতো--  
তারপর মাঝ রাস্তায় রেখে
চলে গেলে তুমি--
আস্তে আস্তে
ভুলে যেতে থাকলাম সপ্ন গুলোকে,
ভুলে যেতে থাকলাম সেই স্বপ্নের রাজপথ
যে পথে হাটতাম আমরা -

আজ আমি একা
বড় একা-
এক অচেনা রাস্তায় হাটি,
যেখানে শুনতে পাই,
আমার আহত সপ্নেরা,
আমার হারানো ভালবাসা,
আমায় ডাকে-
শুনে যেন মনে হয়
তারা বড় অসহায়,  
মনে হই তারা বন্দী,
সেখানে একটা সরু রাস্তা দেখতে পাই
এমন রাস্তায় আগে কখনো যাই নাই
খুবিই দমবন্ধ করা-
খুবিই দুর্ভেদ্য-
ঘন ছায়া,
অন্ধকার,
ঔইখানে কিছু পদচিন্হ দেখি
সেখানে স্বপ্নরা ডাকে,
হারানো ভালবাসা ডাকে,
উচু স্বরে ডাকে-

আবার হৃদয় প্লাবিত হয়
যা ভাসছে হারানো সপ্নের উপর
প্লাবিত হচ্চে হারানো ভালোবাসের উপর

আমি সেই সংকীর্ণ রাস্তা দিয়া হাটি
আস্তে আস্তে শব্দগুলো স্পষ্ট হয়
আস্তে আস্তে  তার সুর সুনতে পাই
হইত আমি ভালবাসার খুবই কাছে
হইত সপ্নের খুবই কাছে
ডান হাত সরছে
চলছে আধারের মধ্যে দিয়ে
চেষ্টা করি ওই ছায়াকে দূর করতে
চেষ্টা করি স্বপ্নকে ধরতে
দারুন ক্লান্ত,
চেষ্টা করি একটু শ্বাস নিতে
এবং শেষে,
মুছে ফেলি ওই ছায়া
বন্ধ করি ওই আধার
খুজি ওই আধারে ভালোবাসা
খুজি সপ্নকে  ওই ছায়াতে
কিন্তু পাইনা খুঁজে কিছুই-

এখনো ঘড়ির কাটা ঘুরে
প্রতিনিয়ত তার নাম উচার্রণ করি  
সপ্নদেখি শত সহস্র দিবাস্বপ্নের মাঝে  
যেখানে আমি ফেলে এসেছি দীর্ঘ এক বসন্ত--
~~
@মুসফিক উস সালেহীন
///
"thousands of dreams and a lost love"/ হাজারো স্বপ্ন ও একটি ভালবাসা

I think everybody will enjoy this poem
and I tribute this poem to the greatest poet " **Langston Hughes**"
///
Next page